![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরে ও মানস কন্যা সরকার
মসনদ টিকেয়ে রাখতে আরো
কত শিক্ষার্থীর রক্তের দরকার?
রাষ্ট্র আর কত করবে মানুষ হত্যা ?
চিরকাল রাখতে ধরে আপনার ক্ষমতা।
হত্যাপ্লাবন খুনের ওজন দিচ্ছে বুঝায়ে
আপনার রাজনীতির মমতা!
বুঝি এই জন্যে ছাত্রদের বিরোধিতায় যেয়ে
দেশটা পুরো অচল করে নিয়ন্ত্রণে নিলেন ?
ছাত্রছাত্রী দের দাবায় রাখতে খুন করতে
যৌথ বাহিনী এট্যাক এয়ার এট্যাক দিলেন।
এক নূরহোসেন পুলিশের গুলিতে
নিহত হলো ১৯৮৭ সালে,
একজনের রক্ত উত্তাল করেছিলো
একনায়কতন্ত্র প্রেসিডেন্টের আমলে।
এখন ১শ, ২শ, ৫শ, হাজার বাঙালির
প্রাণ নিয়ে; মানসকন্যার কারফিউ, ২০২৪ জুলাই।
বাতাসে মেট্রোরেলের দুঃখে ভরা আর্তচিৎকার-
আমি ফিরবো কিন্তু মানুষ গুলো ফিরবেনা কিভাবে মিলাই!
জেনে হই অবাক আপার কথায় গুলি চলে
ট্যাংক চলে ;চলে ছাত্রছাত্রী হত্যাযজ্ঞ,
আবার আপার কথায় হত্যার জন্য ১দিনের শোক
আহা আপার চরম দরদ আপা দেশপ্রেম বিশেষজ্ঞ।
০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৮
ইমন শাই বলেছেন: মানুষ হত্যা করে অশান্তি সৃষ্টি করা যায়,
শান্তি না।
২| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
করুণাধারা বলেছেন: খুব ভালো লিখেছেন! প্রথম তিনটি লাইন শিক্ষার্থীদের স্লোগান হতে পারে।
০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ২:৪২
ইমন শাই বলেছেন: ধন্যবাদ,
ওরা শিক্ষার্থীদের মনোবল ভাঙতে হত্যার পাহাড় তৈরী করছে।
৩| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:১৪
মেঠোপথ২৩ বলেছেন: He who is brave is free । ভয়কে জয় করে মানুষ আজ মুক্ত স্বাধীন হয়ে গেছে। ভয়ের যে রাজত্ব তৈরী করে সবাইকে দমিয়ে রাখা হয়েছিল, তা আর সম্ভবপর নয় ----
০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ২:৫১
ইমন শাই বলেছেন: হাল না ছাড়লে আলো আসবেই
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৯
কাঁউটাল বলেছেন: