নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধুনিকতা পছন্দ করি, অশালীনভাবে চলাফেরা, কথাবার্তা পছন্দ করি না ।

আমি যতটুকু বর্তমান তারচেয়ে ভাল হতে চেষ্টা করি ।

বিপুল কুমার বিশ্বাস

মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।

বিপুল কুমার বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

দার্জিলিং ও শিলিগুড়ি তে থাকার জন্য কিছু হোটেলের ঠিকানা, ফোন নাম্বার, সিট ভাড়া সহ জানতে চাই । যদি কোন ভাই জানেন তবে একটু জানালে উপকৃত হব ।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

দার্জিলিং ও শিলিগুড়ি তে থাকার জন্য কিছু হোটেলের ঠিকানা, ফোন নাম্বার, সিট ভাড়া সহ জানতে চাই । যদি কোন ভাই জানেন তবে একটু জানালে উপকৃত হব ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১

টেকনিসিয়ান বলেছেন: এখানে কিছু ইনফরমেশন পেতে পারেন...
Click This Link
Click This Link

আর আপনার যেটা বেশী বেশী প্রয়োজন তা আমি সংগ্রহে রেখেছিলাম আপনার জন্য কপি করে দিলাম
ভারতের শিলিগুড়ি শহরে থাকার সুলভ মূল্যের ভালো হোটেল:
১. হোটেল শারদা, হিল কার্ট রোড, মাল্লাগুড়ি, ফোন: ০৩৫৩-২৫৩১৯৯০/ ২৫১১৬৪৯, ফ্যাক্স: ০৩৫৩-২৫১৯১৫৯ ই-মেইল: [email protected]
২. যাত্রী হোটেল: টি.এন.সি বাস টার্মিনালের বিপরীতে, প্রধান নগর, মাল্লাগুড়ি, শিলিগুড়ি, ফোন: ২৫১৪৭০৭

ভারতের জলপাইগুড়ি শহরের কাছে 'ফালাকাটা' নামক স্থানে থাকার ভালো হোটেল:
১. হোটেল নান্দনিক: ফোন: ০৩৫৬৩-২৬১১৬৬/ ২৬১১৭৭

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে থাকার সুলভ মূল্যের ভালো হোটেল:
১. হোটেল ব্রডওয়ে: ৪, কোচ বিহার রোড, দার্জিলিং, ০৩৫৪-২২৫৩২৪৮, ২২৫৬২৭০, ৯৭৩৩০-২২২০৮

ভারতের পশ্চিমবঙ্গের কালিমপং শহরে থাকার সুলভ মূল্যের ভালো হোটেল:
১. মনোকামনা লজ (এস ডি বি গিরি রোড, কালিমপং-৭৩৪৩০১): ফোন: ৯৮৩২৪৭৮৫৯০ (সুদীপ প্রধান), ০৩৫৫২-২৫৫৩৯৮

ভারতের পশ্চিমবঙ্গের লাভাতে (কালিমপং) থাকার সুলভ মূল্যের ভালো হোটেল:
- ইউনিক ইন: ৯৮৩২০৬১২২০, ৯৯৩২৪-৮৭২৫৪, ৯৯৩২৪-৯২২৬৪, ল্যাণ্ড ফোন: ০৩৫৫২-২৮২২২৮
- মিস আনিতা: ৮০১৬৪৮৯০০২
সূত্র- পয়গম্বর ভাইয়ের ব্লগ

২| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

টেকনিসিয়ান বলেছেন: বেড়ানো শেষে স্মরণিয় স্মৃতি নিয়ে ভ্রমণ কাহিনী সিরিজ আকারে ব্লগে লিখতে ভুলবেনা কিন্তু?

৩| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

পাগলাগরু বলেছেন: সিট ভাড়া মানে কি?

৪| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

আমি ব্লগার হইছি! বলেছেন: শিলিগুড়ির এয়ারভিউ হোটেলটা ভালো। কমান্ডার ষ্ট্যান্ড এর সামনে। আর আছে সেবক রোডের চ্যান্চেলর হোটেল, সম্রাট হোটেল। দার্জিলিং এর ব্রডওয়ে ভালো। কার্সিয়াং এর এবিসি হোটেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.