![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ম পর্ব
জীবন ও ভালবাসা
মাঝে মাঝে মনে হয় পুরো পৃথিবীটা শুধু কষ্ট আর কষ্টে জরাজীর্ণ
আবার কখনো ঝলমলে সোনালী সুখ.।
এ কি করে হয় জানিস?
পড়ন্ত বিকেলে কোন এক উদ্যনে বলেছিলাম রিমি কে
রিমি মৃদু হেসে অবলীলায় বলেছিল, জানি ।
বিস্ময় কর বড়ই বিস্ময়ে তাকিয়ে ছিলাম
রিমির বাঁকা ঠোঁটের মৃদু মৃদু হাসির দিকে ।
কেন হয় বলতে পারিস ?
হ্যা ।
তুই বলতে পারিস ??
হ্যা পারি ।
আচ্ছা বলতে পারবি আগামী দশ দিন আমার কেমন যাবে ?
পারবো ।
অবাক হই পুনরায় জিজ্ঞেস করি সত্যিই পারবি ?
হ্যা সত্যিই পারবো ।
ধ্যেত জোক করিস নাতো ।
আগামি দশ দিন তোর জীবন্টা ভরে থাকবে হাসি আর সুখের কানায় কানায়
সত্যি ?
হ্যা সত্যি ।
যদি তাই হয় তবে আমি তোকে কি যে দেব না ।
কি দিবি ?
কি দিব ?
আচ্ছা তুই আগে জিতে নে তবেই দেখবি আমি তোকে কত কি দেই ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
এযুগেরকবি বলেছেন: একজন ভাল লেখকের
কনেন্ট পেলাম
নিজেকে যে কত্ত ভাল লাগছে
তার আর কোন ভাষা নেই
শুভেচ্ছা জানবেন
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০
Palash Talukder বলেছেন: সুন্দর হয়েছে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
এযুগেরকবি বলেছেন: শুভ কামনা জানবেন।Polash vai
Shuveccha roil
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪
এযুগেরকবি বলেছেন: শুভেচ্ছা জানবেন
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬
পার্থিব লালসা বলেছেন: মাঝে মাঝে মনে হয় পুরো পৃথিবীটা শুধু কষ্ট আর কষ্টে জরাজীর্ণ
আবার কখনো ঝলমলে সোনালী সুখ.।
এ কি করে হয় জানিস?
পড়ন্ত বিকেলে কোন এক উদ্যনে বলেছিলাম রিমি কে
রিমি মৃদু হেসে অবলীলায় বলেছিল, জানি ভ
সুন্দর
শুভ কামনা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪
এযুগেরকবি বলেছেন: শুভেচ্ছা জানবেন
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
বিজন রয় বলেছেন: ঝরঝরে কবিতা।
++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭
এযুগেরকবি বলেছেন: শুভেচ্ছা জানবেন কবি
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
কল্লোল পথিক বলেছেন: ভাল লিখেছেন।শুভ কামনা জানবেন।