![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে কাঠমোল্লা আর কে ধার্মিক
বুঝা গেছে আজ
নামাজ শেষে মন্দির ভাঙে
বীভৎস, তাদের রেওয়াজ।
অপরাধ করলো ইতর ব্যাক্তি
নাম পরলো ধর্মের!
অবমাননার দোহাই দিয়ে
মন্দির ভাঙা দম্ভের।
মিছিল করে শোডাউন দিয়ে
হয়না ধর্মের সম্মান।
হিন্দুর যদি মন্দির ভাঙে
এটা মুসলিমের অপমান ।
একেক মানুষের একেক ধর্ম
জাতি তো ভাই বাঙালি।
নিম্নশিক্ষা জাহির করে
মন্দির রক্তে রাঙালি।
০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:৫৭
ইমন শাই বলেছেন: আচ্ছা ঠিকআছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: পড়লাম।