নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এক্সপ্লোরার

পেশায় আমি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলওপার , ধন্যবাদ

বাংলাদেশ এক্সপ্লোরার › বিস্তারিত পোস্টঃ

বোরিং লং জার্নি – অলস সময় কাটাতে যা করতে পারেন ।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬



রেলগাড়ির কামরায় হঠাত্ 'প্রাক্তন'-র সঙ্গে দেখা তো নাও হতে পারে! অনেকেরই লং জার্নি বোরিং লাগে৷ নিজের যাত্রাকে ঠিক কীভাবে শুভ করবেন

জার্নি সবসময় বোরিং বা হেকটিক হয় না৷ প্রত্যেকটা জার্নি অনেক নতুন নতুন গল্প বলে৷ সেই গল্পগুলো ঠিকমত শুনতে পারলেই কেল্লা ফতে৷ কেউ হয়ত নতুন বিয়ে করে বেড়াতে যাচ্ছে, কেউ আবার অফিস ট্রিপ থেকে বাড়ি ফিরছে, ছাত্র ছাত্রীরা হোস্টেল থেকে অনেকদিন পরে বাড়ি ফিরছে৷ লোকেদের লক্ষ্য করেই অনেকটা সময় কেটে যেতে পারে৷ তাছাড়া আর ঠিক কি কি করতে পারেন লং জার্নিতে, জেনে নিন৷

আপনার কোন আইডিয়া থাকলে কমেন্ট করুণ, আপডেট করা হবে

গল্প করুন!

যদি যাত্রায় ভালো কোনও সঙ্গী পান যার সঙ্গে গল্প করে কেটে যেতে পারে অনেকটা সময়৷ এক্ষেত্রে অবশ্য ভাগ্যদেবতার ওপর কিছুটা নির্ভর করতে হয়৷ তবে অন্যদের সঙ্গে জেল করতে জানলে কিন্ত কোনও সমস্যাই হবে না৷ অনেকরকম মানুষের সঙ্গে গল্প করে অনেকরকম জিনিস জানা যায়৷ তবে খেয়াল রাখবেন যাতে আপনার গল্পে পাসের যাত্রী বিরক্ত না হয়। বিশেষ করে টিনেজ ছেলেমেয়ে বসলে পাশের যাত্রিদের দফারফা হতে বেশি সময় লাগে না।

মিউজিক!

গান শোনা আমার ফেভারিট পাস টাইম৷ আগে থেকে নিজের পছন্দসই গান নিজের আইপডে লোড করে নিলেই হল৷ মুড অনুযায়ী গান শুনে ও মনে মনে গুন গুন করতে করতে অনেকটা সময় কেটে যায়৷

গেমস!

অনেকরকম অফলাইন ও অনলাইন গেমস রয়েছে, যেগুলো খেলেও অনেক টাইম কিল করা যায়৷ ইচ্ছা অনুযায়ী দৌড়াতে পারেন, সাতার কাটতে পারেন ভার্চুয়াল দুনিয়ায় কিংবা খুঁজে পেতেই পারেন পিকাচু, টোগেপিদের৷

মুভি টাইম!

আপনার সোম টু শনির কাজের মাঝে অনেকগুলো শুক্রবার কেটে গেছে৷ অনেক মুভি রিলিজ করেছে৷ দেখার সময়ই হয়নি আপনার৷ তাই ট্রেন বা প্লেনে ওঠার আগে নিজের স্মার্ট যন্ত্রে অনেক নতুন বা পুরানো সিনেমা ডাউনলোড করে নিন৷ মুভি চেক আউট করার আদর্শ সময় লং জার্নি৷

বই পড়ুন

প্রিয় বই পড়তে পারেন, এটা সারা বিশ্বেই জনপ্রিয় , অনেকের রেলওয়ে বুক স্টলে জড়িয়ে আছে অনেক সৃতি ।

শিখুন!

যদি বিশেষ কোনও বিষয় জানার বা শেখার আগ্রহ থাকে তবে এই সময়টাকে কাজে লাগান৷ যেমন- কোনও বিশেষ ভাষা শিখতে পারেন, তার জন্য নিজের এমপিথ্রি-তে অডিও ফ্রেজবুক ডাউনলোড করে শুনে শিখতে পারেন৷ অথবা গ্লাস পেন্টিং কিংবা নতুন কোনও প্রিপারেশন রান্নার ভিডিও অফলাইনে সেভ করে রাখতে পারেন আগে থেকে৷

লিখুন!

লং জার্নি তে নিজের যাত্রার অভিজ্ঞতা, কিংবা যেখানে গেছিলেন সেই জায়গা সম্পর্কে লিখে ফেলুন৷ হাতে অনেকটা সময় রয়েছে৷ তাই গুছিয়ে লেখার সময় পাবেন আপনি৷ যদি ব্লগ লেখার অভ্যেস থাকে তবে এটা তো আপনার কাছে গোল্ডেন পিরিয়ড৷ যদি নেটওয়ার্কে সমস্যা হয় বা ফ্লাইটে থাকেন তবে কনটেন্ট রেডি রাখুন, আপলোড না হয় পরে করলেন৷

কাজ সারুন!

আপনার পেন্ডিং কাজ যেগুলো আপনি ল্যাপটপে সেরে ফেলতে পারেন সেগুলো সেরে ফেলুন৷ হাতে সময় তো রয়েছেই৷ লং জার্নি তে কাজ এগিয়ে থাকলে পরে সুবিধা হবে৷

ফুডি!

আপনি যদি ট্রেন বা গাড়িতে লং জার্নি করেন, তাহলে মাঝে মধ্যে লোকাল কোনও ধাবা বা ষ্টেশনের ছোট স্টলে স্থানীয় খাওয়ার ট্রাই করতে পারেন৷ তবে খেতে গিয়ে ট্রেন মিস করবেন না প্লিজ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.