নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধুনিকতা পছন্দ করি, অশালীনভাবে চলাফেরা, কথাবার্তা পছন্দ করি না ।

আমি যতটুকু বর্তমান তারচেয়ে ভাল হতে চেষ্টা করি ।

বিপুল কুমার বিশ্বাস

মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।

বিপুল কুমার বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

শীর্ষ খবর ------ শেষ পর্যন্ত বিডিনিউজ২৪ আমাদের ন্যায্য দাবীর কথা কিছুটা হলেও ছেপেছে----- তবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে শেষ পর্যন্ত কোন ছাড় নেই ...

১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

মোবাইল ফোনে ব্যবহারভিত্তিক ইন্টারনেট সংযোগের ফি কমানোর বিষয়ে গ্রাহকের মতামত নেয়া হয়েছে তাও সাত মাস হলো। তবে সিদ্ধান্ত দিতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ফলে গুণতে হচ্ছে সেই পুরনো হারে, প্রতি কিলোবাইট দুই পয়সা।





বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন, যাদের শতকরা ৯০ ভাগই মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন।



আর ২০০৪ সাল থেকে ইন্টারনেটে প্রতি কিলোবাইট তথ্য আদান-প্রদানের জন্য তাদের গুণতে হচ্ছে একই হারে। যদিও এই নয় বছরে ইন্টারনেট ব্যান্ড উইথের মূল্য কমেছে কয়েক গুণ।



২০০৪ সালে প্রতি মেগাবাইট ব্যান্ড উইথের মূল্য ছিল ৭২ হাজার টাকা, বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র ৬ হাজার টাকায়।



সর্বশেষ গত সেপ্টেম্বরে গ্রাহকদের ‘হয়রানি বা প্রতারণা’ ঠেকাতে মোবাইল ফোন অপারেটরদের জন্য ১৪টি প্রস্তাবিত নির্দেশনা নিয়ে গ্রাহকের মতামত নেয় বিটিআরসি।



পরে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ফি কমানোর বিষয়টি ছাড়া সবকয়টিতে নির্দেশনাও আসে।



এর মধ্যে রয়েছে মোবাইলের প্রি-পেইড গ্রাহকদের আউট গোয়িং কলের পরেই সময়, কল চার্জ ও ব্যালেন্স জানানো, ভয়েস বেইজড বিজ্ঞাপন, পত্রিকায় বিজ্ঞাপনের নিয়ম ও সিম কার্ড মেয়াদ নির্ধারণের নির্দেশনা।



বিটিআরসি সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মতামতে গ্রাহকরা মোবাইল ফোনে ব্যবহারভিত্তিক ইন্টারনেট সংযোগে মূল্যে কমানোর বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছিল।



বর্তমানে মোবাইল ফোনের নতুন সংযোগে পি-১ প্যাকেজে (পে এজ ইউ গো) অর্থাৎ, ব্যবহারভিত্তিক ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ২ পয়সা/কিলোবাইট হারে বিল কেটে নেয়া হয়।



প্রস্তাবিত নির্দেশনায় পি-১ প্যাকেজের মূল্য অর্ধেক করার প্রস্তাব করা হয়েছিল। সেই সঙ্গে কোনো গ্রাহক পি-১ প্যাকেজের ১০০ টাকা সীমা অতিক্রম করার পর প্রচলিত অন্য কোনো প্যাকেজে মাইগ্রেট না করলে মাসের বাকি সময়ের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে পরের মাসের প্রথম দিনে পি-১ প্যাকেজ স্বয়ংক্রিয়ভাবে চালু করার কথা ছিল।



এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোবাইল ইন্টারনেট খরচ কমানোর জন্য উদ্যোগ নেয়া হচ্ছে, এ বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে।”



বিটিআরসি’র হিসাবে বর্তমানে প্রায় ১০ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছেন।







সূত্র - Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:১২

অমৃত সুধা বলেছেন: দেশে মৌলবাদি শক্তির উত্থানের আশঙ্কা
http://dhakajournal.com/?p=7668

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.