![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুহাম্মদ ও কৃষ্ণ
মুজিব এবং জিয়া কে একসাথে
ভালোবাসতে পারলে
আপনার সমস্যা কোথায়?
মুসলমান হয়ে ঠোটের নিচে
গোঁফ রাখলে
কিংবা হিন্দু বলে টুপি পরে
ঘুরেবেড়ালে,
আপনার সমস্যা টা কোথায়?
আমি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাসী না হয়ে
বহুমতে বিশ্বাসী হলে
আপনার সমস্যা কোথায়?
আমি তো ভাই আপনাকে
ধরিয় নাই ছুঁইয় নাই,
আপনার নষ্টামি ভন্ডামি গুলা কাউকে
যানাইও নাই।
তো আপনার সমস্যাটা কোথায়?
আমি মঙ্গলশোভা যাত্রায় অংশগ্রহণ করি
আবার কোরবানির মাংসও খাই,
তাতে আপনার সমস্যাটা কোথায় ?
আপনায় নিয়ে আমার কোন-
ভাবনা নাই, মাথাব্যাথা নাই।
আমায় নিয়ে কোনো আপনাদের-
এতো অঙ্গ ব্যাথা?
আপনাদের সমস্যাটা কোথায়?
০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৯
ইমন শাই বলেছেন: কুসংস্কারাচ্ছন্ন যুক্তিবোধহীন গোয়ার্তমি মানুষ থেকে সমাজ মুক্তি পাক।
২| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার কোন সমস্যা নাই!!
সিগারেটের প্যাকেটে সতর্ক
বানী দেখার পরেও যদি কেউ
তা পান করে তার জন্য অন্যদের
কি সমস্যা !! নেশা খাবি খা, মারা
যাবি যা !!
০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪২
ইমন শাই বলেছেন: সিগারেট না খাইলে ও মরে, ওরা না হয় খাইয়া মরল।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫৮
সাসুম বলেছেন: আমার সমস্যা আছে-
কারন আমি বাটপার। আমি ধর্ম নিয়ে বিজনেস করি , বেহেশ্ত আর স্বর্গের ধোকা দিয়ে মানুষ কে জ্ঞান আর যুক্তির পথ থেকে দূরে রাখি। লেজ কাটা শেয়ালের মত আমার নিজ লেজ কাটা তাই সবার লেজ কাটাতে সচেষ্ট। আমার নিজের মাথায় ব্রেণ এর বদলে গু, তাই আমিও চাই সবাই কে আমার মত ধর্মের আফিম খাইয়ে মাথায় গু তে ভরে রাখতে।
আমি যদি জ্ঞানী হতাম, বুদ্ধিমান হতাম, লজিকাল হতাম তাইলে আপনাকে আপনার মত থাকতে দিতাম। বাট যেহেতু বাংগুল্যান্ডে আমি মোসল্মান দের ধর্মের মেইন বিজনেসম্যান, মূত্রখোর দেশে হিন্দু ধর্মের মেইন বিজনেস্ম্যান , বার্মা তে আমি বৌদ্ধ ধর্মের মেইন বিজনেসম্যান সো আমার নাক আপনার কাজে বা চিন্তায় গলাতেই হবে।
যেহেতু আমার মাথায় জ্ঞানের পরিমান শূণ্য সো, আদিম গুহাবাসী দের মত আমাকে অলৌকিক চিন্তা ভাবনার উপর আর হাস্যকর জিনিষের উপর ইমান আনতে হবে এবং আপনাকে জোর করে সেখানে নিয়ে আসতে হবে। কারন- আমার ধর্ম গ্রন্থে আমাকে আফিম খাইয়ে বসেছে- ধর্ম কায়েম করো।
সো, আপনি না চাইলেও জোর করে টেনে এনে আপনাকে নিয়ে আসব আমার ধর্মের পথে আর আমার চিন্তা চেতনার সাথে না মিল্লে আপনার কল্লার নিরাপত্তা আমি দিতে পারব না