নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকারবার্গ

আমার জন্ম প্রতিযোগীতার যুগে । নইলে আমিও রবি ঠাকুর, নজরুল, মিল্টন, সেক্সপিওর হতে পারতাম। :-ড

ফেসবুকারবার্গ › বিস্তারিত পোস্টঃ

পতিতা কাহানী

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৫

তোমরা যারা ভাবছো আমি লজ্জাহীনা নারী

পেট বাচাতে লজ্জা বেচি, চড়তে নহে গাড়ী

মা যেখান অসুস্থ, আর বাবা তারার ভীড়ে

দুমুঠো ভাত কষ্টসাধ্য, থাকবো কি আর পড়ে



কর্ম যেথায় সোনার হরিণ, মর্ম শরীর বুঝি

খাদ্যটাকে বড় প্রধান, ধর্ম বর্ম বুঝি।

তোমরা যারা কর্মদাতা, চাচ্ছো শরীরখানা

এই জগতে , গরীবলোকের লজ্জা থাকতে মানা।



রাত্রি যখন গভীর বড়, পাখিরা ফিরে নীড়ে,

আমি তখন অন্ন খুজি , পথের প্রাচির ধরে।



অন্ন জোটে না পেটে, তার আবার কিসের লজ্জা

পেটটি চালাই শরীর বেচে অস্থি, মাংশ মজ্জা।



আমি পতিতা, আমি নারী

আমি সমাজের অংশ , সমাজ মুখোশধারী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২১

নাসীমুল বারী বলেছেন: 'সমাজ মুখোশধারী'- তাদের নিয়ে কেউ কথা তোলে না, যারা পতিতা নামে পরনারীর দেহ ভোগ করে। পতিতাদের লাইসেন্স লাগে, তাদের ভোগকারীদের লাইসেন্স লাগবে না কেন? 'পতিতা' মানেই ওরা বহু পুরুষের নিচ পতিত হয়। তাহলে সেই পুরুষরা কী? 'উচড়া' অর্থাৎ বহু নারীর উপরে চড়ে তারা। আমরা ঘৃণা করতে শিখি 'উচড়া'দের, যেমনটি ঘৃণা করি 'পতিতা'দের।

২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২

ফেসবুকারবার্গ বলেছেন: আমরা ঘৃণা করতে শিখি 'উচড়া'দের, যেমনটি ঘৃণা করি 'পতিতা'দের। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.