নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একমনে চুরি করে;আরেক মনে বিচার মানে,আমি কে? আমার মন জানে।

ইমন শাই

আত্মতত্ত্ব অর্জনের চেষ্টা করি

ইমন শাই › বিস্তারিত পোস্টঃ

নীল আর্মস্ট্রংয়ের ধর্ম পরিবর্তন

১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪২




চাঁদে আজান শোনা যায়।
নীল আর্মস্ট্রং চাঁদে পৌঁছে আজান শুনতে পান; তখন নীল
আর্মস্ট্রং মনে করার চেষ্টা করেন এই গান উনি পৃথিবীর
কোথায় যেনো শুনেছেন।ভাবতে ভাবতে ইয়েস হঠাৎ করেই
মনে পরে কায়রো'তে শুনেছেন।

নীল আর্মস্ট্রং অবাক হতে থাকেন! এটা কি এমন গান যে
চাঁদে চলে এলো! চাঁদেতো পৃথিবীর শব্দ আসার কথা না
নিশ্চয়ই এর পেছনে কোনো রুহানি শক্তি আছে।

পৃথিবীতে ফিরে নীল আর্মস্ট্রং সবার আগে খোঁজ করেন
সেই গানের, এরপর উনি জানতে পারেন এটা গান নয়
আযান।
আযান হলো মুসলমানদের জন্য ইবাদতের ডাক।
নীল আর্মস্ট্রং বলেন পৃথিবীতে এতো গান এতো শব্দ কিছু
চাঁদে পোঁছায় না শুধু আযান পৌঁছায় এর পেছনে নিশ্চয়ই
নূরানী অলৌকিক ব্যাপার-স্যাপার কিংবা সৃষ্টিকর্তার ইশারা
আছে।
অবশেষে নীল আর্মস্ট্রং বুঝতে পারেন ইসলামের মহিমা, তাই
উনি ডানে-বামে না তাকিয়ে দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করেন
এরপর নীল আর্মস্ট্রং সুখে শান্তিতে বসবাস করতে থাকেন।

(মতান্তরে নীল আর্মস্ট্রং কে ইসলাম ধর্ম গ্রহণ করান সাইদি
নিজেই, এবং এটাই সাইদি প্রথম ফরেন কাউকে ইসলাম ধর্ম
গ্রহণ করান।)

এই অবাস্তব মিথ্যা ভন্ড তথ্য প্রসব করেন যুদ্ধাপরাধী
রাজাকার দেলোয়ার হোসেন সাইদি।

"এই পৃথিবীতে যতদিন রবে সাইদি’র গুজব ভরা ওয়াজ
ততোদিন দিন যেনো চলে ওর কবরের আজাব"

পুনশ্চঃ দুঃখের বিষয় নীল আর্মস্ট্রং কোথাও তার ধর্ম
পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ কথা বলে যাননি। এই
কিচ্ছার একমাত্র প্রচার ও প্রচারক সাইদি।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর বিনোদন।

১৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩২

ইমন শাই বলেছেন: এই বিনোদন সাইদি ওয়াজের মাধ্যমে প্রচার করতেন।

২| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫২

অপু তানভীর বলেছেন: :D =p~ =p~

এই নীল সাহেবের ধর্ম পরিবর্তন নিয়ে আমাদের একালের জনপ্রিয় ওয়াজ বক্তা আজহারি মিয়াও বয়ান দিয়েছেন । পাবলিক সেটা বিশ্বাসও করেছে।

১৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৭

ইমন শাই বলেছেন: এই মহা মিথ্যার ওয়াজ কে আজহারির সাগরেদরা বলে ইসলাম প্রচার।

৩| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩২

অহরহ বলেছেন: নীল আর্মস্ট্রং এর বিপরিতে বাংলাদেশের চন্দ্র বিজয়ী মেহেদী রাঙ্গা ছাগলা দাড়ির লাল আর্মস্ট্রং...... ওরফে দেইল্লা রাজাকার। হা হা হা

১৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৩

ইমন শাই বলেছেন: নীল দের্লোস্ট্রং চাঁদ এক্সপার্ট

৪| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৮

শায়মা বলেছেন: তার কি চাঁদ অনেক প্রিয় ছিলো!!!

সব সময় চাঁদ আর চাঁদ!

সব কিছুতেই তার চাঁদকেই লাগতো! #:-S

১৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৪

ইমন শাই বলেছেন: সাইদি তার কর্মকাণ্ডের জন্য চাঁদের ফাঁটলে আটকে থাকবে।

৫| ১৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৫

জ্যাক স্মিথ বলেছেন: আলহামদুলিল্লাহ!! ঝাঝাখায়েরাল্লা!! B-)

১৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৭

ইমন শাই বলেছেন: গায়েবানা আমেজ মোবারক।

৬| ১৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৫

মোগল সম্রাট বলেছেন:


B-) :D B-) :(

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০২

ইমন শাই বলেছেন:

৭| ১৮ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

তারেক_মাহমুদ বলেছেন: গতকালই এই ওয়াজটা শুনলাম, এতদিনে বুঝলাম চাদে দেখা যাওয়ার ব্যাপারটা সবাই কেন এত দ্রুত বিশ্বাস করেছিল।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০১

ইমন শাই বলেছেন: আপনার উপর শান্তি বর্ষিত হোক

৮| ১৮ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভণ্ড মওলানা তারেক দাবী করছে;

১। তিনি নাকি ১৯৯০ সালে ইংলিশ লীগের একজন দামী ফুটবলার ছিলেন।
২। তিনি বলেছেন ১৯৯০ সালে অক্সফোর্ডে তিনবার বেষ্ট টিচার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
৩। তার বক্তব্য অনুসারে ১৯৯০ সালে বাংলাদেশের একজন পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন তিনি।
৪। তিনি ১৯৯০ সালে ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব থাকা অবস্থায় ব্রিটিনের ষাট দশকের সবচেয়ে সুন্দরী এক মডেলকে মুসলিম বানিয়েছিলেন।
৫। তার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে হোয়াইট হাউজে দেখা করার ইচ্ছাপোষণ করেছিলেন।
৬। ওনার সাথে নাকি রিয়াদের কোন ইমাম সাহেব মানবতা বিরোধী অপরাধী দেলোয়ার হোসেন সাঈদী কে চাঁদে দেখার কথা বলেছিল।
৭। ওনার সাথে নাকি শফি হুজুর স্বপ্নে কাদের মোল্লাকে বেহেশতে রাসুল (সাঃ) এর সাথে মোলাকাত অবস্থায় দেখার কথা বলেছিলেন।
৮। উনি সত্যিই জানেন আফগানিস্তানের কোথাও একটি রাসায়নিক বোমও ফুটেনি!
৯। উনি নাকি নাসায় ভিজিট করেছিলেন।
১০। উনি নাকি বেশ কয়েকবার রকেটে চড়েছিলেন।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৪

ইমন শাই বলেছেন: আহা অপুর্ব পয়েন্ট গুলো একসাথে। ধন্যবাদ।

৯| ১৮ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২০

কামাল১৮ বলেছেন: মোল্লারা মিথ্যা প্রচার করে আর হাজার হাজার মুর্খ সেটাকেই সত্যি ভাবে।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৪

ইমন শাই বলেছেন: ঠিক বলেছেন ধর্মান্ধরা সেটাই ভাবে

১০| ১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০১

ঢাবিয়ান বলেছেন: নীল আর্মস্ট্রং এর চাঁদে আজান শোনা ও এরপর ইসলাম ধর্ম গ্রহনের গুজব প্রথম রটে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। বাংলাদেশী ধর্ম ব্যবসায়ীরা এটা আবিস্কার করে নাই।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৬

ইমন শাই বলেছেন: বলেন কি ফরেন কাটমোল্লাদের সৃষ্টি!?

১১| ১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৮

রানার ব্লগ বলেছেন: চাঁদ কে মামা বলে হয় আফসোস যদি মামী হতো আজ আমরা চান মিয়া সাঈদি নামে আর একটা উপগ্রহ পেতাম ।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৯

ইমন শাই বলেছেন: হা হা হা

১২| ১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: ধার্মিকদের মধ্যে কুসংস্কার বেশী।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১০

ইমন শাই বলেছেন: রা অন্ধবিশ্বাসী ওরা ভয়ংকর

১৩| ১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

আদনান মুনতাসির বলেছেন: প্রকৃত ধার্মিকদের ভিতর কখন ও কুসংস্কারের মনোভাব থাকেনা। তবে বাংলাদেশে বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলিমরাই আসলে তাদের ধর্মগ্রন্থ খুলেও দেখেনা তাই ভুলের ভিতর থাকে

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১১

ইমন শাই বলেছেন: চিল্লাইয়া কইলাম ঠিক

১৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

বিজন রয় বলেছেন: আপনার এই পোস্ট পড়ে আমি পুরাই অবাক!!

০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১২:৪৬

ইমন শাই বলেছেন: ভালোবাসা নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.