নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

কে ওখানে

I'm a narrow-minded guy. But I think myself a free-minded one. আমি খুব প্রাচীন মনস্ক। আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা, তবে আমি নিজে যে মহাপুরুষ গোছের কিছু, তা না, আমি ভাই স্বাভাবিক মানুষ

কে ওখানে › বিস্তারিত পোস্টঃ

পথিক

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

সে আমাকে বলেনা, কিন্তু আমি বুঝি। সে আমার থেকে দূরে থাকতে চায়। স্বস্তিবোধ করে না আমার সাথে থাকলে। সমাজের, পরিবেশের, অনেক বাধা, অনেক উত্কন্ঠা, অনেক ভয়। দূরত্ব রেখেই কিছু সময় পার করি আমরা। একটু ছুয়ে দিতে প্রান ছটফট করে আমার কিন্তু সে দূরত্ব রাখতে চায় যে। তারপর সে চলে যায়, আমার আশ মেটে না। আমি কিছুক্ষন একা একা দাড়ায়ে থাকি কিছু কষ্ট নিয়ে… যেই কষ্টগুলার জন্ম অন্য কোন পৃথিবীতে। অনেক ভীড়ে একাকী দাড়িয়ে আমি তারপর অচেনা কষ্টগুলা সব গুছিয়ে নেই। ভীড়ের ভেতর নিঃসংগতা উপভোগ করি প্রানভরে। তারপর হাটি। মিরপুর রোড ধরে সোজা হাটতেই থাকি। লম্বা পথ, ব্যস্ত মানুষ, আর ফোটা ফোটা আকাশের অশ্রু। আর দুনিয়ার চিন্তা করি। ক্লান্ত শরীরে হয়তো কোন টং দোকানে বসি। একটু পরে উঠেই আবার হাটি।

একজন নিঃসংগ পথিক।



ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। ওই তো দেখা যায়। এত কাছে, তাও কতদূর!

হাউ আই উড লাভ টু হোল্ড ইউ ইন মাই আর্মস এগেইন… বাট আই ক্যান্ট হিয়ার দ্যা রেইন…



অনেক দূরে যেতে হবে আমার। আরো অনেক অনেক পথ বাকী আছে পাড়ি দেবার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.