নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সুশীল ব্লগার না..নিরপেক্ষও না।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

এস্কিমো

"যখন যুবক ছিলাম, ছিলাম চালাক, তাই চেয়েছিলাম নিজের মতো করে পৃথিবীকে বদলিয়ে নিতে - এখন বয়স বেড়েছে - অভিজ্ঞতা হয়েছে, বেড়েছে জ্ঞান - তাই চাচ্ছি নিজেকে বদলাতে" - ------------------------- জালালুদ্দিন রুমি I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the freedom to not listen to hatred. [এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর দালাল সমর্থকরা নিজ দায়িত্বে প্রবেশ করুন... (জামাত ও শিবির না আসাই ভাল!)] জন্ম: পিতার কর্মস্থল নোয়াখালীর হরিনারায়নপুর রেলওয়ের কোয়ার্টারে। শৈশব কেটেছে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে দেশে সরকারী/বেসরকারী চাকুরী করে দেশ ত্যাগ...পথিমধ্যে নেদারল্যান্ডসে গাধার পিঠে আরো কিছু বই চাপিয়ে কানাডার টরন্টোতে চলে আসা। চেষ্টা চালাচ্ছি কানাডার হিমশীতল মাটিতে বসত গড়তে...কিন্তু শিকড়ের টানে সবসময়ই মন চলে যায় ধলেশ্বরীর পাড়ে। বাংলাদেশকে একটা আধুনিক এবং সমৃদ্ধ দেশ দেখার স্বপ্ন নিয়ে ব্লগিং করা।

এস্কিমো › বিস্তারিত পোস্টঃ

একটি জিজ্ঞাসা পোস্ট - ছাগল কি সর্বদা জাবর কাটে?

০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:০৭

ছোট কাল থেকে জানতাম গরু জাবর কাটে। সারাদিন যা খায় তা একটা থলিতে জমায়। আর রাতভর সেই অর্ধ চিবানো খাবার আবার মুখের ভিতর টেনে এনে জাবর কাটে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।



এখন প্রশ্ন হলো ছাগল জাবর কাটে কিনা?



সমস্যাটা হয়েছে - ছোট বেলায় স্কুলে গরুর প্রতি অতিরিক্ত পক্ষপাতিত্বের কারনে ছাগল বিষয় কোন রচনা পড়ানো হয় না। তাই ছাগল আসলে জাবর কাটে কিনা সেই বিষয়ে একটা জিজ্ঞাসা মনের মধ্যে ছিল দীর্ঘকাল।



কানাডায় আসার পর সমস্যাটা আরো বেড়েছে। কারন কানাডা জ্যান্ত ছাগল দেখতে পাইনি।



কিন্তু আজ ব্লগে দেখলাম একটা ছাগল জাবর কাটছে। কাটছে বললে ভুল হবে - বেশ জোরে সোরে স্বশব্দেই কাটছে।



সেখানে দেখলাম বছরের পর বছর ধরে চিবানো ঘাসগুলো আবারো চিবুচ্ছে। যেমন বরিঠাকুরের বঙ্গভঙ্গ বিরোধীতা, জেনারেল ওসমানীর রেসকোর্সে অনুপস্থিতি।



গতবছরের শুরুতে ছাগলটি মুক্তিযুদ্ধের প্রচলিত ইতিহাস অস্বীকার করে নিজেই একটা ছালিতিহাস লিখার জন্যে বিরাট প্রকল্প ঘোষনা করেছিলো। আমরা অধীর কৌতুহলে ছাগোপোযোগী ইতিহাস প্রকল্পের বাস্তবায়ন দেখার জন্যে অপেক্ষা করছি।



সেই প্রক্ল্পের বাস্তবায়নের লক্ষ্যে ছাগল মহাশয়কে চাদপুরের চান মিয়ার সাথে দেখা করার কথা শুনা গেছে।



অতঃপর নানাবিধ কারনে ছাগুমহাশয় কিছুকাল খোয়ার বন্দী ছিলেন। আমরাও সেই ইতিহাস প্রকল্পের কথা ভেবে মন খারাপ করেছি।



অতঃপর উনি আজ নিজেই এসে হাজির হলেন। কিন্তু সমস্যা হলো গত বছরের শুরুতে যে বিষয়ে নারাজি হয়ে উনি ইতিহাস প্রকল্পের পরিকল্পনা করেছিলেন - আজও সেই প্রশ্নমালা জনসমক্ষে উপস্থাপন করেছে।



তাই ভাবছি - গত একবছর ধরে নতুন কো কাঠাল পাতা না পেয়ে ছাগলটা কি শুধু জাবরই কাটলো?



তাইলে কি প্রমানিত হয় - ছাগল বছর ব্যাপী নতুন খাবার না খেয়ে শুধু জাবর কেটেই বেঁচে থাকতে পারে?



মন্তব্য ১৩ টি রেটিং +১১/-৬

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:০৯

রাশেদ বলেছেন: হা হা! বিবর্তন এইখানে আইসা থমকে গেছে!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১০

এম.এ.হামিদ বলেছেন: পেলাস দেওনের জন্য আবার লগ ইন করতে হইলো

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১০

হাসিব বলেছেন:
হ ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১৪

শয়তান বলেছেন: ইস্পেশাল ছাগলের জাত এগুলা

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১৬

সমালোচনাকারী বলেছেন: রতন চিনে রতন......

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২১

সন্ধ্যাপ্রদীপ বলেছেন: আবার লিখেছে তিরিশ লাখ।
চালাকীটা দেখেছেন । এটা আর এবার কমায়নি । ছুপা !
দশটা মিথ্যা বলতে গেলে তো সব লেজেগোবরে হইয়া যায়, তাই
ঐটা আপাতত: বাদ । কি চাতুর্য !

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৩

বিষাক্ত মানুষ বলেছেন: রাশেদ বলেছেন: হা হা! বিবর্তন এইখানে আইসা থমকে গেছে!

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৬

হাসিব বলেছেন:
শখানেক নিক কি করে এই সময় ? অন্য দিন তো এতো দেখি না । বিশেষ এ্যাসাইনমেন্ট নিয়া নামছে নাকি কেউ ?

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৭

হট্টগোল বলেছেন:

ছাগুর প্রজেক্টগুলা কি আর আলোর মুখ দেখব না?

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৪০

ফজল বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: রাশেদ বলেছেন: হা হা! বিবর্তন এইখানে আইসা থমকে গেছে!

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫১

এস্কিমো বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
আমি রাজাকার
শরীফ ফখরুজ্ জামান
ফজল
বিগব্যাং
সুশীল সমাজ
রাশেদ
বিষাক্ত মানুষ
হট্টগোল
হাসিব
১৯৭১ আমার চেতনা
শয়তান
না বলা কথা
সন্ধ্যাপ্রদীপ
রাহাত আহমেদ
সমালোচনাকারী
স্নোবল
এম.এ.হামিদ
পরশ পাথর
ফাহিম লুবানা আবরার
আশবাফ

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫২

এস্কিমো বলেছেন: মোহাম্মদ ত্রিভুজ ভিমরু নিকে একটা পোস্ট দিছে।
অবশেষে নিজেকে চিনতে পেড়েছে ছেলেটা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.