নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকারবার্গ

আমার জন্ম প্রতিযোগীতার যুগে । নইলে আমিও রবি ঠাকুর, নজরুল, মিল্টন, সেক্সপিওর হতে পারতাম। :-ড

ফেসবুকারবার্গ › বিস্তারিত পোস্টঃ

কবিতা- আমি সেই ছেলেটি

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৫

আমি সেই ছেলেটি!!



প্রাত:সকালে বের হয়ে

তপ্ত পাথরশক্ত জমিনের বুকে

দেহের ঘাম ঝড়িয়ে অন্ন বের করি

তোমাদের জন্যে।



আমি সেই ছেলেটি!!



কখনো বাবা হয়ে দুর্বার সংসার চিন্তায়

সিক্ত থাকে মন, যে চিন্তা শুধু নিজে বয়ে বেড়াই।

যার চিন্তার ভাগীদার শুধু আমার মন

ঘোর অমাবস্যায় যেখানে আমার মন বিষন্ন

সেখানে তোমরা দেখেছো রোদ্রজ্জ্বল হাসি।



আমি সেই ছেলেট!!



যে ভাই হয়ে, সর্বদা ছায়ার মত

আগলে রেখেছি যেন সমাজের কাক পক্ষী থেকে

মুক্তি পাক তার স্নেহাতুর বোনটি।

যে সন্তান হয়ে, মায়ের অশ্রুর ভাগীদার হচ্ছি

দিন কি দিন বা জোতস্নাস্নাত রাতে।



আমি সেই ছেলেটি!!



যে কিনা আগলে রেখেছি অতীত , বর্তমান , ভবিষ্যতকে

কখনো বাবা, কখনো স্বামী হয়ে।



আমি সেই ছেলেটি !!



যার ভূয়সী প্রসংসায় কখনো টেনে নাও দেবতূল্য ভেবে

কখনো ভাবো আশ্রয়দাতা তার কৃত কর্মে,

আমি সেই ছেলেটি , কখনো বাবা,

কখনো ভাই, কখনো পতি হিসেবে প্রসংসার দাবীদার



আমি সেই ছেলেটি!!



কখনো বাবা হিসেবে শতকষ্ট ভূলে ,শত অন্যায় ভূলে

তোমার চোখের জল মুছে দিতে পারি

কখনোবা স্বামী হয়ে, ভাসিয়ে দেই সুখের সাগরে।

কখনো ভাই হয়ে ফুটিয়ে তুলি অকৃত্রিম হাসি।

আমি সেই ছেলে কখনো বাবা, কখনো স্বামী কখনো

ভাই হয়ে তোমায় ভালবাসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.