![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'বুয়েটে' রাজনীতির কারনে দুই জন খুন হইছে
তাই সাধারণ ছাত্ররা 'বুয়েটে' রাজনীতি বন্ধ চায়।
সেই প্রেক্ষাপটে আমিও সাধারণ জনগণ হয়ে অনেক কিছু
চাই। রোগ নয় রুগীর নির্মূল চাই, মাথা ব্যাথা হলে ব্যাথা
মুক্তির ঔষধ নয় মাথার কর্তন চাই।
রাস্তায় প্রতিদিন পরিবহন গুলো মানুষ হত্যা করে তাই
একজন সাধারণ জনগণ হিসাবে আমি রাস্তায় পরিবহন
নিষেধাজ্ঞা চাই।
জাতীয় নির্বাচন হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন হোক
এই সকল নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়া কেন্দ্র করে কতো
খুন, কতো হত্যা হলো, কতো মায়ের বুক খালি হলো, কতো
সন্তান এতিম হলো। তাই এই দেশের একজন সাধারণ মানুষ
হিসেবে আমি নির্বাচন - ভোটের অবসান চাই।
গেলো বর্ষায় চট্টগ্রামে দুইজন খোলা ড্রেনে পড়ে মরে গেছে,
নিরাপত্তার স্বার্থে সাধারণ জনগণ হিসাবে আমি ড্রেন মুক্ত
চট্টগ্রাম চাই।
হাসপাতালের ডাক্তারেরা কেনো সব রোগী সুস্থ করতে পারেনা
উলটা ভুল চিকিৎসায় মানুষ মেরে ফেলে তাই
আমি হাসপাতাল ও ডাক্তার মুক্ত বাংলাদেশ চাই।
সরকারি দ্বায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ারেরা রাষ্ট্রীয় প্রকল্পে বরাদ্দ ফাইভ%
নিজেদের জন্য রেখে ঠিকাদার নিয়োগ করেন,
এজন্য নিন্মমানের অবকাঠামো তৈরী করতে বাধ্য হন
ঠিকাদার, তাই এই দেশের একজন সাধারণ জনগণ হয়ে
আমি অবকাঠামো উন্নয়ন নিষিদ্ধ চাই।
প্রায় সময় শুনি পুলিশি হেফাজতে নারীর মৃত্যু ;কখনো শুনি
ওনাদের হেফাজতে পুরুষের মৃত্যু কখনো বা শুনি পুলিশের
হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু। এতো মৃত্যু কেনো পুলিশ-
হেফাজতে! আশ্চর্য করে আমায় তাই একজন
সাধারণ বাঙালী হিসেবে পুলিশ মুক্ত থানা চাই।
ফেনীর এক মাদ্রাসার প্রিন্সিপাল তার ছাত্রী নুসরাত কে গায়ে
আগুন দিয়ে হত্যা করে, এই নির্মম ঘটনার পর একজন আতি-
সাধারণ জনগণ হিসাবে আমি মাদ্রাসা বন্ধ চাই।
ভারতীয় বর্ডার গার্ড প্রতিদিন গুলি করে বাংলাদেশী মানুষ
মেরে ফেলে, ওদের থেকে নিরাপদে বাঁচতে একজন স্বাধীন
বাংলাদেশের জনগণ হয়ে হত্যাপুরী সীমান্ত মুক্ত স্বদেশ চাই।
পরিশেষে বলতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ’বুয়েটে’
রাজনীতি বন্ধ চায় তারা এই দেশে অনুপযুক্ত, যে যুক্তিতে
তারা রাজনীতি মুক্ত 'বুয়েট' চায় এককথায় তাদের যুক্তি
ইতরামি মিশ্রিত বখাটে আবদার।
০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১২:২৯
ইমন শাই বলেছেন: আমাদের দেশের একটা ছাত্র রাজনৈতিক দলে যোগ দিয়ে রাজনীতি
শিখে ভাই।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: দেশে যা চলে তা রাজনীতি না, সেটা অসুস্থতা। বুয়েট যদি ওই অসুস্থতা দূর করতে পারে, তাদের করতে দেয়াই ভালো। যেদিন বাংলাদেশে আইনের শাসন থাকবে, সেদিন বুয়েটে রাজনীতি চালু করতে যান। ছাত্র রাজনীতির মাহাত্ম্য ছিলো সরকারের ভ্রান্ত নীতির বিরোধিতার মাঝেই, তাবেদারির মাঝে নয়। এখন সেটা আর সম্ভব? সম্ভব, যদি জীবন দিতে চান, নিজের পরিবারকে বিপদে ফেলতে চান। এখন কেউ যদি এটা না করতে চায়, তাকে আপনি জোর করতে পারেন না।
আপনার যানবাহন ছাড়া জীবন চলে না, কিন্তু রাজনীতি ছাড়া বুয়েট অনেক ভালো চলে।
০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১২:৩৫
ইমন শাই বলেছেন: বাংলাদেশে যা চলে রাজনীতি'ই চলে।কারন
সংবিধান অনুযায়ী কোনো অরাজনৈতিক
সংগঠন সংসদ পরিচালনা করতে পারেনা।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
ইফতেখার ভূইয়া বলেছেন: মানে দাঁড়াচ্ছে বুয়েটে রাজনীতি বন্ধ করতে চাইলেই তারা এ দেশের অনুপযুক্ত। আমার জন্ম এই দেশে, আমিও বুয়েটে রাজনীতি দেখতে চাই না। আমিও এ দেশের অনুপযুক্ত, হুম এটা আমার বখাটে আবদার। এখন কি হবে?
০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১২:৩৮
ইমন শাই বলেছেন: দিন আর রাত
রাত আর দিন
হতেই থাকবে।
কেনো বুয়েটে রাজনীতি বন্ধ হবে?
যুক্তিযুক্ত ৫টা কারন জানাতে পারেন।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ১০:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
গেইট বন্ধ করে একটি গোপন অন্ধকার রাজনীতি নির্বিঘ্নে অব্যাহত রাখার নিশ্চয়তা চাই।
০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১২:৩৯
ইমন শাই বলেছেন: চাইতে দোষ নাই
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৬
করুণাধারা বলেছেন: আড়াইহাজার কোটি টাকার প্রকল্প শুরু হচ্ছে বুয়েটে। এটা থেকে হালুয়া রুটির ব্যবস্থা করার জন্যই এই সমস্ত মিথ্যাচার করে ছাত্রলীগ কে বুয়েটে ঢোকানো হচ্ছে...
এই ঢোকানোর পথ সহজ করার জন্য কিছু মানুষকে দায়িত্ব দেয়া হয়েছে সামাজিক মাধ্যমে গোয়েবলিও প্রচারণা চালাবার জন্য। আড়াই হাজার কোটি টাকার টেন্ডারবাজি চাঁদাবাজির ভাগ এই প্রচারকরাও পাবে। আমি খুব অবাক হচ্ছিলাম দেখে, সামুতে মাত্র একজনকে প্রচারণা চালাতে দেখে। যাক আপনি এসে গেছেন, চালিয়ে যান আপনার প্রচারণা...
০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১২:৪৪
ইমন শাই বলেছেন: আপনার উপর শান্তি বর্ষিত হোক
৬| ০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১:৫২
অধীতি বলেছেন: ছাত্র রাজনীতির আদর্শের সঙ্গে কি বর্তমান মিলাতে পারবেন? আর যতগুলো উদাহরণ দিছেন যেমন গাড়ি দূর্ঘটনায় গাড়ি বন্ধ করা সম্ভব নয় কারণ এটা অসম্ভব এটা অবশ্য প্রয়োজনীয়। আপনি ছাত্র রাজনীতির আবশ্যকতা তুলে ধরেন । ছাত্র রাজনীতি না থেকেও পৃথিবীর বাকি দেশ চলছে।
০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ২:৫৯
ইমন শাই বলেছেন: ছাত্র রাজনীতি দ্বারা আপনার কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? পৃথিবীর অনেক দেশে
শুধু ছাত্র রাজনীতি না সাথে আরও অনেক কিছুই চলে না।
৭| ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৫
নতুন বলেছেন: লেখক বলেছেন: আমাদের দেশের একটা ছাত্র রাজনৈতিক দলে যোগ দিয়ে রাজনীতি
শিখে ভাই।
একটা ছাত্র ছাত্রলীগে যোগ দিয়ে কিভাবে রাজনিতি শেখে একটু বোঝাবেন কি?
ছাত্রলীগ নতুন যোগ দেওয়া ছাত্রদের কি কি শেখাবে তার জন্য কি পরিকল্পনা আছে সেটার যদি কোন কারিকুলাম/পরিকল্পনা দেখাতেন খুবই আলোকিত হতাম।
০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:০৬
ইমন শাই বলেছেন: ছাত্রশিবির যেভাবে পরিকল্পনা করে অন্যান্য ছাত্রদলও তাদের নিয়মে কার্যক্রম
পরিকল্পনা করে।জনাব নিজ দায়িত্বে ছাত্র সংগঠনে যোগ দিয়ে আলোকিত হয়ে নিন।
৮| ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বর্তমানে ছাত্র রাজনীতি বেয়াদব পয়দা করে।
চাঁদাবাজ পয়দা করে।
খুনী পয়দা করে ।
এখানে কোন নেতা সৃষ্টি করে না ।
রাজনীতিবিদ সৃষ্টি করে না ।
সুতরাং এটা বন্ধ করাই উচিত।
০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:১৫
ইমন শাই বলেছেন: বেয়াদব সমাজে ছিলো আছে থাকব, এটা প্রকৃতির নিয়ম।
চাপাবাজ তারেক মনোয়ার তৈরী করে।
খুনি রগ কাটা বাহিনী কবে বাংলাদেশে ছিলো না?
কোখানে নেতা সৃষ্টি করে ব্রো?
রাজনীতিবীদ সৃষ্টি করে শুধু দেলু রাজাকার।
রাজাকার আলবদর আলসামসদের সুযোগ সুবিধা দ্রুত বন্ধ করা উচিত।
৯| ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: সুস্থ ধারার রাজনীতি তো এখন শিক্ষাপ্রতিষ্ঠানে চলে না। রাজনীতি যদি চালুই হয়, মেধার ভিত্তিতে পদ দেওয়া উচিত। ক্লাশ করে না, পরীক্ষা দেয় না, স্বভাব-চরিত্র ভালো না- এ ধরনের শিক্ষার্থী রাজনীতি করলে দেশ ও জাতির কোনো লাভ হয় না।
০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:১৮
ইমন শাই বলেছেন: নিশ্চয়ই মাহান আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।দেখুন আপনি চেষ্টা করে
কিভাবে জাতির লাভ করাতে পারেন।
১০| ০৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০১
সোহেল_রানা বলেছেন: আওয়ামী ঘরনার লোক।
এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।
০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:২৩
ইমন শাই বলেছেন: হিজবুত তাওহীদের অনুসারীরা এভাবেই সন্তুষ্ট থাকে।
১১| ০৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:১২
রাসেল বলেছেন: বাংলাদেশের ক্ষেত্রে, বুয়েটের জন্য আপনার ব্যঙ্গ দাবি বাস্তবসম্মত/ সঠিক। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো।
১২| ০৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯
নীল আকাশ বলেছেন: লেজুড়বিত্রি আর টাকা পয়সা মেরে খাওয়া ছাড়া কোনো ভালো ছাত্রছাত্রী রাজনীতিতে আসতে চায় না।
আপনি কি বুয়েটের ছাত্র? কোনো দিন সেই ক্যাম্পাসে হেটেছেন? অবশ্য সেই ক্যাম্পাসে হাটার যোগ্যতা যদি থাকে?
দেশের বাকি ভার্সিটির মতো এটা পচে গলে নষ্ট না হওয়া পর্যন্ত তো আপনাদের এজেন্ডা বাস্তবায়ন হবে না, তাই না?
লেগে থাকেন, আইস্টার মতো!
দেশের বাকি সবকিছু মতো দাদাদের জন্য এটাও না হয় নষ্ট করে দিন।
১৩| ০৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:০০
নীল আকাশ বলেছেন: বুয়েটের নাম মুখে নেওয়ার যোগ্যতা আছে?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২৪ বিকাল ৫:১৯
নতুন বলেছেন: পরিশেষে বলতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ’বুয়েটে’
রাজনীতি বন্ধ চায় তারা এই দেশে অনুপযুক্ত, যে যুক্তিতে
তারা রাজনীতি মুক্ত 'বুয়েট' চায় এককথায় তাদের যুক্তি
ইতরামি মিশ্রিত বখাটে আবদার।
আমাদের দেশের একটা ছাত্র রাজনিতিক দলে যোগ দিয়ে কি শেখে?
আমাদের দেশের ছাত্রদল গুলি কি শেখায়?
দেশের ছাত্ররাজনিতি লাঠিয়াল বাহিনি তৌরির ট্রেনিং সেন্টার মাত্র।
সারা দেশের শিক্ষাঙ্গন থেকে রাজনিতি নিষেধ করতে হবে।
বিশ্বের সভ্য কোন দেশের ভালো বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশের মতন ছাত্ররাজনিতি নাই।