নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরিতে চাহিনা আমি সুন্দর পৃথিবীতে মানবের তরে আমি বাঁচিবার চাইইহাই মোর ব্রত

এযুগেরকবি

এযুগেরকবি › বিস্তারিত পোস্টঃ

ভেলেনটাইন ডে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫



ভেলেনটাইন ডে

যাচ্ছিলাম প্রভাতে এক গুচ্ছ প্রিয় ফুল হাতে
সারা রাত নিদ্রাহীন চোখ দুটো চঞ্চল
দেখবে প্রাণ ভরে আকবে স্বপ্ন শুধা
মোবাইলে জমে উঠা প্রিয়ার নীল চোঁখ টাতে ।

ভাবনা ভরা সারা রাত ভেবেছি কেমন জানি হবে সে
কন্ঠ তো বড়ই মধুর,সুমধুর মাধবীলতার মত সুন্দর
যদি হয় তেমন সুন্দর,সুন্দরতম
ভালবাসব তোমাতে ভালবেস আমাতে প্রিয়
তব ভুলিওনা মম ।

ভুল করেই এসেছি পুরোনো বিলাস বহরে
পথের প্রান্তেই বুনো লতা কহিল মোরে যাও এগুও দেখ সন্মোখ পানে
সেই দিনের সেই শাড়ী খানি আঁচলটা গেছে পথ বেয়ে
আমি বুঝিলাম হয়ত মাধবীলতা তবে কার লাগি
বিনম্রে আজও পথ চেয়ে ।

ডাইরি টা খুলে দেখি বার টি রক্তের লাল বৃত্ত
সে আমার মনে রাখার বছর গুলো হয়ে গেছে এক যুগ
মাধবীলতা তুমি কেন শীর্ণ কায়া ।

মাধু বলে ডাকি,পশ্রাত ফেরে সে হয়ত অবাক, হতবাক,নির্বাক
তপন তুমি বেচে আছ ? তপন তুমি কি আজো আমাকে......

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

বিজন রয় বলেছেন: অসাম।
++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

এযুগেরকবি বলেছেন: Thanks brother
Happy Blogging
Happy 14 Feb day
Happy valentine day

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

আরণ্যক রাখাল বলেছেন: গুড

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

এযুগেরকবি বলেছেন: Thanks brother
Happy Blogging
Happy 14 Feb day
Happy valentine day

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

কল্লোল পথিক বলেছেন: মাধু বলে ডাকি,পশ্রাত ফেরে সে হয়ত অবাক, হতবাক,নির্বাক
তপন তুমি বেচে আছ ? তপন তুমি কি আজো আমাকে.....

বাহ!চমৎকার কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

এযুগেরকবি বলেছেন: Thanks brother
Happy Blogging
Happy 14 Feb day
Happy valentine day

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল লাগা কবিতায়। তবে কবি কি জনম দাসী আপু।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

এযুগেরকবি বলেছেন: Thanks brother
Happy Blogging
Happy 14 Feb day
Happy valentine day

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

তার আর পর নেই… বলেছেন: কবিতায় বেশ কিছু বানান ভুল আছে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

এযুগেরকবি বলেছেন: টাইপু
ঠিক করে নেব ভ্রাতা
অনেক শুভ কামিনা
ভাল থাকুন

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

এযুগেরকবি বলেছেন: অনেক খুশি হইলাম সু প্রিয় কবি
আপনার আগমনীই আমার কাছে অনেক কিছু
ভাল লেগেছে

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

পার্থিব লালসা বলেছেন: মাধু বলে ডাকি,পশ্রাত ফেরে সে হয়ত অবাক, হতবাক,নির্বাক
তপন তুমি বেচে আছ ? তপন তুমি কি আজো আমাকে.....

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

এযুগেরকবি বলেছেন: Thanks brother
Happy Blogging
Happy 14 Feb day
Happy valentine day

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.