নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রান্তিক জন

মন চাই কৈতর হয়ে উড়ি আমি আসমানে আজ অথবা মাছ হয়ে সাতার কাটি জলের গহীনে।

প্রান্তিক জন

চিন্হ মোর নাই বা রইল কোনো ।

প্রান্তিক জন › বিস্তারিত পোস্টঃ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২

মুঘল সাম্রাজ্য ভারত উপমহাদেশের অধিকাংশ অঞ্চল
নিয়ে বিস্তৃত ছিল; অঞ্চলটি সেসময় হিন্দুস্তান
বা হিন্দ নামে পরিচিত ছিল। এছাড়া আফগানিস্তান ও
বেলুচিস্তানের বেশ কিছু এলাকাও মুঘল সাম্রাজ্যের
অধীনে ছিলো। মুঘল সাম্রাজ্য ১৫২৬ সালে প্রতিষ্ঠিত
হয়, ১৭০৭ সাল পর্যন্ত এর সীমানা বিস্তার করে এবং
১৮৫৭ সালের এর পতন ঘটে। চেঙ্গিস খান ও তৈমুর লঙের
উত্তরসূরী জহিরুদ্দিন মুহম্মদ বাবর ১৫২৬ সালে দিল্লীর
লোদী বংশীয় সর্বশেষ সুলতান ইবরাহিম লোদীকে
প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে মুঘল সাম্রাজ্য
প্রতিষ্ঠা করেছিলেন। মুঘল সাম্রাজ্যের সর্বশেষ
সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ১৮৫৭ সালে
সিপাহী বিদ্রোহের প্রাক্কালে ইংরেজদের
হাতে পরাজিত হয়ে তৎকালীন বার্মা র রেঙ্গুনে
নির্বাসনে চলে যান। সেখানেই তাঁর মৃত্যু ঘটে।
তবে মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পরেই মুঘল
সাম্রাজ্যের পতন শুরু হয় এবং ভারত
উপমহাদেশে ইংরেজদের প্রভাব
প্রতিপত্তি বেড়ে যায়।
ইতিহাস
মুঘল সাম্রাজ্যের ৩০০ বছরের বেশি ইতিহাস অনেক
উত্থান পতনের সাক্ষী।
বাবরের ভারত আক্রমণ
ফরগণা নামে এক মধ্য এশিয় সামন্ত রাজ্যের তৈমুর
বংশীয় রাজা ওমর শেখ মিরজার ছেলে বাবর মধ্য
এশিয়া থেকে রাজ্যচ্যুত হয়ে কাবুল আক্রমণ করেন। এই
সময় তিনি ভারত আক্রমণের পরিকল্পণা করেন। ১৫২৬
সালে পাণিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম
লোদিকে নিহত করে মুঘল সাম্রাজ্যের সুচনা করেন। এই
যুদ্ধেই ভারতে প্রথম কামান ব্যবহার হয়েছিল।
খানুয়ার যুদ্ধ
১৫২৭ এই যুদ্ধে বাবর রাজপুত রাজা সংগ্রাম
সিংহকে পরাজিত করেন।
শেরশাহের উত্থান
বিহারের এক জায়গীরদারের ছেলে ফরিদ খান
শেরশাহ নাম ধারণ করে বাবরপুত্র
হুমায়ুন কে বিল্বগ্রাম ও চৌসার যুদ্ধে পরাজিত করলে
হুমায়ুন পারস্যে রাজা তামাস্পের আশ্রয় নিতে বাধ্য
হন। শেরশাহের শাসন ব্যবস্থা ভবিষ্যতে আকবরের
শাসনব্যবস্থায় প্রভাব ফেলে।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ ও আকবরের উত্থান
আকবর
পানিপথের দ্বিতীয় যুদ্ধে শেরশাহের
উত্তরাধিকারী আদিল শাহের সেনাপতি হিমু
হুমায়ুনপুত্র আকবর ও তাঁর সেনাপতি বৈরাম খানের
সেনাবাহিনীর হাতে নিহত হোন। এরপর আকবরের
শাসনকালে মুঘল সাম্রায্য উত্তর ও মধ্যভারতে বিস্তৃত
হয়। ১৫৬০ সালে বৈরাম খানকে সরিয়ে আকবর
নিজে সকল ক্ষমতা দখল করেণ। আকবর রাজপুতদের
সাথে মিত্রতানীতি নেন। মান
সিংহকে সেনাপতিত্বে বরণ করেন। কিন্তু মেবারের
শাসক প্রতাপসিংহকে মিত্র করতে সফল হন নি।
হলদিঘাটের যুদ্ধ
এই যুদ্ধে মুঘল পক্ষীয় সেনাপতি মান সিংহ মেবারের
রাণা প্রতাপ সিংহকে পরাজিত করেন।
রাজমহলের যুদ্ধ
এই যুদ্ধে দাউদ খান কররাণী পরাজিত হলে বাংলায়
মুঘল শাসন শক্তিশালী হয়। যদিও
পরে বারো ভুঁইয়া নামে পরিচিত জমিদারেরা বিদ্রোহ
করেন। আকবরের পুত্র ছিলেন জাহাঙ্গীর।
১৬২৮-১৬৫৭ পর্যন্ত সম্রাট শাহজাহানের শাসনকাল
শাহজাহান তখ্তে এসে সমস্ত উত্তরাধিকারীর
দাবীদারদের হত্যা করেন। তার সকল ভাইদের

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.