| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপিস হইতে আসিয়া প্রফুল্ল চিত্তে পেয়ারের ল্যাপুখানিতে ব্লগাইতেছিলাম। আচমকা বউ আসিয়া ল্যাপুখানা ছোঁ মারিয়া লইয়া ফেসবুকানো শুরু করিলো। একখানা গালি পাড়িতে গিয়াও জ্বালামুখীর ভয়ে গিলিয়া লইলাম। গালিখানা উদরে গিয়া বেশীক্ষণ থাকিতে না পরিয়া স্বশব্দে পশ্চাৎপদ দিয়া বাহির হইয়া গেলো। এই ভাবিয়া ক্ষান্ত হইলাম যে মুখে পারি নাই তো কি হইয়াছে অন্যদিকে হইলেও প্রতিবাদ করিয়াছি। হঠাৎ করিয়া বউ ইয়াহু করিয়া চিৎকার করিয়া উঠিলো। ভাবিলাম ডাক্তার মানুষ নিশ্চয় আমার বায়ু প্রবাহে কিছু আবিষ্কার করিয়া ফেলিয়াছে। কিয়ের মধ্যে কি! বউ কহিলো, সিংগাপুর হইতে তাহার বান্ধবী আসিতেছে। দীর্ঘ ১০ বৎসর পর তাহাদের সাক্ষাৎ হইবে। আমার বউ যখন সিংগাপুর পড়ালেখা করিতো তখন তাহারা বেস্ট ফ্রেন্ড ছিলো। এখন একজন ইংল্যান্ডে ডাক্তারী করে ও অপরজন সিংগাপুরে এইচ.এস.বি.সি ব্যংকের বড় কত্রী হইয়া গিয়াছে। কর্মসূত্রে ১৫ দিনের লাগি ইংল্যান্ডে আসিতেছে । ইহার মাঝে দুইদিন বের্ডফোর্ড আমাদের সহিত দিন গুজরান করিয়া যাইবে। ল্যাপিখানায় উকিঁ মারিয়া যাহা দেখিলাম তাহাতে আমার অন্তরখানায় হাজারো কোকিল ডাকিয়া উঠিলো। কি চিকণ টানা টানা চক্ষু তাহার, ছিপছিপে কোমর, আর ঢেউ তোলা চুলের বাহার দেখিয়া মনে হইলো, আহা এতো পরীর দেশের রাজকন্যা। হাঁ করা মুখখানি দেখিয়া বউ আমার কচকচাইয়া উঠিলো, "আহা মিনসের দেখি হাঁ দেখি বন্ধ হয়না। খবরদার যদি তাহার সহিত লুলামী করিবার চেষ্টা করো তাহা হইলে তিন ঠ্যাংগে হাটিঁবার পার্মানেন্ট বন্দোবস্ত করিয়া দিবো।" বালিকার ছবিখানা একেবারে মনে গাথিঁয়া গিয়াছে। শাসানী খাইয়াও তাই প্রেমিক থুক্কু লুল মন কি আর বাঁধা মানে? সারাক্ষণ তাই অন্তরে বাজিঁতে ছিলো, "কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা " দুষ্টু মন আমার!!!
অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আসিয়া পড়িলো। বউ আমার হাসপাতাল হইতে ছুটি লইয়া দুইদিন নানা প্রস্তুতি গ্রহণ করিলো। গুগল মামুরে সার্চাইয়া এবং তাহার মা'রে ফোনাইয়া বিভিন্ন রেসিপি সংগ্রহ করিয়া রন্ধন করিলো। অবশ্য আমিও কম প্রস্তুতি লই নাই। ইউনিসেক্স সেলুনে গিয়া সুন্দর করিয়া চুল কাটাইয়া আসিলাম, নতুন করিয়া কালো রঙে কেশ রাঙাগাইলাম, আয়নার সামনে প্র্যাকটিশ করিলাম কিভাবে চোস্ত কথা বলিয়া মোহিত করা যায়, দুই-চারখানা ইংরেজী জুক্স মুখস্ত করিলাম যাহাতে সময় ও সুযোগমত তাহা জায়গা বরাবর ফিট করিয়া দিতে পারি। আবার এই সমস্ত প্রস্তুতি আবার বউয়ের অগোচরে করিয়াছি। না হইলে প্রতিঘন্টার খবর প্রতি সেকেন্ডে হইতো।
লোরেটা মানে বালিকা গৃহে পদার্পন করিলো। মনে তখন হাজারো পায়রা বাকবাকুম করিতেছে। ভাবিয়া পাইতেছিলাম না কিভাবে কি শুরু করিবো। বউ আমাকে পরিচয় করাইয়া দিলো। সাথে সাথে স্বহাস্য হাত বাড়াইয়া দিলো। উহু হু হু মাখনের মতো নরম হাত। মনে হইলো অনন্তকাল ধরিয়া রাখি। কিন্তু ছাড়িতে হইলো। নইলে যে আবার লুল মনে করিবে যে।
( আগামী পর্বে সমাপ্য)
২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
বাংলার আগন্তুক বলেছেন: বুঝিতে পারিতেছিনা কি বলিবার চাইতেছেন।
২|
২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫২
জনদরদী বলেছেন:
:-<
:-&
২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
বাংলার আগন্তুক বলেছেন: "£$%^&*()_(*&^%$£
৩|
২০ শে জুন, ২০১২ রাত ৮:০২
হাসিন ঐশী বলেছেন:
২০ শে জুন, ২০১২ রাত ১০:০৫
বাংলার আগন্তুক বলেছেন: এমুন করিতেছেন কেনো?
৪|
২০ শে জুন, ২০১২ রাত ৮:০৮
এ্যাপেলটন বলেছেন: ......হো হো সুপার হইছে !!!!! অপেক্ষায় রইলাম ..
২০ শে জুন, ২০১২ রাত ১০:০৬
বাংলার আগন্তুক বলেছেন: ধইন্যা পাতা দিয়া ছোট করিবো না। সহসা দিবো বলিয়া আশা রাখি।
৫|
২০ শে জুন, ২০১২ রাত ৮:২৩
মহসিন৭১ বলেছেন: দীর্ঘদিন পর হাসলাম। মনে অনেক কষ্ট। তাই হাসি আসে না। আপনার লেখাটা এই সন্ধ্যাকালে পড়িয়া সামান্য একটু হাসি মুখের কোনো ভাসিয়া উঠেছিল। কিন্তু হঠাৎ শেষ করে ফেললেন যে তাই মনে কষ্ট পাইলাম। এই গল্পের শেষ না পড়তে পারলে নিজেকে বুড়িগঙ্গার পচা পানিতে ধুইয়া আসিতে হইবে। আবার কখন পোস্ট দেবেন জানি না। তয় আমার মেইলে দিতে ভুল করবেন না। ধন্য হোন অমন সুন্দরীর মুখ দেখিয়া। তবে এর চেয়ে বেশি কিছু করতে যাইয়া সুখের সংসার খানায় পদ্মার ভাঙ্গনের সৃষ্টি করিয়েন না। লন্ডনে বেড়ানোর ইচ্ছা আছে। তবে ২০১৪ সালের আগে পারবো না। ভাল থাকবেন।
২০ শে জুন, ২০১২ রাত ১০:০৯
বাংলার আগন্তুক বলেছেন: লন্ডন আসিলে অবশ্যই বেডফোর্ড বেড়াইয়া যাইবেন। মাত্র ঘন্টা দেড়েকের রাস্তা। আমিই বরং আপনারে লইয়া আসিবো। পরের পোস্ট মনে হয় কালিকেই দিবো, আজিকে আলস্য লাগিতেছে বলিয়া পুরা লিখিলাম না। হঠাৎ করিয়া শেষ করার ইহা অন্যতম কারণ।
৬|
২০ শে জুন, ২০১২ রাত ৮:২৪
মহসিন৭১ বলেছেন: [email protected]
২০ শে জুন, ২০১২ রাত ১০:০৯
বাংলার আগন্তুক বলেছেন: আশাকরি যথাসময়ে মেইল পাইবেন।
৭|
২০ শে জুন, ২০১২ রাত ৮:৩২
পঞ্চ’ম বলেছেন:
২০ শে জুন, ২০১২ রাত ১০:১০
বাংলার আগন্তুক বলেছেন: আমিও দিতে জানি
দুইভাবে দেখাইয়া দিলাম। খিক খিক খিক
৮|
২০ শে জুন, ২০১২ রাত ৮:৪৮
নীলঞ্জন বলেছেন: চমৎকার গল্প। পরের পর্বের অপেক্ষায় রহিলাম ভাই।++++++++
২০ শে জুন, ২০১২ রাত ১০:১১
বাংলার আগন্তুক বলেছেন: ওহে গল্প নহে। এ মোর জীবনের কথা। কালিকেই পরের পর্ব প্রসব করিতে পারিবো বলিয়া আশা রাখি।
৯|
২০ শে জুন, ২০১২ রাত ৮:৫৭
যাযাবর ০১ বলেছেন: :0 :0
২০ শে জুন, ২০১২ রাত ১০:১১
বাংলার আগন্তুক বলেছেন:
১০|
২০ শে জুন, ২০১২ রাত ৮:৫৭
যাযাবর ০১ বলেছেন: :0 :0
২০ শে জুন, ২০১২ রাত ১০:১২
বাংলার আগন্তুক বলেছেন:
১১|
২০ শে জুন, ২০১২ রাত ৯:১১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: একখানা গালি পাড়িতে গিয়াও জ্বালামুখীর ভয়ে গিলিয়া লইলাম। গালিখানা উদরে গিয়া বেশীক্ষণ থাকিতে না পরিয়া স্বশব্দে পশ্চাৎপদ দিয়া বাহির হইয়া গেলো। এই ভাবিয়া ক্ষান্ত হইলাম যে মুখে পারি নাই তো কি হইয়াছে অন্যদিকে হইলেও প্রতিবাদ করিয়াছি।
হাসতেই আছি
২০ শে জুন, ২০১২ রাত ১০:১৩
বাংলার আগন্তুক বলেছেন: কি পাষাণরে বাবা! পরের দূঃখের কথা শুনিয়া হাসে। খোদা এমন অবিচার সহিবেনা।
১২|
২০ শে জুন, ২০১২ রাত ৯:১৮
সপ্নভূক বলেছেন: একখানা গালি পাড়িতে গিয়াও জ্বালামুখীর ভয়ে গিলিয়া লইলাম। গালিখানা উদরে গিয়া বেশীক্ষণ থাকিতে না পরিয়া স্বশব্দে পশ্চাৎপদ দিয়া বাহির হইয়া গেলো। এই ভাবিয়া ক্ষান্ত হইলাম যে মুখে পারি নাই তো কি হইয়াছে অন্যদিকে হইলেও প্রতিবাদ করিয়াছি।
হাসতেই আছি
![]()
২০ শে জুন, ২০১২ রাত ১০:১৩
বাংলার আগন্তুক বলেছেন: পাষাণ! পাষাণ!! মাথায় ঠাডা পড়িবে।
১৩|
২০ শে জুন, ২০১২ রাত ১০:০০
কিং অফ মাইনকা চিপা বলেছেন: দারুনযযযযযযযযয
পিলাচ
২০ শে জুন, ২০১২ রাত ১০:১৪
বাংলার আগন্তুক বলেছেন: ধইন্যআআআআআআআআআআয
১৪|
২০ শে জুন, ২০১২ রাত ১০:৫৪
মনে নাই তো কি করার বলেছেন:
২১ শে জুন, ২০১২ রাত ৮:৩৬
বাংলার আগন্তুক বলেছেন: পরের দূঃখে হাসে যে, সে পাষাণ।
১৫|
২০ শে জুন, ২০১২ রাত ১১:০০
মনে নাই বলেছেন: ঘটনা কিছু ঘটিবে নিশ্চয়ই, অপেক্ষায় থাকিলাম।
বর্ননা অনেক সুন্দর হয়েছে, উনার ২/১ টা ছবি থাকলে পরবর্তী পর্বে আপলোড দিয়েন মনে কইরা।
২১ শে জুন, ২০১২ রাত ৮:৩৯
বাংলার আগন্তুক বলেছেন: ঘটনা তো অবশ্যই ঘটিয়াছে। ছবি তো আপলোড করিতে পারিবো না। কারণ তাহা হইলে পার্মিশান লাগিবে, তাহা গিন্নি হইতে লইতে গেলে সে জানিবে ব্লগে আমি এই ঘটনা লিখিয়াছি, তারপরে কি হইবে আমি কইতারিনা।
১৬|
২০ শে জুন, ২০১২ রাত ১১:১২
আহসান২২ বলেছেন: মাখনের মতো নরম হাত ধরিতে মনটা আনচান-আনচান করে
। পরের পর্বের জন্য আপনার নিক মুখস্থ করিলাম।
++++++++ লন।
২১ শে জুন, ২০১২ রাত ৮:৪১
বাংলার আগন্তুক বলেছেন: মাখনের মতো নরম হাত কিছু সেকেন্ডের জন্য ধরিবার সুযোগ পাইয়াছিলাম। আপনার বেশী ধরিতে মন চাইলেমাখনের মতো নরম হাত আছে দেখিয়া বিবাহ করিয়া লন। পিলাচের লাগি ধইন্যা।
১৭|
২০ শে জুন, ২০১২ রাত ১১:২৪
হিবিজিবি বলেছেন: লুল ফেলার সুযোগ বারবার আসে না রে ভাই, তাই কইছিলাম কি...............!!
![]()
লেখনি অনেক মজার হইছে!! আগামি পর্বের অপেক্ষায় রইলাম...
২১ শে জুন, ২০১২ রাত ৮:৪২
বাংলার আগন্তুক বলেছেন: পরের পর্ব এইমাত্র প্রসব করিলাম।
১৮|
২১ শে জুন, ২০১২ রাত ১২:৫৭
আনজান বলেছেন: +++++++
![]()
২১ শে জুন, ২০১২ রাত ৮:৪২
বাংলার আগন্তুক বলেছেন: ধইন্যা পাতা লন।
১৯|
২১ শে জুন, ২০১২ ভোর ৪:২০
মুনসী১৬১২ বলেছেন:
২১ শে জুন, ২০১২ রাত ৮:৪৩
বাংলার আগন্তুক বলেছেন: জ্বালামুখীর কবলে পড়িলে হাসি বাহির হইয়া যাইবে।
২০|
২১ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৭
েরজা , বলেছেন:
ধুর যা , দিলেন-তো মিয়া পুরাই বিলা কইরা ----- হা করিয়া লেখাটা গিলিতে ছিলাম মাঝ খানে দিলেন লাইন কাটিয়া, ইহা অতিশয় বাজে কাজ করিয়াছেন মাশাই ।
আপনাকে মাইনচিত করা হইল ।
২১ শে জুন, ২০১২ রাত ৮:৪৪
বাংলার আগন্তুক বলেছেন: মাই-নাচ দেখিতে বড়ই মুন্চায়। লুল রে লুল।
২১|
২১ শে জুন, ২০১২ রাত ৮:৪৭
ইমরান০০৭ বলেছেন: হাহাহা ভাই তো দেখি পুরাই লুল । হিডেন ক্যামেরা নিয়া অপেক্ষায় রইলাম
২১ শে জুন, ২০১২ রাত ৯:২৬
বাংলার আগন্তুক বলেছেন: গিন্নী মাথার উপ্রে পুরা স্যাটেলাইট ফিট করিয়া দিয়াছে, হিডেন ক্যামেরা তো শিশুতুল্য।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪২
অণুজীব বলেছেন: