নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এক্সপ্লোরার

পেশায় আমি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলওপার , ধন্যবাদ

বাংলাদেশ এক্সপ্লোরার › বিস্তারিত পোস্টঃ

কিছু গল্প ১ লাইনের- যা চাকরির পিছনে না ছুটে নিজে কিছু করতে অনুপ্রেরণা দিতে পারে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৫



খালি চাকরির পিছনে না ছুটে নিজে কিছু করারও চেষ্টা করা উচিত। প্রোডাক্ট বা সার্ভিস সে ব্যবসা ই শুরু কররেন না কেন , ইকমার্স আজ অনেক সোজা করে দিয়েছে, দ্রুত মানুষের মাঝে পরিচিত হয়ে ওঠার বেপার টা , সামান্য কিছু টাকা দিয়ে শুরু করেই দেখুন না । হয়ত ২/৫ আইডিয়া ফেল করবে , কিন্তু যেটা দাড়িয়ে যাবে সেটা আপনাকে কোথায় নিয়ে যাবে ভাবুন ।



কিছু গল্প বলি ১ লাইনের ।
১। যশোরের খেজুরের রস আজ ইতালিতে বিখ্যাত ওয়াইন ব্র্যান্ড ।

২। যশোরের মাটির টালি আজ ইতালিতে বিখ্যাত টাইলস ব্র্যান্ড দ্বারা পরিচালিত ।

৩ ধোলাইখাল এর লেদ/ফিনিস/পালিস করা গাড়ির পার্টস GM/Ford ব্যবহার করে ।

৪। কিছু মানুষ কে জানি যারা বাংলাদেশ থেকে গার্মেন্টস নিয়ে আমাজন/ইবে তে চুপচাপ বিক্রি করছে।

৫। ২ টা ছেলে বাসায় রান্না করে অফিসে অফিসে দুপুরের খাবার দিত, এখন তারা ... বাকিটা বুজে নিন । তাদের এমবিএ র সার্টিফিকেট এ ধুলো জমে গেছে।

৬। ইকমার্স এর মাধ্যমে অন্যের পাইকারি দোকানের মাল, ড্রপশিপিং মেথড এ বেচে দিয়ে লাভ করছে অনেকে ।

৭। বিদেশ থেকে ফিরে ৪ বিঘা জমিতে বিদেশি জাতের সবজি চাষ করে আজ দেশের বড় বড় ৪/৫ স্টার হোটেল/রেস্টুরেন্ট এ সব তার সাপ্লাই ।

৮। ঢাকায় কিছু ছেলেমেয়ে মিলে শুরু করেছে সাইকেলে করে দ্রুত কুরিয়ার ।

আপনার চোখে পড়ে এমনকি প্রোডাক্ট/ বা সার্ভিস নেই যা আপনি সেল করতে পারেন ওরগানিক ফুড আইটেম/তাত/জামদানি/সবজি/কুটীরশিল্প/খাটি মিষ্টি আরও ভাবুন ভাবতে থাকুন কিছু একটা বেরুবে।

ছোট্ট একটা হিন্টস দেই
মিষ্টির কথা কি চিন্তা করে বললাম । মনে পড়ে মুজতাবা আলির গল্পে - রসগোল্লা গালে দিয়ে আড়াই মিনিট চোখ বন্ধ করে থাকার কথা ? ঢাকায় কয়টা দোকানে আপনি পাবেন, কি চাহিদা আছে বলে মনে হয় ?

কিন্তু মনে করে দেখুন আপনার গ্রামের বাজারের কথা সেখান থেকে এনে বেচতে পারবেন কিনা ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

নোমান প্রধান বলেছেন: ধন্যবাদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০১

বাংলাদেশ এক্সপ্লোরার বলেছেন: your are welcome sir

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.