![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।
বাংলাদেশের নীতি নির্ধারণী স্বাধীন প্রতিষ্ঠানগুলো কোন সরকারের সময়েই স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না । যেমন: ব্যুরো অব স্ট্যাটিসটিক্স (বিবিএস), সিপিডি, দুদক, মানবাধিকার কমিশন, অর্থনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদি ।
কিন্তু আমার মনে হয় নীতি নির্ধারণের কিছু না জেনেও দেশের সকল দলের সাংসদেরা স্বাধীনভাবে সব রকম কথাবার্তা ও কাজকর্ম করে বেড়ান বিনাবাধায় ও বিনা জবাবদীহিতে ।
একপক্ষ পুরাই পরাধীন আর একপক্ষ পুরাই স্বাধীন । অথচ তাদের সবারই ন্যুনতম স্বাধীনতা থাকলে অনেক ভাল করা সম্ভব ।
কিছু বললেই কেন যেন রাজনৈতিক কথা মনে হয় । আসলে বাংগালী মনে হয় সামাজিক জীবের পরিবর্তে রাজনৈতিক জীব হয়ে গেছে ।
©somewhere in net ltd.