নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে জীবনকে ভিন্নরপে রুপে দেখতে,জীবনের রস আস্বাদন করতে.......

ধুঁপছায়া

জীবন এত ছোট কেন?

ধুঁপছায়া › বিস্তারিত পোস্টঃ

মুদ্রার এপিঠ ওপিঠ

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

কুঁয়াশার চাদরে চারপাশটা ঝাঁপসা হয়ে উঠেছে।পরিচিত মুখগুলো কেমন জানি অপরিচিত লাগছে।সবাই নিথর, নিঃস্তব্দ।অবশেষে কুঁয়াশার বুক চিরে সোনালি আলোর আভা উঁকি দিচ্ছে।সময়ের সিঁড়ি বেয়ে পালা বদলের আহবান।অপরিচিত মুখগুলো আবার পরিচিত হয়ে উঠতে শুরু করেছে,নির্বাক মুখ গুলোতে আবার কথা ফুঁটতে শুরু করেছে।দিন যায়, দিন আসে.......নেতা যায়,নতুন নেতৃত্ব আসে।আশায় বুক বাঁধি,নতুন করে স্বপ্ন দেখি।আমরা করব জয়, নিশ্চয়, সত্যিই বিজয় মালা ঠিকই আসে,আর সাধারন দের আন্দোলন কেমন করে জানি অসাধারন হয়ে ওঠে।বিপত্তি টা ঘটে বিজয় মাল্য কে পড়বে তখন হতেই,তখুনি মাথা চাড়া দিতে শুরু করে নোংরা রাজনীতি। সব কৃতিত্ব চলে যায় রাজনৈতিক ব্যাক্তিত্বদের কাছে।নিজেদের বিজয়মাল্য বির্সজন দেই, সুষ্ঠ ধারার রাজনীতি চালু হবে বলে।আশায় নতুন মাত্রা পাওয়া শুরু করে।কিন্তু দিন কয়েক যেতে না যেতেই আবার যে লাউ সেই কদু হওয়া শুরু করে।শুরু হয় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড।নিজের বিশ্ববিদ্যালয় এর সিট টা বাঁচানোর জন্য দিতে হয় বাবার সস্তায় ধান বিক্রি করে পাঠানো টাকা অস্ত্র কেনার জন্য চাঁদা হিসাবে।প্রতিবাদ করতে গেলে গোষ্ঠীর সবাই কে রাজনৈতিক দল পরিবর্তনের মধ্যদিয়ে রাজাকারের বাচ্চা বানাইতে দ্বিধা করে না।এদের সবারই ভাগ্যের পরিবর্তন হয়, শুধু পরিবর্তন হয় না আমরা সাধারনদের।গতকালকেও যারা চোর ছিলো আজকে তারা সাধু।এ যেন যুগ যুগ ধরে চলে আসা নোংরা রাজনীতিরই প্রতিচ্ছবি, মুদ্রার এপিঠ ওপিঠ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১৭

নিলু বলেছেন: যুগে যুগে চলে আসছে যে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.