নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারিদিকে শুধু অনিয়ম আর দুর্নীতি। আমার বিদ্রোহী হতে ইচ্ছে করে। দেশ নিয়ে খুব চিন্তায় আছি। হে আইন, হে মানবাধিকার হে স্বাধীনতা তুমি কোথায়?

আমার বিদ্রোহী হতে ইচ্ছে করে। দেশ নিয়ে খুব চিন্তায় আছি

ইন্জিনিয়ার রুমান

আমার বিদ্রোহী হতে ইচ্ছে করে।দেশ নিয়ে খুব চিন্তায় আছি

ইন্জিনিয়ার রুমান › বিস্তারিত পোস্টঃ

বীর বাঙ্গালি শাহবাগ চলো ফাঁসির দাবি আদায় করো। ৭১' এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

ক-তে কাদের মোল্লা,

তুই রাজাকার, তুই রাজাকার...



গ-তে গোলাম আযম,

তুই রাজাকার, তুই রাজাকার...



স-তে সাঈদি,

তুই রাজাকার, তুই রাজাকার...



স-তে সাকা চৌধুরী,

তুই রাজাকার, তুই রাজাকার...



এক হও লড়াই করো,

ফাঁসির দাবী আদায় করো...



একাত্তরের বাংলায়,

রাজাকারদের ঠাঁই নাই...



এটা কোন কপি পেস্ট পোস্ট নয়, এ আমাদের প্রানের দাবি, সকলের দাবি।

বিকালে আনু স্যার,জাফর ইকবাল স্যার যখন বক্তব্য দিচ্ছিলেন তখন মনে হচ্ছিল যেন যুদ্ধ শুরু হয়ে যাবে। এ যুদ্ধ তরুণদের যুদ্ধ,তারুণ্যের যুদ্ধ।



যে যাই করুক এটা আমাদের , সাধারণ মানুষের আন্দোলন । মাটিতে বসা সহযোদ্ধা দিন-রাত , দুপুরের রোদ মাথায় নিয়ে প্রতিবাদ করছে , দাঁড়ানো জনতা কে অনুরোধ করছে এক্টিভিস্টরা । মূল মঞ্চ থেকে বিরতিহীনভাবে আশা উদ্দীপনা ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে ।প্রবাসে মানববন্ধন হচ্ছে , এলাকায় এলাকায় আন্দোলন হচ্ছে,এ আন্দোলন আজ সারা দেশের আপামর জনতার।



মাননীয় প্রধানমন্ত্রী, এই যুব সমাজ আপনাকে ম্যান্ডেট দিয়েই কিন্তু সংসদে পাঠিয়েছে, কিসের ভয় আপনার??? জনগণকেই যদি আইন নিজের হাতে তুলে নিতে বলা হয় তাহলে সরকারের কি দরকার???



শিবিরকে কেন জনগন প্রতিহত করবে? আ্ইন করে এসব ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করুন নয়তো জনতার জনরোশ থেকে বাঁচা যাবেনা।



বীর বাঙ্গালি শাহবাগ চলো ফাঁসির দাবি আদায় করো।



*বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা।*



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

শান্তা273 বলেছেন: ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।

এই বাংলার মাটিতে রাজাকারদের ঠাঁই নাই।
সকল রাজাকারদের ফাঁসি চাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

ইন্জিনিয়ার রুমান বলেছেন: তারুণ্যের এই স্রোত ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে। সজাগ থাকুন সবসময়। মঞ্চে আমরা ছাত্রলীগের কাউকে বক্তব্য দিতে দেখতে চাইনা! ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.