![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।
[email protected]
নিচের লেখাটি উপরোক্ত মেইলে পাঠিয়ে দিলাম আপনারাও পাঠাতে পারেন ।
btrc মহাপরিচালক বরাবর ।
মাননীয় সাবিনা আপা,
এক হিসেবে দেখা যায় জিপি প্রতি জিবি ডাটা সরকারের কাছে থেকে ক্রয় কর মাত্র ৫ থেকে ১৫ টাকার মধ্যে কিন্তু গ্রাহকরা পাচ্ছে সেটি ৩০০ টাকায় !
প্রতিবাদ জানানোর সময় হয়ে গেছে আর মানা যায় না :-@
এ ব্যপারটি যদি মিডিয়া ফলাও করে প্রচার করে তবে নিশ্চিত ভাবে এটি ভাল ফলাফল বয়ে আনবে। কিন্তু আমি বুঝিনা এত বড় একটা বিষয় মিডিয়ার চোখে পরেনা কেন !
১৫ মেগাবাইট কিনতে হয় এখনো ৩৫ টাকা দিয়ে অথচ একি মূল্যে ভারতে ১জিবি দেয়া হয়। আমাদের অত সুবিধা দরকার নাই কিন্তু আমরা এত অভাগা যে সামান্য সুবিধাও পাচ্ছিনা। আর সরকারের চোখে পরবে কেমনে ?
সরকার শুধু ব্যন্ডউইথ এর দাম কমিয়েই পগারপার হয়ে যাচ্ছে একটু দেখছেও না যে এদিকে অপারেটররা জনগনের উপর কিভাবে চড়াও !
জিপি সবসময় আনলিমিটেড এর নামে ফেয়ার ইউজেস পলিসি লাগায় দিয়ে বেরাচ্ছে সেই জন্মসূত্রে !
৯৭৭টাকার একটি আনলিমিটেড মাসিক প্যকেজ আছে এদের। শর্ত হচ্ছে ৫ জিবি ইউজেসের পর স্পিড পাবেন দুই কেবিপিস। ভাবেন এতগুলা টাকা দিয়ে কিনতেছেন অথচ ব্যবহার করতে দিতেছে ৫জিবি। এগুলা দেখার মত কি কেউ নাই ?
কষ্টের পয়সা, বৃষ্টির মতো অকাতরে দিয়া আসি, ফ্লেক্সি করে।
তবু নেট চালাইতে পারি না, নিজেদের মতো করে, মন ভরে।
ভাই ডাউনলোড কিছু করিনা। শুধু ব্রাউজ করি। তবু ও মাসে ৩ জিবি তে পোষায় না।
শুধু জিপি না বাকি মোবাইল কোম্পানী, ব্রডব্যান্ড, ওয়াইম্যাক্স সহ সকল আইএসপি দের বিরূদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আর দাবী করতে হবে এই যে,
১. মিনিমাম স্পিড ১এমবিপিএস+ হতে হবে
২. ১০০ টাকায় বা তার কমে ৩ জিবি+ ডাটা দিতে হবে যার হবে মেয়াদ ১ মাস। যদি ডাটা শেষ না হয় তাহলে পরবর্তি মাসের সাথে সেই ডাটা যুক্ত হবে।
৩. ৩০০ টাকা বা তার কমে আনলিমিটেড ইন্টারনেট দিতে হবে
৪. কোন ফেয়ার ইউজ পলিসি থাকতে পারবে না।
৫. স্পিড ড্রপ এবং ফ্ল্যাক্সুয়েশনের মাত্রা কমানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আপনারাও আপনাদের দাবী শেয়ার করেন!!!
সত্যি দেখার মত কেউ নেই।
আমরা পড়েছি বিপদে। না পারি ব্যবহার করতে ,না পারি ব্যবহার বন্ধ রাখতে।
মাননীয় সাবিনা আপা,
এগুলো শুধু আমার কথা না দেশের সকল জনগনের কথার সারাংশ মাত্র । বিশ্বাস না হলে জনমত যাচাই করে দেখতে পারেন ।
ধন্যবাদ
১৭ ই মে, ২০১৩ সকাল ১১:১৬
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: কিভাবে সফল আন্দোলন করা যায় সে ব্যাপারে পরামর্শ চাই । ধন্যবাদ
২| ১৭ ই মে, ২০১৩ সকাল ৯:৫০
ইলুসন বলেছেন: শুধু জিপিরে দোষ দেন কেন? অন্যরাও তো একই চার্জ রাখে।
১৭ ই মে, ২০১৩ সকাল ১১:১৬
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: কিভাবে সফল আন্দোলন করা যায় সে ব্যাপারে পরামর্শ চাই । ধন্যবাদ
৩| ১৭ ই মে, ২০১৩ সকাল ১০:৩৩
হায়দার সুমন বলেছেন: জনমত আপনার পক্ষে............
১৭ ই মে, ২০১৩ সকাল ১১:১৭
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: কিভাবে সফল আন্দোলন করা যায় সে ব্যাপারে পরামর্শ চাই । ধন্যবাদ
৪| ১৭ ই মে, ২০১৩ সকাল ১১:০৯
েব্রকআউট বলেছেন: সহমত....এইগুলা দেখার কি কেউ নাই?
টাকা নিয়ে যদি সেবা টা ভালো দিত, তাহলেও বুঝতে পারতাম..
জিপির নেট ব্যবহার করলে ত মাথা পুরা খারাপ হয়ে যায়।
১৭ ই মে, ২০১৩ সকাল ১১:১৭
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: কিভাবে সফল আন্দোলন করা যায় সে ব্যাপারে পরামর্শ চাই । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ সকাল ৯:১২
শাহজাহান মুনির বলেছেন: এক মত.,,,