নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যেক বিদায়ে আছে খণ্ড মৃত্যুর স্বাদ...

ফেবুতে আমিঃ-http://www.facebook.com/JRK001

জয় রাজ খান

ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে হঠাৎ কালো মেঘ এসে যে যায় আকাশে এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি ...ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি হব বলে স্বপ্নঘুরি।

জয় রাজ খান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নহীন কবিতা কথন...

৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩০

হাজার জোনাকির

আলোয় আলোকিত

তোর পৃথিবী..

স্বপ্ন মায়া, ভালবাসায়

রোজ বেঁচে থাকা।

আলোহীন কোন জোনাকির অন্ধ স্বপ্নে

ভুল করে তোকে

দেখতে চাওয়া,

তোর আমাকে দেখেও,

দেখতে না পাওয়া..

বেঁচে থাকার একটা দিনে

লক্ষ-কোটি বার মৃত্যু হওয়া।

*****************

নীল আকাশ আর নীল দ্রুব তারা

নিঝুম রাত্রি দেয় পাহারা,

নির্ঘুম দুচোখ,স্বপ্নরা ছন্নছাড়া।

আমি নেই,তুমি নেই.

আছে শূন্যতা!

স্মৃতির পাতায় অভিমানী অভিমানে পূর্ণতা...

***********************

তুমি ভাবতে দাও না আমাকে..

শত সহস্র ভাবনা তোমাকে নিয়ে।

রঙ্গিন ফিতা, লাল শাড়ি, আলতা দিয়ে

কে হাটে নূপুর পায়ে এই হৃদয়ে

তুমি আস মেঘ হয়ে জড় তোলো মনে

লন্ড ভন্ড করে ভাবনা গুলো

বৃষ্টির তোড়ে দূর থেকে দূরে..

তুমি ভাবতে দাও না আমাকে।

তাই ভাবতে ভুলে যাই তোমাকে

**********************

স্বপ্ন হীন চোখে,

ক্ষুধার্ত স্বপ্নের মিছিল...

উত্তাল চোখে জলেরা ঢেউ খেলে!

নিয়ম ভাঙ্গা স্বপ্নরা নীরবে কাঁদে।

স্বপ্ন স্রষ্টার অবাক দৃষ্টিতে

মৃত্যু হয় হাজার স্বপ্নের......

********************

আজ মন খারাপের দিন..

অবেলায় অবলিলায় বলা ভালবাসার ঋণ পরিশোধের দিন।

আজ মন খারাপের দিন..

ভুল স্বপ্ন দেখা মায়া কান্নার দিন!

আজ মন খারাপের দিন..

********************



এক কথায় বলা যায় লিখতেই ভুলে গেছি! লিখতে গেলেই দু-লাইন লিখে থেমে যাই, শত চেষ্টা করেও পারি না।

একটা ব্যর্থ চেষ্টা করলাম খাতায় লেখা এই টুকরো টুকরো কবিতা গুলো একসাথে করে। অদ্ভুত সব মুহূর্তে লেখা কষ্টরা এখন কেমন জানি হাসি পায় দেখে.:P মানুষের আবেগ কেন জানি সব সময় এক রকম কাজ করে না।:|

এই বছর হয়তো আর কিছুই লেখা হবে না আর কিছু একবারে না লিখলেও না তাই দিলাম সব ছন্দহীন আজাইরা কথাবার্তা


মন্তব্য ২৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৬

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: অসমাপ্ত হোক আর যাই হোক, ভালোলাগলো বেশ কবিতাগুলো।

শেষটা বেশি সুন্দর ছিলো।

মুছে বিষাদ দিন,
আজ দিন রঙ্গীন,
আজ চোখের ঋণ,
বড় অর্থহীন...

পরিবর্তিতই হোক নাহয় কথাগুলো কিছুটা। সব পিছুটান আর বিষাদ পেছনে ফেলে জীবন আনন্দে ভরে থাকুক। শুভকামনা রইলো। :)

৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৫

জয় রাজ খান বলেছেন: জীবনটাই অর্থহীন!! /:) আর ভাল লাগে না,

ভাল থাকবেন। আপনার জন্যও শুভকামনা রইলো।

২| ৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৫

মিরাজ is বলেছেন:
স্বপ্ন স্রষ্টার অবাক দৃষ্টিতে
মৃত্যু হয় হাজার স্বপ্নের......



ব্যর্থ চেষ্টা সফল হয়েছে। চেষ্টা কর্তে থাকেন।

৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৬

জয় রাজ খান বলেছেন: অনেক হয়েছে আর না....

৩| ৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:২৩

ঈষাম বলেছেন: দারুন হয়েছে ! চেষ্টা চালিয়ে যান..শুভকামনা :)

৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৭

জয় রাজ খান বলেছেন: থ্যাংকস। শুভকামনা।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:২২

কামরুল হাসান শািহ বলেছেন: সব কয়টা সুন্দর

৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৮

জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ শাহি ভাই।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৩

তিথির অনুভূতি বলেছেন: নীল আকাশ আর নীল দ্রুব তারা
নিঝুম রাত্রি দেয় পাহারা,
নির্ঘুম দুচোখ,স্বপ্নরা ছন্নছাড়া।
আমি নেই,তুমি নেই.
আছে শূন্যতা!
স্মৃতির পাতায় অভিমানী অভিমানে পূর্ণতা...

৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৯

জয় রাজ খান বলেছেন: হুম...

৬| ৩১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১১

সায়েম মুন বলেছেন: বেশ ভালোলাগা রইলো!

৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৯

জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০০

নীরব 009 বলেছেন: ফাঁকিবাজি ভালু না আপি, ফেসবুকের স্ট্যাটাস এই খানে দিচ্ছো কেন? :(


প্লাস :(

৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৬

জয় রাজ খান বলেছেন: ফাঁকিবাজি ভালা পাই :-P

সাহিত্যচর্চা এখন খোমাবইতে করি ;)

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৪

আমি তুমি আমরা বলেছেন: প্লাস দিলাম।রেগুলার লেখেন্না ক্যা?

০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৩

জয় রাজ খান বলেছেন: টাইম পাই না! /:) সামনে এক্সাম তাই কম আসি।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৮

শায়মা বলেছেন: +++


:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৮

জয় রাজ খান বলেছেন: থ্যাংকস!! :)

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫০

নাআমি বলেছেন: এত চমৎকার কবিতা কথন এতদিন পরে দেখলাম !! সরি জয়.......:(


সময় করে লিখবে, ভাল লাগে পড়তে....যদিও আমি খুব ব্যস্ত হয়ে গেছি আজকাল, ঠিক ভাবে ব্লগে সময় দিতে পারিনা তবুও সময় করে পড়ব.....

ভাল থাক........।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৫

জয় রাজ খান বলেছেন: না আপু তোমাদের কারই দোষ নাই! আমি তো লিখি না অনেক দিন। /:)

আপাতত অনেক দিন লিখা হবে না। সামনে এক্সাম :(

ভাল থাকবেন আপু :)

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১১

ফাইরুজ বলেছেন: অনেক ভালো লাগলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫৩

জয় রাজ খান বলেছেন: থ্যাংকস ফাইরুজ আপু!!

আপনি এখন লিখেন না কেন?? :(

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৬

বৃষ্টিধারা বলেছেন: কেমনাছিস?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৯

জয় রাজ খান বলেছেন: অনেক Busy Study নিয়ে /:)
আপনের খবর কিতা? এবং কেমন আছে! :)

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০০

~মাইনাচ~ বলেছেন: সুন্দর

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৭

জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ।
:)

১৪| ১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

শায়মা বলেছেন: :)

১৫| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১৩

রাতুল_শাহ বলেছেন: হাজার জোনাকির
আলোয় আলোকিত
তোর পৃথিবী..

কম হয়ে গেছে। লক্ষ-কোটি জোনাকি হলে সমস্যা কোথায় ???

যাহোক কবিতাটি অনেক ভাল লাগল।

১৬| ১৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৫

আধাঁরি অপ্সরা বলেছেন: অনেকদিন পর ব্লগে ঢুকলাম। কবিতা পড়লাম। ভালো হইছে। তবেঁ বানানে অনেক ভুল আছে! বানান ঠিক কর। দুইটা চোখে পড়ল। একটা জড়=ঝড়
আরেকটা দ্রুব=ধ্রুব হবে!

বাকিসব ঠিকঠাক! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.