নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতারক উপাখ্যান

কামাল উদ্দিন ফারুকী জুয়েল

কামাল উদ্দিন ফারুকী জুয়েল › বিস্তারিত পোস্টঃ

'বালেরদেশ বাংলাদেশ আসুন কাংলাদেশ কে উচিত শিক্ষা দেই'_আসেন পেজটা রিপোরট করি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

পেজটার পোসটগুলা দেখেন, কতবড় বদমাইশ।

কিছু দেশি ভাই আবার লাইক আর শেয়ার মারছে।

আসেন পেজটা রিপোরট করি।







"বালেরদেশ বাংলাদেশ আসুন কাংলাদেশ কে উচিত শিক্ষা দেই"



https://www.facebook.com/OWAKTHUBD



কিছু নমুনা:



বিষয় ফেলানি





ফেলানিকে নিয়ে বহুত ক্যাঁচাল, দেশপ্রেম এবং ভারত-বিদ্বেষ দেখলাম আজকে ফেইসবুকে। উগ্র ভারত-বিদ্বেষ যাকে বলে। ভারত-বিদ্বেষ খারাপ না কিন্তু মূল কাহিনি কয়জনে জানে?

মূল কাহিনি হল ফেলানি এবং তার বাবা দিল্লীতে থাকত। মেয়ের বিয়ে ঠিক হওয়ায় মেয়েকে নিয়ে "অবৈধভাবে" রাতের অন্ধকারে সীমান্ত পাড়ি দিয়ে দেশে আসতে চেয়েছিলেন। সীমান্তে ছিল কাঁটাতারের বেড়া। ভারতীয় সীমান্তে বাঁশের মই লাগিয়ে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে বাংলাদেশ সীমান্তে লাফ দিয়ে পড়ে এই বাধা ডিঙ্গানোরব্যবস্থা ছিল। ফেলানির বাবা এভাবেই সীমান্ত পাড়ি দিলেন। কিন্তু কপাল খারাপ হওয়ায় ফেলানি পাড়ি দেওয়ার সময় মই বেয়ে যখন কাঁটাতারেরবেড়ার উপরে উঠে গিয়েছিল, তখনই পড়নের কাপড় কাঁটাতারের বেড়ায় লেগে যায় এবং ফেলানি চিৎকার দিয়ে উঠে। চিৎকার শুনেই মূলতঃ বিএসএফ গুলি ছোড়ে এবং ফেলানি মারা যায়। আর ফেলানির কাঁটাতারের বেড়া থেকে ঝুলে থাকার এটাই কারণ।বিএসএফ ইচ্ছে করে ঝুলায়নি।

তাই উগ্র ভারত-বিদ্বেষ ছড়ানোর আগে কয়েকটা বিষয় মনেরাখবেন। সীমান্ত অবৈধভাবে রাতের অন্ধকারে পাড় হওয়ার জন্য নয়। কাঁটাতারের বেড়া বাঁশের মই দিয়ে চুরি করে পাড় হবার জন্য নয়। সুরক্ষিতবেড়া দিয়েও যখন অবৈধ অনুপ্রবেশকারীর অস্তিত্ব পাওয়া যায়, তখন ঐ অনুপ্রবেশকারী গরুচোর না ফেলানির মত সাধারণ মানুষ নাকি বিএসএফকে হত্যা করার জন্য কোন ডাকাত, তা বিএসএফের বুঝার কথা নয়।




আরও দেখেন: বিষয় বাংলাদেশ।




₹ BANGLADESH" এর অর্থঃ

B- baler

A- abalchoda

N- nongra

G- goruchor

L- lungi para

A- akatar

D- desh

E- ebong

S- saytaner...See More



দেখতে থাকেন: বিষয় বাংলাদেশ।



আচ্ছা বাংলাদেশ টাকে পাকিস্তান ভাবলে খুব বেসি ভুল হবে কি ? হবে না, প্রথম ধরালাম দুই দেশের পতাকার রংএকেবারে সবুজের ছড়াছড়ি এই মিল কি কাকতালীয় ভাবে হয়েছেতা কেইবা জানে, জাতি গত দিক দিয়ে দেখলে উভয় দেশেই মুসলমান প্রধান ,জানিনা ভৌগলিক কারনে এরকম হইছে কিনা । ঠিক আছে এবার একটু অতীতে যাই দেখা যাবে মাত্র কয় এক বছর আগেই এই দুই দেশ একই ছিল মানে দুয়ে মিলে পাকিস্তান মনে হয় এরকম পরিস্থিতি তৈরী হয়েছিল ভাগ্যের কোরুন পরিহাসের জন্য । সমাজ তান্ত্রিক ভাবেও মিল আছে দুই দেশেই সংখ্যালঘু দের ধরে পিটানো হয় । সবথেকে মজার তথ্য দুই দেশই ভারত বীরধি, একবার তো ভারত পাকিস্তান খেলার ভেতর পাকিস্তানের হয়ে বাংলাদেশীপতাকা উড়াতে দেখেছি । দুই দেশই মৌলবাদ সমর্থন করে,দুই দেশের জনগন এখন যৌথ ভাবে রোজা রাখছে ।







তবে এদের ভাষা দেখে মনে হয় কিছু এদেশি কুলাংগার তাদের মদত দিচছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.