![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ মেঘলা দিনের মলিন মনে
হবে কথা তোমার সনে
ভেজা পাতায় ভেজা ক্ষনে
চুপিচুপি আনমনে
আজ মেঘলা দিনে।।
আজ সময় গুলো অসময়ে
যাচ্ছে চলে কোথায়!
টুপুরটাপুড় ঝনঝনাঝন
বেঙের ডাকে বৃষ্টির ফোঁটায়
আজ মেঘলা দিনে।।
আজ জল গুলো সব দল বেধে
ওতপেতেছে বাধা হয়ে
সারাক্ষন'ই যেন বিষন্ন সন্ধ্যা!
গগন কাদে আর কে কোথায় কাদে?
আজ মেঘলা দিনে।
০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৭
ইমন শাই বলেছেন: জ্বালা... অন্তর জ্বালা...
চোঁখ থাকিতে অন্ধ যে জন,কি বা তারে বলি...
২| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৮
ইমন শাই বলেছেন: ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০২২ রাত ৮:৪৪
সোনাগাজী বলেছেন:
ছন্দ, মন্দ, দ্বন্দ্ব তেমন কিছুই দেখছি না, হাতুড়ী দিয়ে পিটায়ে শব্দগুলোকে জড়ো করা হয়েছে!