![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তের নেশা খুব খারাপ জিনিস, রক্তের পাপ ছাড়ে না কাউকে, এমনকি অনাগত শিশুর রক্তের হিসাবও দিতে হয় এক সময়। গালাগাল,থ্রেট বা রিদ্দা করতে চাইলে এখানে যোগাযোগ করতে পারেন: [email protected]
যখন আমার যৌবন ছিলো তখন এখানে একটা নদী ছিলো
চারিদিকের সবুজের চুম্বনে নীল আকাশ ভালোবাসা ঝরাতো।
বাবা গোলা ভরা ধান দিয়ে আমাদের ৭ ভাই বোনকে আগলে রাখতো
প্রতিঈদে পায়েষের হাড়িতে প্রথম চুমুক
কানে ধরে ঝুঠা করবো না বলে সেই শাসন হাসি মুখ
বছর ঘুরে বছর যায় নদী হারিয়ে মরুভূমি চারিদিক
নীল আকাশে বৃষ্টি হয় না
প্রকৃতির আচলে সবুজ উঠে না
ক্ষুধায় অনাহারে একে একে আমার ভাই বোন মা হারিয়ে যায়
বাবা এখনো বেচে আছে
বুকের পাজড়ে গোনা যায় খোদার কাছে অভিযোগের সংখ্যা
পায়েষের পাতিল ১০ টাকা দিয়ে কামার গলিয়েছে লাল আগুনে
সেই লাল আগুন আজ আর বুকে জ্বলে না,
জ্বলে পেটে চোখে মাথায়
এভাবেই চলছে এক নীরব আগ্নেয়গীরি
লাভা বেরুবে ধ্বংসলীলা চারিদিক
তবু ফিরে আসবে না সেদিন
হাসবে না মাঠ ভরা ধানেরা...........
২৬-০২-২০১৩
উদাসী স্বপ্ন
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
উদাসী স্বপ্ন বলেছেন: কোথায়?
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
ভুল উচ্ছাস বলেছেন: ক্যারি অন। ভালো লিখেছেন। হ্যাপি ব্লগিং।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
উদাসী স্বপ্ন বলেছেন: হ্যাপী কে?
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১
রেজোওয়ানা বলেছেন: লেখক বলেছেন: হ্যাপী কে? "........
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২
উদাসী স্বপ্ন বলেছেন: আপনের ডাক নাম তো জানতাম না!
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
দূর্জয় হাফিজ বলেছেন: ডাকবেনা পাখীরা কিচির মিচির শীষ দিয়ে।এই ভাবেই শেষ হবে আমাদের প্রকৃতি >>>>>>>>>>>>>>
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
উদাসী স্বপ্ন বলেছেন: আর পাখি! জনসংখ্যা যেমন বাড়তেছে.... কয়দিন পর মানুষের ঘাড়ে চইড়া রাস্তা পার হতে হবে
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
দূর্জয় হাফিজ বলেছেন: ডাকবেনা পাখীরা কিচির মিচির শীষ দিয়ে।এই ভাবেই শেষ হবে আমাদের প্রকৃতি >>>>>>>>>>>>>>
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
হাসান মাহবুব বলেছেন: খুবই সুন্দর হৈসে কবি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: কবি কৈ পাইলেন?
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক সুন্দর।
+++++++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: দুর্ভিক্ষ কখনো সুন্দর নয়।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
একজনা বলেছেন: ভালো লাগা রইল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: পকেটে?
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
সুপান্থ সুরাহী বলেছেন:
+++ লইন মেলাদিন পর আপনার পোস্ট পড়লাম
ভাল লাগসে...
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
উদাসী স্বপ্ন বলেছেন: মিস্টি কি বেশী দিছি এই পোস্টে?
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর, কবি!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
উদাসী স্বপ্ন বলেছেন: ইন্জ্ঞিনিয়ারিং ফিজিক্স রাইখা কবি!
গ্লাসের জলে ডুব দিয়া ডাইরেক্ট সুইসাইড করুম নাকি বুঝতেছি না
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
একজনা বলেছেন: হুম! নিশ্চিন্তে পকেটে রাখেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
উদাসী স্বপ্ন বলেছেন: আমার পকেট নাই
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
ভুল উচ্ছাস বলেছেন: রেজো বু, হামা ভাই এবং দুর্জয় ভাই উনি সম্ভবত প্রশংসা এলারজিতে ভুগছেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
উদাসী স্বপ্ন বলেছেন: এলার্জী না বিছানায় ছাড়পোকা।
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭
নির্জনা০০৭ বলেছেন: ভালো লাগলো
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
উদাসী স্বপ্ন বলেছেন: না, ব্যাথা লাগছে!
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথম কথা হল কবিতা পইড়া ভালা পাইসি। ++++++
দ্বিতীয় কথা মন্তব্যের জবাব পইড়া মজা পাইসি!
আশা করতেসি এক কবিতা থেইকা এই নানামুখী ভালো লাগার মন্তব্যের মজার কোন উত্তর পাব!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: খালি ভালাই পাইলেন, বাসা পাইলেন না?
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
মুনসী১৬১২ বলেছেন: +++++++++++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: প্লাসের গোডাউন খুলছেন নাকি?
১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
কালীদাস বলেছেন: মাঝখানে কই ডুব মারছিলেন? মেলাদিন দেখি নাই!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
উদাসী স্বপ্ন বলেছেন: রুই কাতলা না যে খালি ঘুর ঘুর করুম, আমি হইলাম গভীর জলের ট্যাংড়া মাছ, ডুব দেই এমুন ভাবে নাজানি ব হুত বড় একখান কেউকেটা!
১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
সিদ্ধার্থ. বলেছেন: কবিতার মানে বুঝি নাই ।
যাই হোক ,আপনার বিজ্ঞান নিয়ে লেখা গুলো খুবই সুপঠিত ।"Alcubierre drive" নিয়ে কোনো লেখা লিখলে ভালো হয় ।জিনিস টা নিয়ে আমার আগ্রহ আছে ।কিন্তু আপনার মতো এত সুন্দর করে লিখতে পারি না ।
০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:১৮
উদাসী স্বপ্ন বলেছেন: আমি এটা নিয়ে এজন্য লিখিনি যে হিগসের ইন্টারেকশন কিভাবে হয় সেটা জানাটা খুব জরুরী। নেগেটিভ ম্যাসের ব্যাপারটার সাথে পুরোপুরি ব্লাক হোল জড়িত কিন্তু এটা তখনই সম্ভব যদি না ৪ টা বল একীভূত করন প্রমান করা যায়। কিন্তু ইদানিং ডার্ক ম্যাটারের ব্যাপারে বিজ্ঞানীরা নতুন কনিকার প্রয়োজনীয়তা অর্থাৎ সুপার সিমেট্রি পার্টিক্যাল গুলোর অস্তিত্ব নিয়ে একটু কম আশাবাদী।
এখন এই বিষয়ে নিয়ে ডিটেইলে লেখার সময় আসেনি। যদিও এলএইচসি আগামী দু বছর বড় কোনো কলিশনে যাবে না টেকনিক্যাল আপগ্রেডেশনের জন্য। তবে এখন যে ডাটা গুলো হাতে আছে সেগুলো সিন্থেসাইজেশন খুবই জরুরী এবং এগুলো থেকেই বোঝা যাবে পার্টিক্যাল ফিজিক্স কোন পথে এগোচ্ছে। তবে আলোর চেয়ে দ্রুতগতি নিয়ে লেখার একটা ইচ্ছা আছে যদিও সেরকম স্হির মন নিয়ে বসার সুযোগ পাচ্ছি না
১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনার প্রশংসা আর কর্লাম না। শুধু কষ্ট করে একটা পছন্দের কবিতা দিয়ে গেলাম। আশা করি ভাল লাগবে। আপনার পোস্টের টপিকের লগে মিল আছে
ক্ষুধা
-রফিক আজাদ
বাবা হালচাষ করতো
মা কাঁথা সেলাই করতো
ছেলে খেলা করতো, মাছ ধরতো,
স্কুলে যেতো, পড়তো, খেলা করতো
বাবা হালচাষ করতো
মা নকশী কাথায় বুনন তুলতো
মেয়ে খেলতো, নেচে বেড়াতো, পরতো
ফাঁকে ফাঁকে মায়ের সুঁইয়ে সুতো পরাতো।
বাবার বর্গা জমি চলে গেল
মার হাতের সেলাই থেমে গেল
ছেলের খেলা থেমে গেল
পড়া থেমে গেল, হাসি থেমে
গেল, চোখ নিভে গেল
বাবার হাল গেল, গোরু গেল,
মার চুলা নিভে গেল
মেয়ের পা স্থির হয়ে গেল,
বেণী খুলে গেল, চুল রুক্ষ হলো...
বাবাঃ ক্ষুধা
মাঃ ক্ষুধা
ছেলেঃ ক্ষুধা
মেয়েঃ ক্ষুধা
০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:১৮
উদাসী স্বপ্ন বলেছেন: হবে না, রফিক কাকা আমার কবিতার ভাব চুরি করছে! মামলা করুম ৪২০ ধারায়!
১৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:২৮
ফারিয়া বলেছেন:
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩২
উদাসী স্বপ্ন বলেছেন: হোয়াট ইজ দ্যা কাহিনী, ডুড?
২০| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪১
রোকেয়া ইসলাম বলেছেন: অনেক ভালো লাগলো।
শুভ কামনা রইলো।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩২
উদাসী স্বপ্ন বলেছেন: তা কামনা টা কোথায় রইলো? ঠিকানা দেন, ফ্রিতে যখন দিলেন, নিয়া আসি।
২১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাবা এখনো বেচে আছে
বুকের পাজড়ে গোনা যায় খোদার কাছে অভিযোগের সংখ্যা
পায়েষের পাতিল ১০ টাকা দিয়ে কামার গলিয়েছে লাল আগুনে
সেই লাল আগুন আজ আর বুকে জ্বলে না,
জ্বলে পেটে চোখে মাথায়
+ এখন ভাল লেখলে যদি কবি কই তাও দোষ?
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: মিয়া, আবজাব লেখা ঝোকারে যদি কবিতা কন তাইলে তো নিখিল বাংলা কবি সমিতির কবিজনেরা তো ফৌজদারী ধারায় মানহানী বান মারবো।
২২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:১৮
রাকু হাসান বলেছেন: খুব ভালো কবিতা লিখেন আপনি । শেষ দুই স্তবকে মুগ্ধতা ।
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৬
উদাসী স্বপ্ন বলেছেন: এত পুরান পোস্ট কেমনে খুইজ্জা পাইলেন? টাস্কি খাইলাম
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
লেজ কাটা শেয়াল বলেছেন: এগিয়ে যান