নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকারবার্গ

আমার জন্ম প্রতিযোগীতার যুগে । নইলে আমিও রবি ঠাকুর, নজরুল, মিল্টন, সেক্সপিওর হতে পারতাম। :-ড

ফেসবুকারবার্গ › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা

০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৪

2 টি ঘটনা:

নাম্বার ১: আমার বাসা থেকে অফিস কাছে হওয়ার সুবাদে হেটেই অফিসে যেতে পারি।

একদিন ফরমাল ড্রেসে হেটে যাচ্ছি, হঠাত পিছন থেকে এক ৫০ উর্ধ ভদ্রলোক আমার পায়ের সাথে তার সাইকেলের চাকা লাগিয়ে দিল।

লোকটি সাথে সাথে আমার কাছে সরি বলে নিল।

তাড়াতাড়ি যেতে হবে বিধায় আমি তার সরির রিপ্লে দিতে পারিনি।
...
কিছুদুর যেতেই ভদ্রলোক আমার পথ আটকালেন। বললেন-বাবা , তুমি মনে হয় অনেক কষ্ট পাইছো। আমি ব্যালেন্স রাখতে পারি নাই। তুমি আমারে ক্ষমা করে দাও বলে সে আমার হাত ধরে ফেললো।

আমি লজ্জিত হয়ে , আঙ্কেলকে বললাম , আপনি ক্ষমা চেয়ে আমাকে আরো বেশি কষ্ট দিলেন।

আমার জবাব শুনে ভদ্রলোক যে হাসি দিলেন , তা ভুলার নয়।

নাম্বার ২: আমার মায়ের সাথে ১ বার ১ টি বিষয় নিয়ে খুব মনোমালিন্য হলো, মাকে আমি একটা কষ্টদায়ক কথা বলে ফেললাম। আমি আমার ভুল বুঝতে পেরে মায়ের পা ধরে ঘণ্টাখানেক কেদেছিলাম।

আরেকদিন, আরেক বিষয়ে মা একটি অযোক্তিক কথা বলে ফেলছিল। মা তার ভুল বুঝতে পেরে আমার কাছে এসে বললো বাবা, তুই আমাকে মাফ করে দে।

আমার চোখে পানি এসে গেলো আর মাকে ধরে বললাম এই কথা শোনার আগে আমার ম্রিত্রু হলেও ভালো হতো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.