নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধুনিকতা পছন্দ করি, অশালীনভাবে চলাফেরা, কথাবার্তা পছন্দ করি না ।

আমি যতটুকু বর্তমান তারচেয়ে ভাল হতে চেষ্টা করি ।

বিপুল কুমার বিশ্বাস

মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।

বিপুল কুমার বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

অনিশ্চিত ভেবে কোন কিছু অবহেলা করে করা উচিত নয় । যার পরিনতি খুব ভাল হয় না । কয়েকবার এরকম করে আজ আমি হাড়ে হাড়ে টের পেলাম

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

যদিও আমার এ লেখা সবাই দেখবে না বা পড়বে না তবুও যে কয়জন দেখবে তারা উপকৃত হলেই আমি খুশি ।

অনিশ্চিত হলেও কোন কিছু অবহেলা না করে দায়িত্ব বা কর্তব্য মনে করে করা উচিত । এবার আসল কথায় আসি আজ আমার নৌবাহিণীতে প্রাথমিক মেডিকেল টেস্ট ও ভাইবা ছিল । আমি এ দুটো জিনিসকে অনেক ভয় পেতাম কারন এখানে মেডিকেল টেস্টে সারা শরীর মোটামুটি ভালভাবে দেখা হয় কারন দেহে কোন বড় সমস্যা আছে কিনা । আর এ কারনেই আমার ভয় পাওয়া কারন সারা শরীর খুটিয়ে খুটিয়ে দেখলে সমস্যা বের হতেই পারে । আর এই ভয় থাকার কারনে আমি সঠিক নিয়ম মেনে সেখানে উপস্থিত হই নাই । দেখতে যাই যে আমি প্রাথমিক মেডিকেল টেস্ট এর জন্য ফিট কি না । মেডিকেল টেস্টে ফিট হলে তো ভাইবা দেখি আগে আমার শরীর কতটা ফিট । যাইহোক আমি মেডিকেল টেস্টে টিকলেও ভাইবা পরীক্ষায় হেয়ালির কারনে বাদ পরে যাই । কারন তারা কোন প্রকার অবহেলা বা অতিরিক্ত বোঝা পছন্দ করে না বা কেউ করলে টের পায় এবং সাথে সাথে বাদ দিয়ে দেয় কোন প্রকার মায়াদয়া করে না । আমাকে তারা সরাসরি বলেছে আপনি নেভিতে যোগ দিতে প্রস্তুত না বেড়াতে এসেছেন । আর অন্যদের প্রশ্ন সহজ করলেও আমাকে একটু কঠিন করেছে সেটা কোন ব্যপার ছিল না , কারন আমার অবহেলা বা অনিশ্চয়তার বিষয় তারা আমাকে দেখেই টের পেয়ে গিয়েছিল। তবে আমাকে তারা প্রিলি ভাইবাতে এবার বাদ দিলেও সিরিয়াস হয়ে পরের বার চেষ্টা করতে বলেছে । এবং জোর দিয়ে এটাও বলেছে আপনি মেডিকেলে ফিট কিন্তূ এখন নেভিতে যোগ দিতে অপ্রস্তুত তাই আপনি নট রিকমেন্ডেট । কি আর করা অনুরোধ করলাম বললো প্রস্তুত হয়ে পরের বার আসেন ।



আপনাদের জন্য পোস্টটি দিলাম এই জন্য যে আপনারা আমার মত ভয় পেয়ে বা অনিশ্চিত ভেবে কোন ব্যপারে অবহেলা করে কোন কিছু করবেন না, করলে সিরিয়াসলি করবেন সফল হন বা না হন । অন্যথায় আমার মত কষ্ট পাবেন কিছুদুর এগিয়ে গিয়ে অবহেলার কারনে পরাজিত হয়ে ।





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

রোজেল০০৭ বলেছেন: অনেকের কাজে আসবে আশা করি।

ভালো লিখেছেন।

+++

১৮ ই জুন, ২০১৩ রাত ৮:২৬

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.