![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাঁটি হাঁটি পা পা করে এখন তিনে পড়েছে ও। সবসময় তার সাজুগুজু করার শখ। দু'বছর বয়স থেকেই তার শাড়ী পরার অদম্য শখ। সমস্ত দিন সে বিনা সমস্যায় শাড়ী পরে কাটিয়ে দেয়। আর আমাকে বলে মা বাবাকে বলোতো আমার জন্য পালকি বানাতে। আমি জিগ্যেস করি, কি হবে পালকি দিয়ে? আমি শ্বশুর বাড়ী যাবো। আমাদের নেবে না? হ্যাঁ, তোমরা বাসে করে যাবে। মায়ের গালে হাত না দিয়ে একরাতও ঘুমুতে পারে না। তাই মাকেও তার সাথে নিয়ে যাবে। ভাবি, বড় হলে যখন এসব কথা শুনবে সে, কত লজ্জা পাবে!
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
রাত্রী বলেছেন: হবাই নাইগপে। জন্ম দেছি না!
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০১
রুবেল শাহ বলেছেন: হক মাওলা...................
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১
রাত্রী বলেছেন: নেতাজী...........।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৫
ইমির বলেছেন: আপনার মেয়ে অনেক কিউট
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১
রাত্রী বলেছেন: ধন্যবাদ, দোয়া করবেন।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১০
ত্রিভুজ বলেছেন: অনেক কিউট.... পিচ্চিটার জন্য অনেক অনেক শুভকামনা রইলো...
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
রাত্রী বলেছেন: দোয়া করবেন।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৯
ইমির বলেছেন: মেয়েকে সামলাইয়া রাখবেন।এই বয়সে শ্বশুর বাড়ি জ়েতে চায়।লক্ষণ ভাল না।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
রাত্রী বলেছেন: সমস্যা নাই, মা সাথে আছি না? দোয়া কইরেন শুধু।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৭
ফালতু মিয়া বলেছেন: আপনার মেয়ে যেন ইঁচড়ে পাকা না হয়ে যায় সেই কামনা করি। আল্লাহ তাকে মানুষ করুন। আমিন!!
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
রাত্রী বলেছেন: আমিন।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: আপনার মেয়ে অনেক কিউট পিচ্চিটার জন্য অনেক অনেক শুভকামনা রইলো...
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
রাত্রী বলেছেন: দোয়া করেন যেন সত্যিকারের মানুষ হয়।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৫
রুধীণ বলেছেন: মেয়ে আমার পছন্দ হইছে মাশাল্লাহ! বুকিং দিয়া রাখলাম। একটু দেইখা রাইখেন মামনিটাকে।
Click This Link দুইটা গালফ্রেন্ড আছে , তয় আজকাল এইগুলা কোন ব্যাপারস না। কি কন?
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
রাত্রী বলেছেন: দেখতাচি, লাইনে খাড়ান। মাগার পুলারে তো দেকবার পাইলাম না। লিন্কের পেজ ওপেন হইতাছে না।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
মানচুমাহারা বলেছেন: এই ব্লগের লেখাটাও যত্ন করে রেখে দেন। বড় হলে দেখাবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
রাত্রী বলেছেন: ধন্যবাদ, রেখে দেব।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
মইন বলেছেন: এইখানে তো বুকিং দেওয়া হইয়া গেছে।
অনুষ্ঠানে আরে দাওয়াত দিয়েন কিন্তু।
সত্যিই কিউট।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
রাত্রী বলেছেন: ধন্যবাদ। নিশ্চয়ই দাওয়াত দেব। ছবির অন্য বাবুটা কে?
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
পারভেজ বলেছেন: পিচ্চির জন্য শুভকামনা।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
রাত্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
বিডি আইডল বলেছেন: খুবই কিউট...শেষের ছবিটা কোথাকার?
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
রাত্রী বলেছেন: দোয়া করবেন। পদ্মার তীরে।
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
আমি সাবের বলেছেন:
পিচ্চির জন্য শুভকামনা ...................
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
রাত্রী বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
রুধীণ বলেছেন: উপরের ছবির পোলাডা আমার পোলাগো আফা।
Click This Link
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৮
রাত্রী বলেছেন: আপনার পুলারে দেকলাম।বহুত সুন্দর পুলা।
আমার মেয়ের নাম পূণ্য। ভীষন দুষ্টু। ক'দিন আগে তার নানীকে বলছে , নানী গান বলো আমি মোবাইলে রেকর্ড করবো। নানী খুবই নিশ্চিন্ত মনে গান গাইলেন {অতটুকু মেয়ে কি রেকর্ড করতে জানে!] ।পূণ্য বলছে, নানী এবার শোনো তোমার গান। নানীর তো চোখ কপালে ওঠার যোগাড়। মোবাইল ইদানীং আলমারিতে তুলে রাখতে হয়। মাঝেমাঝে এস এম এস পাঠিয়ে দিয়ে বলবে মেসেজ পাঠালাম। তবে জুতার ব্যাপারে খুবই সচেতন। কখনো পা থেকে খুলে গেলে চিৎকার শুরু করে আমার জুতা আমার জুতা।
আপনার অনন্য অনন্য হয়ে উঠুক। সব মায়েদের শিশুরা ভালো থাকুক।
১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
প্রশাসন বলেছেন: ভাল মানুষের মত মানুষ হওয়ার কামনা রইল। আশা করি পিচ্চিটা বড় হলে ভাল লাগবে। ধন্যবাদ.........................তোমাকে নিয়ে জাতির প্রত্যাশা অনেক।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২১
রাত্রী বলেছেন: অনে.....ক ধন্যবাদ।
১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
পলাশমিঞা বলেছেন: আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।
Click This Link
আমার নয়নতারাদেরকে দেখবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২২
রাত্রী বলেছেন: অনে.....ক ধন্যবাদ।
১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৬
ময়না কাঁটা বলেছেন: ওলে ওলে কত্ত কিউট লে! পিচ্চিকে অনেক অনেক আদর+++++ (-:
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৫
রাত্রী বলেছেন: এ্যাত্তো এ্যাত্তো দন্যবাদ। দোয়া কলবেন।
১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৭
পারভীন রহমান বলেছেন: অনেক অনেক আদর পূণ্যে র জন্য
এ ত্তো কিউট মেয়ে টা..................মায়াবতী কন্যা !!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৮
রাত্রী বলেছেন: মায়াবতী কন্যা যেন পূণ্যবতীও হয় আর মানব কল্যানে আসতে পারে সেই দোয়া করবেন।
১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৪
বরুণা বলেছেন: কি তুন্দল মেয়েতা।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৬
রাত্রী বলেছেন: এ্যাত্তো এ্যাত্তো দন্যবাদ। দোয়া কলবেন।
২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৯
মদন বলেছেন: ওরে কত কিউট রে...
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৯
রাত্রী বলেছেন: ওরে ম্যালা ধন্যবাদরে।
২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫২
বিবেক সত্যি বলেছেন: হ্যাপী ম্যারেজ-ডে, পূণ্য
[এই পোষ্টটা সে নিশ্চয় ই বড় হয়ে দেখবে একদিন... সেদিনের জন্য বললাম]
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫১
রাত্রী বলেছেন: (পূণ্যের হয়ে) ধন্যবাদ।
২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০২
লিপিকার বলেছেন: ব্যাপক সুন্দরী আপনার কন্যা......সুবহানাল্লাহ্......
পুণ্যর জন্য দোয়া ও শুভকামনা......
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫২
রাত্রী বলেছেন: আলহামদুলিল্লাহ্।
২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৪
রাতমজুর বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৩
রাত্রী বলেছেন: ,
২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৮
রুখসানা তাজীন বলেছেন: আমার প্রিয় একটা পিচ্চি ফোন ধরে বলতো, হ্যালো কে? শ্বশুর বাড়ি? আরেকটা আড়াই বছরের পিচ্চি বলে, "আমি আমার ভান্দবীকে বিয়ে করব"।
পূণ্যকে লক্ষ কোটি আদর।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৬
রাত্রী বলেছেন: খুবই মজা লাগল। বাচ্চাদের এসবইতো আমাদের আনন্দের খোরাক। পূণ্যকে আপনার আদর পৌছে দিলাম। ও খুব খুশী।
২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৮
আবু সালেহ বলেছেন:
শুভ কামনায়...
প্রথম ছবিটা অনেক অনেক কিউট হইছে...
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৬
রাত্রী বলেছেন: থ্যাঙ্কস।
২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৪
মৈথুনানন্দ বলেছেন: মেয়েকে সামলিয়ে রাখো - চুরি করে নেবো কিন্তু!
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৭
রাত্রী বলেছেন: পাহারা আরও কড়া হল। স্নেহের পাহারা।
২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩১
একরামুল হক শামীম বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৭
রাত্রী বলেছেন:
২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৩
বিবর্তনবাদী বলেছেন: খুব সুন্দর
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৯
রাত্রী বলেছেন: ধন্যবাদ।
২৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৬
আজনবী বলেছেন: আপনার মেয়েটা খুব সুন্দর।
আমার মেয়ের বয়স ১ বছর ১ মাস, এখনই সাজুগুজুর ব্যপারে খুবই আগ্রহী। কান্না থামানোর উপায় হচ্ছে তাকে মিছেমিছি সাজিয়ে দেয়া, ব্যস তাতেই কান্না থেমে যায়। কাল তাকে একটা লাল রংএর হ্যান্ড ব্যাগ কিনে দিলাম, আমার কাছ থেকে টাকা নিয়ে নিজেই ব্যাগে রাখলো, সাড়াদিন ব্যাগ হাতে ঘুড়ে বেড়ায়।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৯
রাত্রী বলেছেন: আপনার বাচ্চার কোন ছবি নেই? কোন লিঙ্ক? খুব ইচ্ছে হচ্ছে দেখার।
৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৯
সুরভিছায়া বলেছেন: শুভেচ্ছা ওর জন্য।কাবুলিয়ালার মিনির কথা মনে করিয়ে দিলেন যেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০১
রাত্রী বলেছেন: চোখে জল চলে এল। মিনির হাত মেহেদী রাঙা, আজ মিনির বিয়ে, শানাই বাজছে...
আমার সোনা আমাকে ছেড়ে চলে যাবে ভাবতেও পারিনা
৩১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০
শওকত হোসেন মাসুম বলেছেন: একটা মেয়ে না থাকলে জীবনে কোনো মজা নাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০২
রাত্রী বলেছেন: মেয়েরা হল ঘরের সৌন্দর্য। কথাটা ভীষণ সত্যি।
৩২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪২
সাইফুর বলেছেন: কি কিউট...
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৪
রাত্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ওর জন্য প্রান ভরে দোআ করবেন।
৩৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮
মৈথুনানন্দ বলেছেন: অফটপিক : নিকের বানানটা ঠিক করে নেবেন কোনো সমস্যায় জানিয়ে
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫০
রাত্রী বলেছেন: 'রাত্রি' নামে বোধহয় নিক আছে সা ইনে।
৩৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৪
শফিকুল বলেছেন: দোয়া করি ভাই মেয়েটা সুখী হোক,সুস্থ থাকুক।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৪
রাত্রী বলেছেন: আমিন। আপনাকে আমার মেয়ের তরফ থেকে ধন্যবাদ।
৩৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩১
হাই ৫ হাসান বলেছেন: অনেক বড় মানুষ হোক আপনার মা'মণিটা, ঠিক যেনো উদার আকাশ বিশাল সমুদ্র !! অ-নে-ক শুভ কামনা !!!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৪
রাত্রী বলেছেন: অ-নে-ক ধন্যবাদ।
৩৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
অনেক অনেক শুভকামনা পূণ্যের জন্যে!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৫
রাত্রী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা, আপনার জন্য।
৩৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৮
সাইফুর বলেছেন: অবশ্যই অনেক দোয়া...
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩১
রাত্রী বলেছেন: খুব খুশী হলাম।
৩৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৯
মৈথুনানন্দ বলেছেন: খোঁজ নিয়ে দেখলাম যে রাত্রি নামে একটি নিক আছে তবে সেটি পরিত্যক্ত অর্থাত তা থেকে কোনো মন্তব্য ও লেখা আসেনি। কর্তৃপক্ষকে সেকথা বলে অনুরোধ করতে পারেন সেটি ডিলিট করে দিয়ে আপনার নিকের বানানটি ঠিক করে দিতে। আসলে বানানের প্রতি আমি একটু বেশিই সংবেদনশীল।
৩৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০০
এই আমি বলেছেন: অনেক দোয়া করলাম আপনার পিচ্চিটার জন্য.............মাশাল্লাহ অনেক কিউট ..আপনার পিচ্চি...........
৪০| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০১
মৈথুনানন্দ বলেছেন: ভালো কথা - প্রফায়লের পোজটা বেশি পছন্দ হয়েছে আপনার বাচ্চার। বড়ো ছবি দেখা যাবে?
৪১| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫২
শফিকুল বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৭
রাত্রী বলেছেন: কেকটা বড়ই মিঠা। ধন্যবাদ।
৪২| ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:১৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: সো কিউট। আদর থাকলো।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৩
রাত্রী বলেছেন: (পূণ্যর পক্ষ থেকে) ধন্যবাদ। দোয়া করবেন।
৪৩| ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৮
জামালiiuc বলেছেন: আপনার মেয়ে তো দেখি রান্না কাজ ও সারল।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫০
রাত্রী বলেছেন: আমার কন্যার ভারী প্রিয় কাজ এটা।
৪৪| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৬
আনোভা বলেছেন: ওর জন্য একটা পালকি বানিয়ে রাখুননা, বড় বেলায় ঠিক মনে করিয়ে দিবেন।
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৭
রাত্রী বলেছেন: আমিও ভাবছি সেটা।
৪৫| ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৫
মুহিব বলেছেন: কাবুলিওয়ালার খুকির কথা মনে পড়ল।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:০৩
রাত্রী বলেছেন: সেই খুকিও একদিন বড় হয়ে যায়...আমারটাও বড় হয়ে যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯
আন্ধার রাত বলেছেন:
যেমন মা তেমন কন্যা