নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্রতচারী পাগল

সৈয়দ আব্দুর রব

রন

সৈয়দ আব্দুর রব › বিস্তারিত পোস্টঃ

তুমিকি একবার ভেবেচ

৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০০

১. তুমিকি একবার ভেবেচ
তুমার জনন্য কেউ একজন
আকুল প্রহর গুনছে
তুমার সাথে একটু গল্প করার জন্য
ব্যাকুল হয়ে অপেক্কা করচে।


২. তুমিকি একবার ভেবেচো
তুমার জনন্য কেউ একজন
কবিতা লিখে, গল্প লিখে বারবার
কারণ তুমি আসবে, বলবে
বাহ!! কবিতাটা কি চমৎকার।

৩. তুমিকি একবার ভেবেচো কখনো তাকে
শুধু একবার বলতে
এই একটু আস, হাত ধর
এই আস, হাত ধর একটু হাটি নির্জনে
প্রানের হাসিতে হারিয়ে যাই নির্বাসনে ।

৪. তুমিকি একবার ভেবেচো
কারো জন্য এই পৃথিবী কিছুই না
তার জন্য তুমিই এক বিশাল পৃথিবী
শুধু তুমি, একবিশাল সাগর ,
শুধু তুমিই, বিশাল সৈকত
শুধু তুমিই, আশ্রিতের আশ্রয়।

রাহাত ০৩/৩০/২০১৫

অনিচ্ছাকৃত বানান টাইপে ভুলের জন্য ক্ষমা প্রার্থী। অনেক কষ্ট করে বাংলা টাইপ করতে হয়.

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.