নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকারবার্গ

আমার জন্ম প্রতিযোগীতার যুগে । নইলে আমিও রবি ঠাকুর, নজরুল, মিল্টন, সেক্সপিওর হতে পারতাম। :-ড

ফেসবুকারবার্গ › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদান্তে- ফেসবুকারবার্গ

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

রিয়েল লাইফের নাম ধরে কেউ আমাকে ডাকলো,

পিছনে তাকালাম, পরে মনে হল শব্দ টি সামনে থেকে আসছে

বাস্তবিক তাইই , এক বয়স্ক মুরগী ওয়ালা আরেক মুরগীওয়ালার

নাম ধরে ডাকছে।



আমি আশ্চর্য্য হইনি!



অতীতের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আজ আমাকে মুরগীওয়ালা

হতে রক্ষা করছে।



বাবা , তোমাকে ধন্যবাদ।



তোমার কারণেই আমি আজ ঝাল মুড়িওয়ালা হইনি,

যেখানে কেউ এসে বলবে, মামা ৫ টাকার মুড়ি দাও

ময়মশলা আর ছোলা বাড়াইয়া দিয়ে।



তোমার কারণেই আমি আজ লেডিস বাসের কন্ট্রাকটর হইনি,

যেখানে মেয়েরা তাচ্ছ্যিলের দৃষ্টিতে তাকিয়ে বলবে

ইশ্! হ্যান্ডসাম ছেলেটা বাসের কন্ট্রাকট্রর।



আমি হইনি কোন রিক্সাওয়ালা, যেখাণে অদ্ভূত মানুষের

অদ্ভূত বায়না শুনতে হবে। বলবে, এই রিক্সাওয়ালা যাবে

যাত্রাবাড়ী টু গাবতলী মাত্র ৬০ টাকা।



আমি টোকাই হয়নি, যেখানে সারাদিন পরিশ্রম করে

দু বেলার টাকা মিলাতে কষ্ট হবে।



আমি হইনি কোন বাদাম বিক্রেতা, যেখানে কপোত-কপোতীর

ধারে গিয়ে বলতে হবে, এই লইবেন নি চিনা বাদাম।



সর্বপরি, আমি হইনি কোন ভিক্ষুক, যেখানে দ্বারে দ্বারে

ঘুরবো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। পাবো কি পাবোন তার অনিশ্চয়তায়



প্রথমত, উপরওয়ালার কৃতিত্ব যে কিনা আমার ভাগ্যকে

নির্ধারণ করে দিয়েছে সুন্দর ভাবে বেচে থাকতে।

তারপর আমার বাবা যে কিনা সঠিক সময়ে

সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেনি।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.