নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্ত প্রতীক্ষা

অগোছালো এই আমি

জি.এম. সাদমান

খালি খাই আর খাই।খাওয়ার পরে ঘুমাই।ঘুম থেকে উঠে আবার খাই।তারপর আবার ঘুমাই।এইভাবেই নিজের ওজনটাকে প্রায় শতকের কাছাকাছি নিয়ে গিয়েছি।এখন শতকে পৌঁছানোর চেষ্টায় আছি।

জি.এম. সাদমান › বিস্তারিত পোস্টঃ

আমাদের গল্প

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৩

প্রথমেই বলে নেই আমি বিবাহিত, সুতরাং বিয়ের পরেও পূর্বের প্রেম কাহিনী ব্যাক্তিগত জীবনে ঝামেলা বাধাইতে পারে। তাই এই ঘটনা নিয়ে যাতে করে চেগাচেগি না হয় তাই এইখানে শেয়ার করা। তখন সবেমাত্র বি এস সির শেষ পরীক্ষা দিয়েছি, মোটামুটি বেকার ই বলা যায়। তো একদিন দেখলাম পরিচিত এক ছোট বোন এর ফেসবুকের আই ডি সাজেশনে আইছে। বয়স মোটামুটি ২৩ এর মত হলেও তার প্রতি ক্যামন জানি আকর্ষণ অনুভব করলাম। এদিন সেদিক চিন্তা না করে রিকোয়েস্ট পাঠাইলাম। ছোট বোন নিরাশ করলনা, আমাকে সাদরে ফ্রেন্ড হিসেবে গ্রহণ করল। ওইদিন থেকেই আমার মনে ভেতরের আকুপাকু জনিত কারনে অনেকক্ষণ চ্যাট করলাম। তার ও ওইসময় অনেক ফাকা টাইম ছিল, তাই আমার বেকারত্বের টাইমে তার সাথে ক্রমাগত দিন রাত চ্যাট্টিং শুরু হল। কি খাইল, কি করতেছে, এইসব টিপিক্যাল কথা বার্তা আর কি। এরপর তাকে নিয়ে আমি ঘরতে যেতে চাই কিনা, এইটা সেইটা, ক্রিকেটের গল্প, এসব করতে করতে দুজন দুজনের প্রেমে পরে গেলাম। প্রেম হউয়ার গল্পটা আসলেই আহামরি এক্সসেপশনাল কিছুই না, ওই যেইভাবে হয় আর কি।

তারপরের গল্প টা একটু অন্যরকম হতে পারে, তাই বলা আর কি। আমি ঢাকা আর সে গোপালগঞ্জ এ থাকার কারনে আমাদের প্রথম দেখা হতে প্রায় ২ মাসের মত লেগে গেল, আমার এখন মনে আছে তার সেই পার্পল কালারের ফতুয়াতার কথা যেটা সেদিন সে পরে এসেছিল, অসম্ভব সুন্দর লাগছিল তারে। আমি প্রথম যখন তার হাত ধরলাম তখন ক্যামন জানি কলিজা ঠাণ্ডা হয়ে গেল। একটু রিকশায় করে ঘুরলাম আমরা, তারপর খেলাম আরও কত কি। এই আরও কত কির মধ্যে হালকা অশ্লীল জিনিসপাতিও ছিল। ওইবার আমি টানা ৩ দিন থাকলাম, দেখা করলাম। আমি যেহেতু বেকার, আশার সময় সে আমার হাতে ৭০০ টাকা গুজে দিল, আমি সেটা নিলাম ও, কারণ বেকারদের লজ্জা করতে নেই। বেকার অবস্থায় আমি আরও একবার দেখা করলাম তার সাথে এবং ওইবার আমি খাওয়ার টাকা মানেজ করতে না পএরে সিঙ্গারা দিয়েও লাঞ্চ করলাম। এসব কথা আজকে একটা কারনে মনে পরছে তাই বলা, কারণটা একটু পরেই বলব।

আমাদের প্রথম ভ্যালেন্টাইন ডে, পহেলা বৈশাখ, প্রথম খেলা দেখা স্টেডিয়ামে, প্রথম ঢাকার হাওয়া বাতাস খাওয়া দুজনে, বাইকে ঢাকার অলি গলি চষে বেরান আরও কত কি। এইভাবে খুব ভাল সময় কাটছিল আমাদের। বিষয়টাকে আমরা আমাদের পরিবারকেও জানাইলাম, কিন্তু দুই পরিবার ই প্রথমে রাজি হইতেছিল না কারণ আমার প্রেমিকা ওইসময় অনেক ছোট ছিল, সেটা আমার এবং তার দুই পরিবারের ই আপত্তি ছিল। অনেক চরাই উতরাই পার হয়ে আমরা এনগেজমেন্ট পর্যন্ত গেলাম, আমাদের এনগেজমেন্ট হল ২০১৬ এর মার্চ এ। আমাদের একটা বাজে স্বভাব ছিল, আমাদের কহব ঝগড়া লাগত, অন্তত প্রতি সপ্তাহে একবার। অনেকটা এরকম ছিল যে ঝগড়া না করলে ক্যামন জানি লাগত আমার। আমার মনে হয় তার ও একইরকম লাগত। যাইহোক আমাদের মধ্যে মরমান্তিকভাবে ২০১৮ সালে ব্রেকাপ হয়ে গেল, অনেকটা সময় দুজন দুজনের থেকে দুরে সরে গেলাম।

আজকে আমাদের আনিভারসারি, তাই এত কথা বলা। ছয় বছর আগের এরকম একটা দিনে আমরা দুইজন দুইজনকে সম্মতি দিয়েছিলাম। দুয়া করই সে যেন তার স্বামী সংসার নিয়ে ভাল থাকে। আসলে তার সেই স্বামীটা আমি নিজেই, তার সাথে আমার ব্রেকাপ হলেও আমাদের দুই পরিবারে সম্মতিতে আমরা বিয়ে করি এই বছরের জানুয়ারী তে। আমরা এখন প্রচুর ঝগড়া করি, ইভেন এখন তার সাথে আমার ঝগড়া চলে, কিন্তু সত্যি কথা অনেক ভাল আছি। মাজেহ মাজেহ মনে হয় সে পাশে থাকলে আমি নরকে যেতেও রাজি আছি, তার মত মানুষকে পাশে পাইলে আমার আর কিছু লাগে না। আমি তার সাথে সহস্র বছর ঝগড়া করতে চাই, আর অনেক ভালবাসতে চাই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৯:১১

গোধুলী বেলা বলেছেন: অনেক শুভেচ্ছা রইলো আর ভাবিকেও আমার শুভেচ্ছা জানাবেন।

২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: উনি গোপালগঞ্জের কাশিয়ানী থাকেন?? না ভাটিয়াপাড়া??

আপনাদের জন্য শুভ কামনা।

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:১৩

মা.হাসান বলেছেন: আপনাদের জীবন সুখের হোক, আনন্দময় হোক, ভালোবাসায় ভরা থাক।

৪| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি কি এখনও বেকার?

১৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৪

জি.এম. সাদমান বলেছেন: না ভাই, আমি আল্লাহর রহমতে আমি অনেকদিন ধরে সকার।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: বড় প্রেম শুধু কাছেই টানেনা ,অনেক সময় দূরেও ঠেলে দেয় ।
আমার ধারনা হল '' যদি স্বামী স্ত্রীর কোনও ঝগড়া না হয় তবে সেখানে প্রেম নেই ''
লড়াই এবং ভালবাসা একই সাথে হওয়া উচিত । লড়াইয়ের পরে আমরা খুঁজে পেতে পারি, এটি একটি গরম এবং মশলাদার ভালবাসা =p~ :-P

জয়তু ভালবাসা ।আপনার সুখী পারিবারিক জীবনের জন্য প্রার্থনা ,ভালবাসা, শ্রদ্ধা এবং ঝগড়া / যুদ্ধের সাথে ।
তবে মনে রাখবেন দিনের শেষে " ঝগড়া / লড়াই কেবল আরও ভালবাসার জন্যই "।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.