নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একমনে চুরি করে;আরেক মনে বিচার মানে,আমি কে? আমার মন জানে।

ইমন শাই

আত্মতত্ত্ব অর্জনের চেষ্টা করি

ইমন শাই › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানপাপী

২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২২




১৪টাকার বেনসন সিগারেট ১৫টাকা
রাখাও দূর্নীতি। কিন্তু সেটা দোকানদার
কাকা বুঝেনা।সে বুঝে স্বাস্থ্যসেবার দূর্নীতি।

একটু সুযোগে ১০টাকার ভাড়া ১৫টাকা
নিয়ে নেয় চালক মামা ;ঠিক ঐ প্রকল্প
কন্ট্রাক্টরের মতো, যে একটু সুযোগে দূর্নীতি
করে রডের বদলে বাঁশ দিয়ে ।

বলা নেই কওয়া নেই বুয়াখালা সপ্তাহে দুই
দিন অনপুস্থিত, এটা তার কাছে দূর্নীতির
বিষয় না ; তার কাছে দূর্নীতি হলো
চেয়ারম্যান কেনো পরিষদে প্রতিদিন
আসেনা।

অন্যায় কে যদি একটা চিত্রে রুপ দেই,
তবে মহাজনেরা করে মহাদূর্নীতি আর
মেহনতীরা করে পেতিদূর্নীতি
১লক্ষ্য৪৭হাজার৫৭০বর্গ কিঃমিঃ জুড়ে
এক চরম দূর্নীতিসংস্থানের অভয়াশ্রম।

আমি একটা বিষয় বুঝি আমারা অন্যের
ভুল ; সব বুঝি, শুধু নিজের ভুল আর
নিজের অন্যায় বুঝি না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল।

২| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর লিখেছেন।

নিজের ভুল মানুষ দেখে না। তখন মানুষ অন্ধ হয়ে যায়। বিবেক বুদ্ধি লোপ পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.