![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজী একটা মস্তবড় পাজি
বন্ধ করে রাস্তা ; দিয়েছে দেয়াল!
ও বাড়ির মুসল্লী কি ভাবে যাবে মসজিদে?
নাই যে কোনো মুসলিমের খেয়াল!
বন্ধ করে রাস্তা ; দিয়েছে দেয়াল!
একে তে গরম তার উপর রমাদান,
তন্মধ্যে হাজী সাহেব কেটেছে পানির লাইন!
ভুক্তভোগী ঐ বাড়িওয়ালা করলো অভিযোগ পুলিশে
হলোনা কোনো সমাধান-
পেলো চড়থাপ্পড় লাথি-ঘুসি আর ফাইন।
তন্মধ্যে হাজী সাহেব কেটেছে পানির লাইন!
মুসলিমের প্রতি মুসলিমের
এ কেমন জালিম আচরণ ?
সহিষ্ণুতা মানবতা আজ কোথায় ঠেকেছে?
নব্বই ভাগ মুসলমানের দেশে; অদ্ভুত তাদের বিচরণ!
এ কেমন অসহিষ্ণুতা, জালিম আচরণ ?!
২| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। ধর্ম দিয়ে কেন ভাগ করতে হবে?
৩| ০৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:২৬
রাসেল বলেছেন: ইসলামের কোথাও তার অপরাধের জন্য মুসলিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার কথা বলা হয়নি। এখন প্রশ্ন, বাংলাদেশে অপরাধের আইনি কর্তৃত্ব কে? আপনি ইসলাম অপছন্দ করতে পারেন কিন্তু এগুলো গুরুত্বহীন। জ্ঞানী অমুসলিমরা আপনার ভুল নীতিকে নিরুৎসাহিত করবে এবং আপনি আপনার গ্রহণযোগ্যতা হারাবেন। তাই, নিজের স্বার্থ হাসিলের জন্য আরও চিন্তা করুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
তানভির জুমার বলেছেন: তাহারা বলে ৯২% মুসলমানের দেশে এত সুদ-ঘুস দূর্নীতি, চুরি-চামারী কেন?
আমি বলি ৯২ % মুসলমানদের আপনারা মনে হয় যেন আসলেই মুসলমান থাকতে দিসেন!?
শাসন কাঠামোতে চাপায়া দিসেন এগ্রেসিভ সেকুলারিজম, অর্থনীতিতে চাপায়া দিসেন নগ্ন পুঁজিবাদ, বিচার ব্যবস্থায় চাপায়া দিসেন বৃটিশ আমলের. যে বিচার ব্যবস্থা অপরাধী না কমিয়ে বরং উল্টা অপরাধী জন্ম দেয় , শিক্ষা চাপায়া দিসেন পশ্চিমের আর সংস্কৃতি চাপায়া দিতে চান কোলকাতার. কোন কিছুতেই মুসলমান থাকতে দিলেন না. কিন্তু ঘুস খায় কেন, চুরি-চামারী করে কেন, সেই দোষ সব ইসলামের তাই না.?