![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি না হয় ইরেজার হলাম
সমাজ নামক রংগিন পাতার
যেখানে মরীচিকার মত কালো অংশ আকড়ে ধরেছে
সেই অংশটুকু মুছবো আমি সযতনে।
না দিন না রাত, না আনন্দ না বিশ্রাম
ছোট্র ছেলেটি যে লেখার চেয়ে মুছতে ভালোবাসে
আমি সেই ইরেজার হতে চাই
সযতনে মুছবে মনের আনন্দে যা খুশি তাই।
আমি ইরেজার হব ছোপ ছোপ দাগ মোছার জন্য
যে দাগগুলো একদিনে শুরু হয়নি
জীবনের পরিক্রমায় পরেছে প্রত্যেক পৃষ্ঠায়
সেই দাগগুলো মুছবো আমি সযতনে।
রংগিন পৃষ্ঠায় বিস্তার করে আছে যা নিরবে।
সচেতনতার উর্দ্ধে গিয়ে সবাইকে ধরিয়ে দেব সেই অংশটুকু।
আর্সেনিকের মত কুড়ে কুড়ে খাচ্ছে যা কয়েকদিনে বোধগম্য নয়
যখন শরীরে বাসা বাধে তখনই বুঝি আমি ধাবিত হচ্ছি মৃত্যুগামী।
©somewhere in net ltd.