![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রীষ্ম বর্নের এক আকাশ
বাতাশে তাপের দাহ
আকাল মেঘে চৌচির মাটি
এ, মন চায় হিমবাহ।
কোথাও কোথাও প্রকৃতি; কষ্ট দেখেনা, মানুষের।
কোথাও কোথাও প্রকৃতি; দুঃখ বুঝে-না, মানুষের।
কোথাও কোথাও প্রকৃতি; শান্তি দেয় না, মানুষের।
কোথাও কোথাও প্রকৃতি; সুখ বুঝে-না, মানুষের।
কোথাও কোথাও প্রকৃতি; চিৎকার শুনেনা, মানুষের।
মানুষের অন্তিম গরমে।
প্রকৃতির নিয়মে।
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৮
ইমন শাই বলেছেন: ভালোবাসা নিরন্তর
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫৭
আকিতা খানম বলেছেন:
আসলেই খুবই গরম। অনেক ভালো লাগলো। চমৎকার লেখনী