![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাহাড় কেটে গড়ে উঠা ছোট্ট ছোট্ট বাড়ি
তারি পাশে ছুটে চলছে আমার পাগলা গাড়ি
চারিপাশে সারি সারি গাছের সমাহার
মন ছুটে যায় দূর দিপান্তে
মিটে যায় আহার্।
যান্ত্রিকতার শহর ছেড়ে লালমাটিরই দেশে
চলছে ছুটে গাড়ি আমার পাগলা ঘোড়ার বেশে
সারি সারি সুপাড়ি আর ক্রিশ্নচূড়া সাজনা
কানে বাজছে শো শো শন্দে সমুদ্রেরই বাজনা
দেখতে পেতে থাকতে যদি সংগে আমার কেউ
পায়ের কাছে আছরে পরা সমুদ্রেরই ঢেঊ।
হই হুল্লোর ঝাপাঝাপি মিষ্টি কলতান
ছোট্ট ভ্রমণ মন কেরেছে , কেরেছে যে প্রাণ।
দিনটি শেষে যখন দেখি সূর্যি নামে পাটে
মনটা আমার ডুব কেটে যায় পদ্মানদীর তটে।
এরই মাঝে পাচ্ছি খুজে আমার ছেলেবেলা।
সারাটি দিন পাড় করেছি খেলছি কতক খেলা।
এমন সুন্দর ছোট্ট ভ্রমণ দেখতে যদি চাও।
বাংলাদেশের অপরূপা কক্সবাজারে যাও।
©somewhere in net ltd.