নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

কে ওখানে

I'm a narrow-minded guy. But I think myself a free-minded one. আমি খুব প্রাচীন মনস্ক। আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা, তবে আমি নিজে যে মহাপুরুষ গোছের কিছু, তা না, আমি ভাই স্বাভাবিক মানুষ

কে ওখানে › বিস্তারিত পোস্টঃ

বাস্তব :D :D

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

টং দোকানে দাড়াই/বসি দোকানের বালতির শতবারকাপ ধোয়া পানিতে আরেকবার ধোয়া কাপে চা (সাথে টা আপনার ব্যাপার ;) ) খেতে খেতে ক্রিকেট থেকে ফুটবল, আরিফিন রুমি থেকে শাহনাজ বেলী :p , প্রাইমারি ভর্তি থেকে চাকরীর বাজার ,দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা থেকে বারাক এর হোয়াইট হাউজ ইত্যাদি নিয়া আলোচনা তর্ক আড্ডা যে দেইনাই তাহার লাইফের কোন মানেই নাই এইখানে কোন পরিচিত নাই রাস্তা দিয়ে যাওয়া আরেক ভদ্রলোক চা খেতে খেতে ঠিকি কতদিনের চেনা বন্ধুর মত আড্ডা দিবে মুরুব্বিরাও পানের পিক ফেলতে ফেলতে হয় সহমত জানাবে না হয় ঝাড়ি দিয়ে তাদের আমলের কোন কথা তুলে ধরবে :3 3:) এইটাই আমাদের দেশ বাংলাদেশ এইখানে আড্ডা দিতে শত জন্মের পরিচয় লাগে না লোকাল বাসে দাড়াই সিটে বসা যাত্রীর সাথেও খোশ গল্প হয়ে যায় :)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

আমাবর্ষার চাঁদ বলেছেন: এইটাই আমাদের দেশ বাংলাদেশ........
আমরা এমনই.... :D

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

এন ইউ এমিল বলেছেন: আমি মনে হয় ভিন গ্রহের জীব আমর দ্বারা এই গুলা হয় না কেন?

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

কে ওখানে বলেছেন: এন ইউ এমিল আপনি একা একা একদিন চায়ের কোন টং ে গিয়ে কিচ্ছুক্ষন বসে থাকুন , এমনিতেই হয়ে যাবে । ঘরে বসে থাকলে ত হবে নাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.