নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি করতে ভালো লাগে। তাই এখানে আসা।

মহসিন উদ্দিন

আমার মতই আমি। অন্য কারো মত নয়

মহসিন উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কী হবে এখন আমার ???

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৯

খুব আশা ছিল যে, এইচএসসিতে ভাল রেজাল্ট করে কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিনতি আমাকে জিপিএ-৫ দিল না। শুধু এই রেজাল্টের জন্য কী আমার ভবিষ্যত নষ্ট হয়ে যাবে? ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম যে, বড় কিছু হব। কিন্তু এই পরীক্ষার নামমাত্র ফলাফল আমাকে তা হতে দিবে না।

আরেকটা কথা, সার্টিফিকেট কিংবা মার্কশিট দেখে ছাত্র/ছাত্রীদের মেধা নির্ণয় করা যায় না। এমন অনেক ছাত্র/ছাত্রী রয়েছে যারা মানসম্মত মেধা থাকা স্বত্ত্বেও রেজাল্ট নামক আপদটার জন্য সমাজে উচু হয়ে দাড়াতে পারে না। এটাকেই কি বলে শিক্ষা? এটাই কি জ্ঞানের চর্চা??


কী হবে এখন আমার মত ছাত্র/ছাত্রীদের ভবিষ্যত?
কেউ কি কোন সাজেশন কিংবা পরামর্শ দিতে পারবেন আমাকে ????
তা না হলে জীবনটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে আজীবন.........।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:

যা রেজাল্ট হয়েছে, সেটা নিয়ে আপনাকে চেস্টা করতে হবে।
মনে হয়, আপনি যা পড়তে চেয়েছিলেন, সেটার জন্য যতটুকু পড়ার ও পরীক্ষায় যা করার তা করতে পারেননি; কিন্তু, এটা শেষ নয়; আপনি যে সবাজেক্ট পান, সেই সাবজেক্টে খুবই ভালো করার চেস্টা করেন।

কি পড়তে চেয়েছিলেন? বিকল্প হিসেবে কি নেবেন?

২| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৯

মহসিন উদ্দিন বলেছেন: আমি ব্যবসায় শাখা বিভাগের কোন একটা বিষয় নিয়ে পড়তে চেয়েছিলাম। কিন্তু জিপিএ ৩ পয়েন্ট ৫৮ দিয়ে মনে হয় তা হবে না।

৩| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: বাংলাদেশে যা পড়তে চান তা পাবেন না। আবার যে সাবজেক্ট নিয়ে পড়বেন সেই সাবজেক্ট-এ চাকরী পাবেন না।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫০

মহসিন উদ্দিন বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনি বোধহয় ঠিক বলেছেন। আসলেই আপনি যা বলেছেন তা ঠিক।

৪| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২০

যোগী বলেছেন:
আমি পরামর্শ দিতে পারি তবে তুই সেটা পাত্তা দিবিনা জানি।

শুধু মনে রাখ এই রেজাল্ট কোন ব্যাপার না। তবে একটা কথা যেখানে চান্স পাবি সেখানেই পড়বি আর সেই যায়গাতে তুই টপ হবি।

৫| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৬

মহসিন উদ্দিন বলেছেন: আপনার পরামর্শটি আমার খুব পছন্দ হয়েছে। আপনার ভবিষ্যতদ্বানী যেন সত্যি হয়। .....................................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.