নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরিতে চাহিনা আমি সুন্দর পৃথিবীতে মানবের তরে আমি বাঁচিবার চাইইহাই মোর ব্রত

এযুগেরকবি

এযুগেরকবি › বিস্তারিত পোস্টঃ

নীরব কষ্ট নীরব আর্তনাদ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪


তোমাকে যতই ভুলিবার চাই
ততই কষ্ট পাই,বড় কষ্ট পাই,
কি করিব বল তোমার মাঝেতে
অন্যের আনাঘোনা
আমি তোমাতে নাই ।

কপালের দেই দায়
যেদিন আমার সব কিছু ছিল
ছিলাম না যেদিন অসহায় ।

সেদিন তোমার উপচে পড়া প্রেম
মায়া ভরা সেই মধুর কন্ঠসর,
আজ যে আমায় একেবারেই প্রিয়
করে দিয়েছ পর ।

বলেছিলে তাই
দাঁড়িতে ছিলাম তোমারি অপেক্ষাতে
দিন ফুরাল রজনী এল
তুমি এলে না তাতে ।

কোত্থেকে এলো দুঃখের কালো হাওয়া
হারিয়ে গেল সকল চাওয়া পাওয়া
নিভিয়ে গেল তোমায় দেখিবার আখি
আজ তুমি কোথায় কেমন আছো
মোর পরাণের পাখি ।


বন্ধু মইন বলে
তুমি নাকি তারে আজ বড়ড় ভালবাস
দেখা কর যখন তখন
কত কিছুর ছলে ।

আজ নীরব কষ্ট নীরব আর্তনাদ
নীরব আঁধারে নীরব কান্না আজ
আমারি হয়ে থাক ।






মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

স্তব্ধ হোমোসিপিয়েন্স বলেছেন: ভালো লিখেছেন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

এযুগেরকবি বলেছেন: মন্তব্যে
অনেক ভাললাগা জানবেন
সু প্রিয় কবি
শুভ কামনা রইল

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

এ্যাংরি বার্ড বলেছেন: ভুলের তো অভাব নাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

এযুগেরকবি বলেছেন: মন্তব্যে
অনেক ভাললাগা জানবেন
সু প্রিয় কবি
শুভ কামনা রইল

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

এযুগেরকবি বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম
অনেক ভাললাগা জানবেন
সু প্রিয় কবি
শুভ কামনা রইল

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

এযুগেরকবি বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম
অনেক ভাললাগা জানবেন
সু প্রিয় কবি
শুভ কামনা রইল

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

রক্তিম দিগন্ত বলেছেন: বানানে কিছু ভুল রয়ে গিয়েছে। ওগুলো ঠিক করে নিয়েন। মোটামুটি লাগলো। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

এযুগেরকবি বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম
অনেক ভাললাগা জানবেন
সু প্রিয় কবি
শুভ কামনা রইল
ভুল গিলি ধরিয়ে দোয়ায় ভাল লাগল

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভুল আছে বলে মন্তব্য করে গেলেই হয় যদি পারেন কারেক্শন করে দিলে উত্তম হয়। আর সহ ব্লগারদের কাছে এটুকু দাবী যুক্তিক বটে। ভাল লাগল। ভাল লাগা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

এযুগেরকবি বলেছেন: আপনার সুন্দর কমেন্ট
আমাকে অনুপ্রানিত করল সু প্রিয় ভাই
আনেক আশীিরবাদ ও দোয়া জানবেন
ভাল থাকবেন সকল সময়

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা

প্লাস

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

এযুগেরকবি বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম
অনেক ভাললাগা জানবেন
সু প্রিয় কবি
শুভ কামনা রইল
রুদ্র জাহেদ ভাই

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

আলভী রহমান শোভন বলেছেন: ভালো লাগলো কবিতাটা। ছবিটা দেখে পুরনো কিছু সৃতি মনে পড়ে গেলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

এযুগেরকবি বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম
অনেক ভাললাগা জানবেন
সু প্রিয় কবি
শুভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.