![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিংস্র । পড়ি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। জীবনে অনেক হিংস্রতামী করছি।কিন্তু আর করতে চাই না। [email protected]
আমার বন্ধুর বড় ভাই ইংল্যান্ড থেকে আসবে তো তাকে দিয়ে একটা আমাজন কিন্ডল ই বুক রিডার আনাবো।আমার কয়েকটা প্রশ্নের জবাব কেউ জানলে প্লিজ দিবেন।১, আমার ল্যাপটপে প্রচুর পিডিএফ(.pdf) ফাইল রয়েছে ওগুলো আমি ইউ এস বি ক্যাবল দারা কিন্ডল এ ট্রান্সফার করে পড়তে চাই।এটা কি সম্ভব? ২, এগুলোর বেশির ভাগই পাইরেটেড মানে কপি রাইট রিসার্ভড। আমি সিস্টেম
করে ল্যাপিতে ডাউনলোড করছি।এসব পিডিএফ ফাইল গুলো কি সরাসরি কিন্ডল এ ট্রান্সফার করে পড়তে পরবো? আমি শুনছি এরোকম পিডিএফ ফাইল ট্রান্সফার করেতে বলে ৯৯ সেন্ট দিতে হয় যেটা সম্ভব না কারন আমার ইন্টার্ন্যাশনাল কোন ক্রেডিট কার্ড নাই।3, আমি যদি পিডিএফ ফাইল কনভার্ট করে মোবি(.mobi) করি এটা কি কিন্ডলে ইউ এস বি ক্যাবল দারা ট্রান্সফার করা যাবে? এখানে কমেন্ট করতে না পারলে আমাকে প্লিজ ইমাইল করুন [email protected]
০৮ ই মে, ২০১১ বিকাল ৩:২৯
হিংস্র বলেছেন: একটা ভালো সাজেশন এর জন্য ধন্যবাদ।বাট সবগুলো ফাইল কনভার্ট করা মনে হয় টাইম কনজিউমিং।সরাসরি পিডিএগ ফাইল ট্রানস্ফার করা যাবে না???
২| ০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:০০
তৃষ্ণার্ত বলেছেন: ইউএসবি দিয়ে সরাসরি পিডিএফ কপি করা যাবে না। পিডিএফ ফাইলগুলো একটা এড্রেসে মেইল করতে হবে, তার পর ওয়াইফাই দিয়ে কিন্ডল-এ ডাউনলোড করতে হবে।
Calibre দিয়ে ব্যাচ কনভার্ট করতে পারবেন, খুব অল্প সময়ে।
০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৯
হিংস্র বলেছেন: এতো ঝামেলা করার চেয়ে Calibre দিয়ে কনভার্ট করে নেয়াই অনেক ভালো পন্থা মনে হচ্ছে। অনেক ধন্যবাদ।
কিন্তু Calibre দিয়ে .azw ফাইল করা তো যাবে না।
.
Input Formats: CBZ, CBR, CBC, CHM, EPUB, FB2, HTML, HTMLZ, LIT, LRF, MOBI, ODT, PDF, PRC, PDB, PML, RB, RTF, SNB, TCR, TXT, TXTZ
Output Formats: EPUB, FB2, OEB, LIT, LRF, MOBI, HTMLZ, PDB, PML, RB, PDF, SNB, TCR, TXT, TXTZ
এইখান থেকে
৩| ০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:০৫
অক্টোপাস বলেছেন: আমিও কিন্ডল-থ্রিজি-ওয়াইফাই আনাবো কিছুদিনের মধ্যে ।
আমি তো জানতাম পিডিএফ সরাসরি পড়া যায়। (আর পিডিএফ সরাসরি পড়া না গেলে আবার ইবুক রিডার কিসের !!)
যাহোক, এখানে দেখুন : পিডিএফ পড়া যাবে তবে ততটা ভালোভাবে নয়।
০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫২
হিংস্র বলেছেন: কিন্ডল-থ্রিজি-ওয়াইফাই দিয়ে কি করবেন থ্রিজি তো বাংলাদেশে নাই।তার উপোর এর জন্য আপনাকে প্রায় ৪০০০ টাকা বেশি দিতে হবে।
মনে হচ্ছে Calibre ই ভরসা।
০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
হিংস্র বলেছেন: আমি শুধু ওয়াইফাই ভার্সনটা আনাবো।ঢাকার অনেক জায়গায় ফ্রি ওয়াইফাই পাওয়া যায়।আমার ভার্সিটিতেও ফ্রি ওয়াইফাই পাবো।
৪| ০৯ ই মে, ২০১১ দুপুর ১:১৬
তৃষ্ণার্ত বলেছেন: আরেকটা ভালো আইডিয়া হতে পারে কম দামী এন্ড্রয়েড ট্যাবলেট কিনে ফেলা। Archos এর কিছু ট্যাবলেট দেখতে পারেনঃ
Click This Link
০৯ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৯
হিংস্র বলেছেন: ভাই আমি কিন্ডল কিনতে চাই কারন একটা কাগজের বই পড়তে আপনার চোখে যেমন লাগে কিন্ডলে বই পড়তে তেমনি লাগবে। চোখের উপর কোন প্রেসার পরবে না।এমনকি এই মনিটরে কোন আলো নাই মানে অন্ধকারে আপনি পড়তে পারবেন না।এটাই আমার প্রধান কারন কিন্ডল কিনার।তাছারা বার বার চার্যে দেয়ার ঝামেলা নাই একবার চার্যে ১ মাস চলে।বাট ট্যাবলেটে ব্যাকলিট ডিসপ্লে যেটা চোখের জন্য খারাপ।আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১১ বিকাল ৩:২২
তৃষ্ণার্ত বলেছেন: Calibre দিয়ে পিডিএফ ফাইলকে কিন্ডল এর ফরম্যাটে (.azw) কনভার্ট করতে পারবেন এবং সেগুলো ইউএসবি দিয়ে কিন্ডল-এ কপি করে পড়তে পারবেন।