![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন রত আছি।
বছরের প্রতিটা দিনই তো বাংলায় কথা বলি। প্রতিটা মাসে কথা বলার সময় তেমন একটা অনুভুতি তৈরি হয় না, কিন্তু ফ্রেব্রুয়ারী মাসে কথা বলার সময় নিজের ভিতরে কেমন যেন একটা অহংকার বোধ তৈরি হয়। মনে হয় বাংলায় কথা বলতে পারায় আমি পৃথীবির সব চেয়ে সুখী মানুষ। পৃথীবির সমস্ত সুন্দর সুন্দর সুুর সুন্দর সুন্দর কবিতা আমার ভাষার কাছে যেন তুচ্ছ, আমার তখন ভাবতেই অবাক লাগে যে সেই ১৯৫২ সালের ভাষা সৈনিকরা কিভাবে বুঝতে পেরেছিলেন বাংলায় কথা বলতে না পারার থেকে কষ্ট আর হতে পারে না। আরও ভাবতে অবাক লাগে শুধুমাত্র মুখের ভাষার জন্য নিশ্চিত মুত্যু জেনেও আন্দোলনে একটুও পিছ পা হন নাই। ভাষাকে কতটা ভালবাসলে এটা সম্ভব?? এ মাসে যখন কথা বলি তখন মনে হয় আমি কি তাদের মত আমাদের ভাষাকে ভালবাসতে পারছি?? আসুন আমরা সবাই এ মাসে প্রতিঙ্গা বদ্ধ হই শুদ্ধ-সুস্পষ্ট ছাড়া আর একটি কথাও বলব না। ভাষার বিকৃতি রোধের এখনই উপযুক্ত সময়, আপনার একটু সহযোগিতায় পারে আমাদের ভাষাকে সুন্দর করতে।
বি:দ্র: এই লেখাটি লিখতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি নি, কেন জানি লেখাটি সম্পন্ন হওয়া পর্যন্ত আমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়েছে। যদি আপনাদের চোখেও পানি চলে আসে সে জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
©somewhere in net ltd.