নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

Walton Primo EF7 Hands On review

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯



বাজেট বান্ধব স্মার্টফোন মানেই ওয়ালটন। স্বল্প মূল্যে গাহকদের চাহিদা মাথায় রেখে ফিচার সম্পন্ন স্মার্টফোন বাজারজাত করনে এখন ওয়ালট অপ্রতিদ্বন্দী। আজকে আমি কথা বলবো ওয়ালটনের নতুন স্মার্টফোন Walton Primo EF7 নিয়ে। মাত্র ৪,৪৯৯ টাকার ডিভাইসটি আপনাকে অফার করছে আকর্ষণীয় সব ফিচার। Primo EF7 – এ রয়েছে 4.95” Full view Display, 2.5D Curved Glass, ১ জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরী, ৫ মেগাপিক্সেল রিয়্যার ২১০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি সহ আরো অনেক ফিচার। চলুন এক নজরে দেখে নেই Primo EF7 এর কনফিগারেশনের এক ঝলক:

** ডিসপ্লে: 4.95" Full View Display (2.5D Curved Glass)
** র‌্যাম: ১ জিবি
** রম: ৮ জিবি ( ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
** সি.পি.ইউ: ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
** জি.পি.ইউ: মালি ৪০০
** ক্যামেরা: রিয়্যার ৫ মেগাপিক্সেল, ফ্রন্ট ২ মেগাপিক্সেল
** ব্যাটারি: ২১০০ মিলি এ্যম্পিয়ার
** দাম: ৪,৪৯০ টাকা।

Primo EF7 এর ভালা লাগা ফিচার গুলো:
** রেডিও উইথ রেকর্ডিং ফিচার
** মাল্টি উইন্ডো
** ও টি জি

ডিসপ্লে এবং টাচ
Primo EF7 এ রয়েছে ৪.৯৫” Full View Display. Display-তে রয়েছে FWVGA টেকনোলিজি।ডিসপ্লের রেজুল্যুশন ৪৮০ x ৯৬০ পিক্সেল। এছাড়া ডিসপ্লে-তে 2.5D Curved Glass ইউজ করা হয়েছে।

র‌্যাম এবং রম
Primo EF7 এ রয়েছে ১ জিবি র‌্যাম। আরো রয়েছে ৮ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo EF7 এ রয়েছে ১.২ গিগাহার্টজ প্রোসেসর।পাশাপাশি আরো রয়েছে মালি ৪০০ জি.পি.উই।


আনবক্সিং
Primo EF7 এর সাথে আপনারা পাচ্ছেন
** একটি Standard Ear phone,
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন


আউটলুক
Primo EF7-এ রয়েছে ৪.৯৫” Full View Display. ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। নিচের দিকে রয়েছে ক্যাপাসিটিভ টাচ বাটন।

Primo EF7 এর উপরের দিকে রয়েছে মাইক্রো ইউ.এস.বি চার্জিং পোর্ট এবং অডিও পোর্ট। রিয়্যার প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় ফ্লাশ লাইটও কিন্তু রয়েছে।

ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে। ব্যাকপার্ট-টি অনেকটা কার্ভ রাখা। ফলে ডিভাইসটির হ্যান্ড খুব-্ই হ্যান্ডি। ব্যাকপার্ট-টি রিমুভেবল। সিম কার্ড এবং মাইক্রো এস.ডি পোর্ট গুলো এক সাথে পাশাপাশি রয়েছে ব্যাটারির উপর বরাবর। ব্যাটারি ব্যাকাপ রয়েছে ২১০০ মিলি এ্যম্পিয়ার।


ইউজার ইন্টারফেস
Primo EF7 এ স্টক এ্যন্ড্রয়েড ইউজার ইন্টারফেস ইউজ করা হয়েছে। ইউজার ইন্টারফেস-টি বেশ স্মুদ এবং ল্যাগ ফ্রি।

অপারেটিং সিস্টেম
Primo EF7 এ অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android Nougat 7.0 অপারেটিং সিস্টেম। এছাড়া OTA'র মাধ্যমে অনলাইনে বিভিন্ন আপডেট পাওয়া যাবে।


ক্যামেরা
এন্ট্রি লেভেলের এই ফোনে ছবি তোলার জন্য ব্যাকপার্টে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া সেলফি তোলার জন্য রয়েছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


বেঞ্চমার্ক স্কোর
Primo EF7 এর এ্যানটুটু স্কোর কিন্তু বেশ ভালো্।


দাম
Primo EF7 এর বাজার মূল্য রাখা হয়েছে ৪,৪৯৯ টাকা। আমার কাছে পার্সোনালী এই বাজেটে এর চেয়ে ভালো স্মার্টফোন চোখে পরেনা।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.