নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একমনে চুরি করে;আরেক মনে বিচার মানে,আমি কে? আমার মন জানে।

ইমন শাই

আত্মতত্ত্ব অর্জনের চেষ্টা করি

ইমন শাই › বিস্তারিত পোস্টঃ

মুখোশ উন্মোচন -১

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৮




আমার প্রেমিকা আমার সাথে ঘেঁষে হাটে,বসে,দাঁড়ায় বলে;
চোখের পর্দাহীন পুরুষেরা দাবী করতে পারেনা তারাও আমার প্রেমিকার সাথে
ঘেঁষে দাঁড়াবে,বসবে কিংবা হাটবে।

মানুষ মানুষে স্বেচ্ছায় ঘেঁষে প্রয়োজনে, অনিচ্ছায় ঘেঁষে অপরাধের বসে নয়তো
প্রতারণার শিকার হয়ে। স্বেচ্ছায় ঘেঁষা আর অনিচ্ছা ঘেঁষার মাঝে
বিশাল ফারাক আছে, -এই ফারাকের নির্ণয় যারা না বুঝে তাদের দ্বারা
যে কোন নারীই যৌন হয়রানি কিংবা যৌন নির্যাতনের শিকারে পরিণত হতে পারে
কিংবা পরিনত হয়।

তাই,চোখের পর্দাহীন বিকৃত মস্তিষ্কধারী ধর্ষক মনা হিংস্র শয়তান গুলোর
বিরুদ্ধে চারপাশ থেকে তিব্র আওয়াজ তোলা প্রতিটি
সচেতন মানুষের পবিত্র দ্বায়িত্ব ও কর্তব্য।

সেই দ্বায়িত্ব কে ধারণ করে বলি,যারা শুধু পোশাকের অজুহাতে
নারীর উপর ঝাপিয়ে পড়েন কিংবা ঝাপিয়ে পড়ে পোশাকের অজুহাত দেন -
তারা শতভাগ যৌনসন্ত্রাস; সংযমহীন পুরুষ।

এই যৌনসন্ত্রাসীদের মা, বোন, বাপ, ভাই কি জানে
ওদের কর্মকাণ্ড,নির্লজ্জতা, অসভ্যতা, বেহায়াপনার কথা?
জানা টা জরুরী অন্তত মানসম্মান থাকতে থাকতে,
নয়তো পরিবারে একজন যৌনসন্ত্রাস-ই যথেষ্ট গোটা পরিবারকে
অভিশাপ মাখা নর্দমায় ডুবিয়ে অন্য আরেক পরিবারকে আগুনে পোড়াতে।
সময় এখনি যৌন সন্ত্রাসীদের মুখোশ উন্মোচনের।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

একাল-সেকাল বলেছেন: দেশে উন্নয়নের সাথে পাল্লাদিয়ে বেড়ে যাচ্ছে ধর্ষণ। এটাও কি উন্নয়নের প্যারামিটার হিসেবে বিবেচ্য হবে ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

ইমন শাই বলেছেন: ধর্ষণ কি কখনো উন্নয়নের প্যারামিটার হতে পারে? আপনার বিবেক কি বলে?

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: ধর্ষন আর মাদক মনে হয় কোনো দিন বন্ধ হবে না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১

ইমন শাই বলেছেন: সাথে দুর্নীতি ও কাঠমোল্লাতন্ত্র যোগ হবে।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর্ষণ আর মাদক থেকেও ভয়াবহ
তথ্য সন্ত্রাস !!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫

ইমন শাই বলেছেন: তথ্য সন্ত্রাস ভয়াবহ ধর্ষণ মহা ভয়াবহ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানবাধিকার সংস্থা আইন ও সলিশ কেন্দ্র (আসক) এর হিসাব অনুযায়ী, ২০১৯ সালে এক হাজার ৪১৩জন নারী ধর্ষণের শিকার হয়েছেন৷ ২০১৮ সালে এই সংখ্যা ছিলো ৭৩২জন৷ অর্থাৎ, গত বছরের তুলনায় ধর্ষণের ঘটনা বেড়েছে দ্বিগুণ যা ভয়াবহ বলে উল্লেখ করেছে সংস্থাটি৷

২০১৭ সালে ধর্ষণের শিকার হয়েছেন ৮১৮ জন নারী৷ এদিকে ২০১৯ সালে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭৬জনকে৷ আর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ১০জন নারী৷

নারীর প্রতি সহিংসতার অন্য চিত্রগুলোও ভয়াবহ৷ ২০১৯ সালে যৌন হয়ানারীর শিকার হয়েছেন ২৫৮ জন নারী৷ ২০১৮ সালে এই সংখ্যা ছিলো ১৭০ জন৷

২০১৯ যৌন হয়রানীর শিকার ১৮ জন নারী আত্মহত্যা করেছেন৷ প্রতিবাদ করতে গিয়ে চারজন নারীসহ ১৭ জন হত্যার শিকার হয়েছেন৷ যৌন হয়রানীর প্রতিবাদ করতে গিয়ে ৪৪ পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন৷

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৯

ইমন শাই বলেছেন: বিগত তথ্য গুলো তুলেছেন, ধন্যবাদ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



নীচুমনের, বিশ্রী লেখা, চোখের পর্দাহীন পুরুষ কি জিনিষ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৬

ইমন শাই বলেছেন: লেখক বলেছেন: উঁচু মনের চাঁদ গাজী আপনার এতটা লাগলো কেনো? কুশ্রী মানসিকতা পরিহার অনিবার্য।
চোখের দৃষ্টি দিয়ে যারা ধর্ষণ করে তারাই চোখের পর্দা হীন জিনিস পুরুষ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৮

একাল-সেকাল বলেছেন:
এদেশের উন্নয়ন সংখ্যা দিয়ে বিচার করা হয় তো তাই ! সংখ্যা যত বড়, উন্নতি তত বেশী। উদাহরন স্বরূপ আমাদের জি ডি পি :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৫

ইমন শাই বলেছেন: আপনার মতে ধর্ষক উন্নয়নের অংশ?

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

নেওয়াজ আলি বলেছেন: চরম বাস্তবতা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৬

ইমন শাই বলেছেন: কোন বিষয় টি আপনার কাছে চরম বাস্তবতা মনে হয়েছে?

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "চোখের দৃষ্টি দিয়ে যারা ধর্ষণ করে তারাই চোখের পর্দা হীন জিনিস পুরুষ। "

-এগুলো পিগমীদের ধারণা; পুরুষ ও নারী মিলে বিশ্ব; আপনার ধারণা পুরোপুরি হাউকাউ

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫০

ইমন শাই বলেছেন: আপনি কি ধর্ষক?

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৬

একাল-সেকাল বলেছেন: ধর্ষণ উন্নয়নের অংশ হাস্যকর !
বলে বুঝাতে হবে ভাবতে পারিনাই, ইমুটিকন :) দিয়েও কি বুঝাতে পারিনাই ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৫

ইমন শাই বলেছেন: আপনি বলেছেন:" দেশে উন্নয়নের সাথে পাল্লাদিয়ে বেড়ে যাচ্ছে ধর্ষণ। এটাও কি উন্নয়নের প্যারামিটার হিসেবে বিবেচ্য হবে "?
এর মানে কি?

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৭

একাল-সেকাল বলেছেন:
মানে হচ্ছে, সকল ঊর্ধ্বমুখী সংখ্যাই উন্নতিকে define করেনা।

সরকার কথায় কথায় বলে আমাদের GDP 1909$ (২০১৯). গড় সংখ্যা বড় কিন্তু এই শীতের রাতে রাস্তায় শুয়ে থাকা জনগুষ্ঠির সংখাও নিতান্ত কম নয়। তাদের আয় আর ধকুবেরদের আয়ের গড় সংখ্যাই হচ্ছে GDP 1909$।
সংখ্যা তত্ত্ব দিয়ে যারা দারিদ্রতাকে কাঁচকলা দেখায় তাদের কে ধর্ষণের সংখ্যা তত্ত্ব দিয়ে টিটকিরি মারাই ছিল আমার উদ্দেশ্য।

আশা করি ব্যাখ্যা বুঝতে পেরেছেন। ধন্যবাদ রইল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৫

ইমন শাই বলেছেন: আপনি যত ইচ্ছে টিটকারি মারেন কিন্তু আমার
মুখোশ উন্মোচন - ১ এর সাথে আপনার
"সংখ্যা তত্ত্ব দিয়ে যারা দারিদ্রতাকে কাঁচকলা দেখায় তাদের
কে ধর্ষণের সংখ্যা তত্ত্ব দিয়ে টিটকিরি মারাই ছিল আমার উদ্দেশ্য"।
এই কথার মানে আমি বুঝিনি। দুঃক্ষিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.