![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাওয়াতে ছিলাম কোন এক বাড়ি
যুবক, সাবক, বসেছে সারি সারি
কারো কোন কথা নেই যেন দিয়েছে আড়ি
যার যার মত করে মরি মরি\'
ভার্চুয়াল জগতে দিয়েছে সভাই পাড়ি।
দিয়েছি সালাম...
ঈদ ঈদ ঈদ
সভাই বলে ঈদ মুবারক
কারো নাইকো নিদ
আকাশ জুড়ে বাতাস জুড়ে
বইছে একই হওয়া
মৌলা মোদের করছেন দাওয়াত
পরম এক পাওয়া।
ধনী গরিব সভার ঘরে
হবে, রান্না গোস্ত...
ঈদ এসেছে ঈদ এসেছে
পাড়ায় পরেছে ধুম
কিশোর কিশোরী সাজছে সভাই
কারো নাই\'ক ঘুম।
কেউ বা রাধে কুরমা পোলাও
কারো পাতে ঝুল
কারো ঘরে চুলা বসেনা
নাইকো কুন কুল।
আল্লাহ দেখ, করছে...
আকাশের রং কি
নীল্।
নাহ , অসম্ভব, হতে পারেনা
আছে আকাশীর মিল্।
কে বলেছে নীল্? ওসব মিথ্যকথা
সরকার!!!
মানিনা এসব চক্রান্ত
প্রতিবাদ দরকর।
কিসের প্রতিবাদ, কিসের কি
মিথ্যা আশায় গুড়েবালি
বাবা দিয়েছে,...
আমি কাদি নির্জনে
হাসি কোলাহলে
মানুষে মানুষে বিবেদ চাইনা
থাকি সব ভুলে।
আমি মানুষ নই, অমানুষ
জানি আমি, তবে
অমনুসত্ব সবই আমার
আড়াল আছে ভবে।
ভুলেও যদি জানত কেহ...
এ জগতে ভালো বলে কেউ নেই
সভাই একাকার
ভালোর জন্য সভাই মিলে
করছে হা হা কার!!!!!
আমি ভালো তুমি খারাপ
আমার ভালো স্বভাব
জগৎ জুড়ে এখন এক্কান
ভালো মনের...
সুখের পিছে ঘুরছে মানুষ
করে টাকা টাকা
ইঞ্জিন হীন গাড়ি এক্কান
চলছে আকা বাঁকা।
টাকার মধে সুখ কি আছে
পিছন ফিরে থাকা
টাকার মধে আছে কি দেখ
সুখের চিন্ন...
কথাও দেখেছি তোকে
নাহ!! মনে পড়ছে না\'ত
বল কি?
আমাকে?
নাহ!! কথাও দেখিনি
তোকে?
তবুও চেনা চেনা লাগে
দেখে?
এই পাগলা দাড়া
পাইসস টা কি?
মস্করা করিসনাকি?
না, না, কও কি?
এই!! তোর চোখ...
১. তুমিকি একবার ভেবেচ
তুমার জনন্য কেউ একজন
আকুল প্রহর গুনছে
তুমার সাথে একটু গল্প করার জন্য
ব্যাকুল হয়ে অপেক্কা করচে।
২. তুমিকি একবার ভেবেচো
তুমার জনন্য কেউ একজন
কবিতা...
মেঘবালিকা
বার বার ফিরে আসি , ফিরে জা"ই
করিনা'কো হেলা...
কলম্বিয়া ইউনিভার্সিটি এর রাস্তায় না আকাশে বই আর উদ্বোদন হবা? অশিক্কিত বি অন পি এর চেয়ে আর ভালো কি কিছু দেতে পারে ? মানুষ কে আর...
এই লেখা পরে অনেকে আমাকে আওয়ামী লীগ বলতে পারেন। আপনি আমাকে নাস্তিক ও বলুন। তবুও আমি চরম সত্য থেকে বিচ্যুত হবোনা । বিচ্যুত হবোনা আমার ধর্ম...
©somewhere in net ltd.