নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকারবার্গ

আমার জন্ম প্রতিযোগীতার যুগে । নইলে আমিও রবি ঠাকুর, নজরুল, মিল্টন, সেক্সপিওর হতে পারতাম। :-ড

ফেসবুকারবার্গ › বিস্তারিত পোস্টঃ

সারপ্রাইজ-ফেসবুকারবার্গ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

বাপটি আমার বড্ড বেশী সেকেলে।

৫০০ টাকা হাত খরচ দেয় বিকেলে।

গার্লফ্রেন্ডের তুচ্ছ ছোট জামানায়।

৫০০টাকায় কী কর্মে আসে যায়।



বলছি, বাপটি আমার বড্ড বেশী সেকেলে।

ক্যাটক্যাট তার নিত্য পেশা সকাল আর বিকেলে।

বলবে হেসে বাপটি আমার ভালো।

জগতটাতে মিশেল আছে সাদা আর কালো.

সাদা পথে সুস্থ্য ভাবি হাটিস।

জীবনকর্মে ভালো ভাবে খাটিস।

আছি যখন মাথার উপর ছাতা।

এখনই সময় ভবিকর্ম বেছে নিসনা যাতা।



বাপটি সত্যিই আমার হেয়ালী

আমার নিয়ে সব সময়ে খেয়ালী।

রাতবিরাতে ফিরলে পদে বাসায়।

মন্দ বলে সবসময়ে চেচায়।

ভয়টি তার আমায় নিয়ে বেশী

করিস না তুই নিজের ইচ্ছায় যখন যা খুশী।



এই বাপটি আমার বড্ড বেশী সেকেলে

ফিরছি বাসায় একটু দেরী বিকেলে

ঊঠানভরা মানুষেরি ঢল

বাপটি এবার করলো বুঝি ছল।



রংগীন কাপড় পরতো যে লোক ভারী

আজকে দেখি সাদায় ছড়াছড়ি।



সাদায় সাদায় ছড়াছড়ি সাদা চোখের জল

বাপটি আমার শেষ বিকেলে করলো একি ছল।



যে নিজেকে করতো দাবী মাথার উপর ছাতা

আজ বুঝেছি ছাতা নয় সে নীল আকাশের পাতা।



বাস্তবতা বড়ই নিঠুর করলো আমায় সাইজ।

দু:খের ভেতর বড় পাওয়া বিশালি সারপ্রাইজ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

এম এ কাশেম বলেছেন: সব কবিতা গুলো সুন্দর হয়েছে..............

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

ফেসবুকারবার্গ বলেছেন: থ্যাংকস ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.