নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অ আ লিখতে পারি

আমার লেখায় আমি

ফয়সাল আকরাম

আমি হয়তো অন্যরকম, আমরা সবাই কি না?

ফয়সাল আকরাম › বিস্তারিত পোস্টঃ

ভাত খাই নাই

১০ ই জুন, ২০০৮ রাত ১১:৫০

আমি আজকে রাতে ভাত খাই নাই। বাসায় ফিরলাম একটু আগে। রাত প্রায় বাজে সাড়ে এগার টা। বাসায় কারেন্ট নাই। তাই আর কাউকে জালাইতে ইছছা করলো না। এমনিতেই কম জালাইনা। বলতে গেলে বাসার কন কাজই তো করি না। খালি খাওয়া আর রাতে এসে ঘুমানো ছাড়া। তাই এখন যখন আম্মা কয়েকবার সাধাসাধি করলো, কারেন্ট আসার জন্য অপেক্ষা করতে ইচ্ছা করল না।



কিন্তু কি আশ্চর্য, রাত্রে ভাত না খাইলে যে সবচেয়ে বেশি অস্থির হইত, সেই আজকে নাই। আজকে কেউ আমাকে বলবে না একটু অপেক্ষা কর জান। একটু খানি চাল আর ২ টা ডিম আছে, খিচুরি বানায় দেই? কেউ বলবে না, রাতে না খাইয়া ঘুমায় যাবা? প্লিজ একটু খানি খায়া ঘুমাও, এই একটু খানি ......কারন, যার বলার কথা সে এখন আকাশপথে। দোহা আর জার্মানি হয়ে নরওয়ের দিকে।



প্লেনের কম্পেক্ট ডিনার খাইতে খাইতে আমার কথা না জানি কত ভাবতাসে সে। কিংবা হয়ত এই সব ভাবা শেষ এখন। আমার ময়নাপাখি বউ টা সারাদিন অনেক দৌড়া দৌড়ির উপর ছিল। কালকে রাতেও আমার আর প্যাকিং এর ঝামেলায় ঘুমাইতে পারে নাই ঠিকমতো। এখন হয়ত প্লেনের হিম হিম সিটে একটু ঘুমের আশ্রয় খুজতাসে।



ঘুমাও মানিক আমার, রাজকন্যা আমার, আমার মেঘবালিকা ঘুমাও। মেঘের ভেতর ঘুমাও, আমার বুকের ভেতর ঘুমাও ।



আমার জন্য চিন্তা কইরো না। তুমি তো জানোই আমি খিদা সহ্য করতে পারি না। কিন্তু তোমার সাথে সাথে খিদাটাও মনে হয় কই জানি গেসে গিয়া। এখন তাই সব সহ্য করতে পারি, সব সহ্য তো করতে হবে এই ৩ মাস, তাই না?



শুভ রাত্রি আনিকা ।

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০০৮ রাত ১:১৫

তানজু রাহমান বলেছেন: এহেম। আপনার প্রোফাইল পিকটা কিসের? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.