![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীকারী মারিল তীর পাখিটির নীড়ে
মা পাখিটা ঘীরে তার ডানা কিচির মিচিরে
প্রকৃতির বোকে যেন বড় অসহায় ।
ঊডাল দেয় মা পাখিটি
ছানা মেলে আঁখি দু’টি চেচায় মা’রে আয়
শিকারি তার মনে যেন অধিক সুখ পায় ।
ওরে মানুষ করিস ফানুশ খোদা সৃষ্টির উপরে
আষট্টি হাজার মাখলুকাত যে সবি
সৃষ্টির তরি তরে ।
জগত জীবন সৃষ্টি সকল সুন্দর যত তার
সাজিয়েছেন তিনি সুন্দর পৃথিবীটা
একটি পরীক্ষাগার ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭
এযুগেরকবি বলেছেন: মন্তব্যে গভির ভাবে
অনুপ্রাণিত
হলাম
ভাল লাগল ভ্রাতা
শুভ কামনা জানবেন
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
প্রামানিক বলেছেন: জগত জীবন সৃষ্টি সকল সুন্দর যত তার
সাজিয়েছেন তিনি সুন্দর পৃথিবীটা
একটি পরিক্ষাগার ।
এক কথায় দারুণ। খুব ভাল লাগল কবিতার কথামালা। ধন্যবাদ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯
এযুগেরকবি বলেছেন: মন্তব্যে গভির ভাবে
অনুপ্রাণিত
হলাম
ভাল লাগল ভ্রাতা
শুভ কামনা জানবেন
প্রামানিক দাদা
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটিরকম লাগল।
তবে বেশ কিছু টাইপো আছে। খেয়াল করবেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০
এযুগেরকবি বলেছেন: মন্তব্যে গভির ভাবে
অনুপ্রাণিত
হলাম
ভাল লাগল ভ্রাতা
শুভ কামনা জানবেন
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২
অগ্নি কল্লোল বলেছেন: বেশ হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯
এযুগেরকবি বলেছেন: মন্তব্যে গভির ভাবে
অনুপ্রাণিত
হলাম
ভাল লাগল ভ্রাতা
শুভ কামনা জানবেন
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওরে মানুষ করিস ফানুশ খোদা সৃষ্টির উপরে
আষট্টি হাজার মাখলুকাত যে সবি
সৃষ্টির তরি তরে ।
ভাল লাগল কবিতা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
এযুগেরকবি বলেছেন: মন্তব্যে গভির ভাবে
অনুপ্রাণিত
হলাম
ভাল লাগল ভ্রাতা
শুভ কামনা জানবেন
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩
কল্লোল পথিক বলেছেন: বাহ!দারুন কবিতা।