নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একমনে চুরি করে;আরেক মনে বিচার মানে,আমি কে? আমার মন জানে।

ইমন শাই

আত্মতত্ত্ব অর্জনের চেষ্টা করি

ইমন শাই › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ব্যবহার

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১০



তবুও মানুষ বারান্দা কিংবা জানালা দিয়ে
ময়লা-আবর্জনা ফেলবেই,
ঐটা তার ভুল স্বাধীনতা।

দোকানদার ফুটপাত দখল করে তার পন্য পাশরা
সাজিয়ে বসেন,
এটা তার ভুল স্বাধীনতা।

ড্রাইভার ফাঁকা রাস্তা পেয়ে
বিপরীত লেনে দিব্যি গাড়ি চালিয়ে ছুটে,
ইহা তার ভুল স্বাধীনতা।

বাড়ির দরজা তাদের স্টিকার সাটানোর জন্য নয়,
দেওয়াল টা তাদের পোষ্টারের জন্য তৈরী হয়নি,
এই অনধীকার চর্চা তাদের ভুল স্বাধীনতা।

বাড়ীর অনুষ্ঠান, মাঝরাতে ফুল ভলিউমে গান শুনে
চিল্লাপাল্লা করে এলাকা কাপান,
ইহা স্বাধীনতার অপব্যবহার।

একটু সুযোগ ব্যাস,
ব্যাবসায়ী দিলো সেবার দাম বাড়িয়ে।
ইহা তার ভুল স্বাধীনতা।

আপনি পুরুষ মানুষ তাই পশুপাখির মতো যেখানে সেখানে
মূত্র বিসর্জনে দাঁড়িয়ে কিংবা বসে যান,
পরিবেশ দূষণে আপনার অবদান। থামুন।
এই জন্য নয় স্বাধীনতা।

আপনি আপনার স্বাধীনতা দিয়ে অন্যের হক,
প্রাপ্যকে হরন করেন।
স্বাধীনতা এই জন্য নয়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর প্রকাশ।

পড়ে আসতে পারেন আমার একটা কবিতা।

শুভেচ্ছা নিরন্তর। স্বাধীনতা

০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:৫০

ইমন শাই বলেছেন: আপনার অন্তরে শান্তি বর্ষিত হোক।
ভালোবাসা নিরন্তর।

২| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:৫১

ইমন শাই বলেছেন: সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।

৩| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:০৩

কবীর হুমায়ূন বলেছেন: সমাজের দুষ্টু স্বাধিনতার চিত্রগুলো কবিতায় তুলে আনার প্রয়াস সার্থক ও সুন্দর হয়েছে। এ থেকে পরিত্রান চাই। হোক আমাদের বোধোদয়। শুভ কামনা কবি ইমন শাই।

০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:৫২

ইমন শাই বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.