নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা পাতা

নিস্তব্ধতার নিনাদ

আমি একজন অসাধারণ খেটে না খাওয়া মানুষ

নিস্তব্ধতার নিনাদ › বিস্তারিত পোস্টঃ

হৃদপিন্ডের কহন

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩১

(প্রথম লিখা)
তব ঘৃণা নিজের প্রতি, বার বার ফিরে যাই তোমার চরণে
সামান্যটুকু ক্ষমার আশায় বারে বারে ক্রন্দন করিয়া তোমার কাছে ভালবাসার ভিক্ষা করি
অশ্রুসিক্ত নয়নে তোমার কাছে হাত মেলে ধরেছিলাম সামান্যটুকু হাসির জন্য
বিনিময়ে তুমি আমার চরিত্রে অবজ্ঞা করিয়া ফিরাইয়া দিয়াছো হাত দুটো
তাহলে কি উজাড় করিয়া ভালবাসা মোড় অপরাধ?
এই অপরাধের শাস্তি স্বরূপ তুমি মোর চরিত্রের অবজ্ঞা করিলে??
শোন মহীয়সী, জগৎ সংসারে একটি মেয়ে কেই এই হৃদয় কুটিরে জায়গা দিয়াছি তাহা কেবল তুমি
তোমার ঘরে জল না খাইয়া একদিন অন্য কাহার ঘরে জল খাইয়াছি বলিয়া তাহাকে তোমার জায়গায় বসাইছি এ তুমি কেমনে ভাবিলে??
তুমি সদা আমার অপরাধ গুলোই দেখিলে
কখনোই নিজের অপরাধ গুলো দেখিলে না
তবু বারে বারে ফিরে আসি সামান্যটুকু ভালবাসার অঙ্গীকারে
ভেবেছিলাম আমার যায়গা হবে তোমার অন্তরে
কিন্তু তুমি মোরে যায়গা দিলে তোমার পদতলে
তুমি বলেছিলে নিকোটিন ছাড়িতে
আমি ছেড়েছি
তুমি বলেছিলে গঞ্জিকা ছাড়িতে
আমি ছেড়েছি
আর আজ তুমি বলছো তোমায় ছেড়ে দিতে?
আমার সর্বশ উজাড় করিয়া যাকে ভালবাসিয়াছি তাকে কীভাবে ছেড়ে দেব??
তোমার নেশা ছাড়িয়া দিয় নিকোটিন আর গঞ্জিকাই আমার শেষ আশ্রয় হইবে তবে?
না, আমার কয়েক হাজার গ্রামের ওই হৃদপিন্ড তা মেনে নেবে না
অচিরেই হয়ত বন্ধ হইয়া যাবে ধুপ ধুপ করিতে থাকা হৃদপিন্ড
সত্য ভালোবাসিয়াছি, মাঝ পথে অন্যমনস্ক হইয়া কষ্ট দিয়াছি তোমায়
তাহার শাস্তি হিসেবে পদতলে রাখিয়াছ তাহাই কি শেষ নয়?
হৃদপিন্ডের চলাচল বন্ধ করিয়া,তোমার প্রস্থান কি জরুরী?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.