নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুবই এলোমেলা একজন মানুষ।

ইএনজি মাসুদ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন রত আছি।

ইএনজি মাসুদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশে বেশ বড় বড় আবিষ্কারের খবর মেলে কিন্তু ছোট ছোট আবিষ্কারের কথা কেন শোনায় যায় না ?? তাহলে কি ছোট ছোট আবিষ্কার স্থিমিত!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

আমাদের দেশে সকল আবিষ্কার-কারদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক অনেক বেশি। আমার সব সময় চাই তারা অনেক বড় কিছু করে ফেলবে, কিছু একটা করে সারা পৃথীবিতে সাড়া ফেলে দেবে। তারা হঠাৎ করেই চমকে দেবে আমাদেরকে। এটা অনেক ভাল চিন্তা আর আমরা হয় তাে আমরা আমাদের দেশকে একটু বেশি ভালবাসি বলেই এমন চিন্তা-ভাবনার উৎপত্তি । কিন্তু আসলে হঠাৎ করে কিছু হয় না । একে বারে জন্মাবার পর পরই কোন কিছু আবিষ্কার করা যায় না, যদি এমনটা আশে পাশে ঘটে থাকে তা অনেকটাই অস্বাভাবিক । এখন প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে তাই কোন কিছু আবিষ্কার করতে হলে অাপনাকে অবশ্যই কিছু না কিছু বিষয়ে প্রাথমিক ধারণা অর্জন করতে হবে। তার পর আপনাকে সেই বিষয়গুলি নিয়ে চর্চা করতে হবে। আপনি শুন্য থেকে কিছু একটা করে ফেলবেন এটা চিন্তা করা এই ডিজিটাল যুগে একে বারেই মূর্খতা । তাই আপনাদের সন্তানকে উদ্ভাবনী কাজের সাথে সংযুক্ত করতে হলে এখন থেকেই তাদেরকে একটু একটু করে প্রযুক্তি চর্চা করাতে থাকেন হােক সেটা সফটওয়ার বা হর্ডওয়ার। হর্ডওয়ার আবার ব্যপক বিস্তৃত এ ভিতরে সকল ইনজিনিয়ারিং বিষয়ই চলে আসে।
তাহলে আপনারা আপনাদের সন্তানদের কিভাবে এখন থেকে প্রস্তুত করবেন ??? তাই তো।
১। আপনি আপনার সন্তানকে সফটওয়ার ইঞ্জিনিয়ার দেখতে চাইছেন তাকে কম্পিউটারে গেম খেলতে না দিয়ে বিভিন্ন সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এর বাচ্চাদের শেখার জন্য সফটওয়ার ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সে গুলো শেখাতে থাকেন।
২। আপনি হয় তো আপনার সন্তানকে গ্রফিক্স ডিজাইনার করতে চান। তাহলে এখন থেকে তাদেরকে ছোটদের গ্রাফিক্স শেখাতে থাকেন।
৩। আপনি হয় তো আপনার সন্তানকে এ্যাপ ডেভােলপার দেখতে চান। তাহলে এখন থেকেই ছোটদের এ্যাপ ডেভােলপিং শেখাতে থাকেন।
৪। আপনি হয় তো আপনার সন্তানকে ওয়েব ডেভােলপার দেখতে চান। তাহলে এখন থেকেই তাকে ধারণা দিতে শুরু করুন।
৫। আপনি হয় তো আপনার সন্তানকে রোবটিক্সের গবেষনায় দেখতে চান। তাহলে এখন থেকেই তার হাতে তুলে দেন রোবট বানাের সকল যন্ত্র । দেখবেন একটু একটু করে ছোট বয়সেই সে ছোট খাটো রােবট বানিয়ে ফেলবে।
৬। আপনি হয় তো আপনার সন্তানকে ম্যাকানিক্যাল/ইলেকট্রিক্যল/ম্যাকাটনিক্স/মেরিন/এরানটিক্স ইঞ্জিনিয়ারিং পড়াতে চান তাহলে এখন থেকেই তাকে সেই সব ইঞ্জিনিয়ারিং এর জন্য বাচ্চাদের শেখার জন্য উদ্যেগ গ্রহন করেন।

পরিশেষে একটাই কথা বলার তা হলো আজকের শিশুরা খেলতে খেলতেই ছােট ছােট আবিষ্কার করতে থাকবে। অার এরাই বড় হয়ে বড় বড় আবিষ্কারে অংশ নেবে, শুধু প্রয়োজন একটু সচেতনতার এবং ছোট থেকেই বাচ্চাদের শেখার জন্য উদ্যেগ গ্রহণ করার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


আমি রিকসা চালাই, চাচ্ছি ছেলে যেন গাড়ীর ড্রাইবার হতে পারে; এ ব্যাপারে একটু বুদ্ধি দেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

ইএনজি মাসুদ বলেছেন: ভাই আপনি রিকসা চালিয়ে আবার কষ্ট করে ব্লগের মতো এতো মূলবোধের জয়গায় ঘোরা-ঘুরি করেন, মাশ-আল্লাহ আপনার ছেলে চান্দের দেশে না গেলেও আকাশে-বাতাসে উড়ে বেড়াবে । এটা নিশ্চিত , আপনি আটকে রাখতে পারবেন না। আপনার সন্তান পুরাই সুপার ফাস্ট হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.